Sandipta Sen: সন্দীপ্তার বিয়ে দেবেন মহিলা পুরোহিত, আমন্ত্রিতদের জন্য রয়েছে এক বিশেষ শর্তও!
Sandipta Sen: এক মিউজিক লঞ্চের পার্টিতে দু'জনের দেখা হয়েছিল। সেই দেখাই যে বদলে যাবে ভালবাসায় তা হয়তো প্রথম দেখায় বুঝতে পারেননি কেউই। কিন্তু তাই হয়েছে। আর মাত্র ৪ দিনের অপেক্ষা। আগামী ৭ ডিসেম্বরেই শহরের এক বিলাসবহুল রিসর্টে বিয়ে সারতে চলেছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন ও সৌম্য মুখোপাধ্যায়।
এক মিউজিক লঞ্চের পার্টিতে দু’জনের দেখা হয়েছিল। সেই দেখাই যে বদলে যাবে ভালবাসায় তা হয়তো প্রথম দেখায় বুঝতে পারেননি কেউই। কিন্তু তাই হয়েছে। আর মাত্র ৪ দিনের অপেক্ষা। আগামী ৭ ডিসেম্বরেই শহরের এক বিলাসবহুল রিসর্টে বিয়ে সারতে চলেছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন ও সৌম্য মুখোপাধ্যায়। বিয়ের দিন পাঁচেক আগে হয়ে গেল তাঁদের বাগদান। ভালবেসে দু’জন দু’জনকে পরিয়ে দিলেন আংটি। ভালবাসায় ভরিয়ে দিলেন একে অপরকে।
নেটিজেনরা অবাক… এ যেন সত্যি নয়, ‘একেবারে সিনেমার মতো’ বলছেন তাঁরা। পরেছিলেন আইভরি রঙের লেহেঙ্গা। সৌম্যের পোশাকেও ছিল রঙমিলান্তি। সব মিলিয়ে জমজমাট গোটা অনুষ্ঠান।
বিয়েতেও কিন্তু নানা চমক দিতে চলেছে ‘বোধন’-এর নায়িকা। বিয়ের থিম হিসেবে বেছে নিয়েছেন গোলাপি ও সাদা। আর সেই কারণেই আমন্ত্রিতদের কাছে এক আবদারও রেখেছেন সন্দীপ্তা ও সৌম্য। সন্দীপ্তার বিয়ের কার্ডে আমন্ত্রিতদের উদ্দেশে পরিষ্কার লেখা আছে, ‘সম্ভব হলে গোলাপি রঙ এড়িয়ে চলবেন।” কেন জানেন? এক তো থিমে রয়েছে গোলাপি। অন্যদিকে তাঁর বিয়ের বেনারসিটিও ফুসিয়া পিঙ্ক রঙের। যাতে গোলাপি মিলে মিশে একাকার না হয়ে যায় সেই কারণেই এই ব্যবস্থা। বিয়ে ও রিসেপশনের অনুষ্ঠান এক দিনেই হতে চলেছে। তাঁদের বিয়ে দেবেন মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক। সব কিছুরই আয়োজন সারা। এখন শুধু বিয়ের দিনের অপেক্ষা।
View this post on Instagram