Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মুখ্যমন্ত্রী হাসপাতালে পৌঁছতেই বায়না সুমনের, কথা রেখেও হালকা ‘বকা’ মমতার

Kabir Suman: প্রসঙ্গত, সুমন হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে টিভিনাইন বাংলার কাছে মুখ খুলেছিলেন হাসপাতালের সুপার সুপার অঞ্জন অধিকারী।

মুখ্যমন্ত্রী হাসপাতালে পৌঁছতেই বায়না সুমনের, কথা রেখেও হালকা 'বকা' মমতার
কী অবস্থা গায়কের?
Follow Us:
| Edited By: | Updated on: Feb 01, 2024 | 5:21 PM

গুরুতর অসুস্থ হয়ে গত সোমবার মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছিল ‘গানওয়ালা’ কবীর সুমনকে। হাসপাতাল সূত্রে খবর, আগের থেকে অনেকটাই ভাল আছেন তিনি। এর আগেই টিভিনাইন বাংলা আপনাকে জানিয়েছিল আজ অর্থাৎ বৃহস্পতিবার সুমনকে দেখতে হাসপাতালে যাবেন মুখ্যমন্ত্রী। সেই মতোই বিকের সাড়ে চারটা নাগাদ হাসপাতালে আসেন মুখ্যমন্ত্রী। তাঁকে দেখা মাত্রই কিটক্যাট খাওয়ার বায়না ধরেন সুমন। এমনকি বাড়ি যাওয়ারও আবদার করেন ‘গানওয়ালা’। চকোলেট আনিয়ে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় গায়ক আরও ১০ দিন হাসপাতালে থাকার পরামর্শও দিতে দেখা যায় মমতাকে।

আগের থেকে ভাল আছেন সুমন। জানা যাচ্ছে হৃদপিন্ডের রক্ত সঞ্চালন করার ক্ষমতা বেড়েছে গায়কের। স্বাভাবিক খাওয়াদাওয়াও করছেন। ফুসফুসে জল নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সুমন। সেই সমস্যা এখনও পুরোপুরি না কাটলেও আগের থেকে সামাল দেওয়া গিয়েছে। এ ছাড়াও বাইরে থেকে অক্সিজেন সরবরাহ করতে হচ্ছে না বুধবার বিকেল থেকেই। স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস ক্রিয়া চলছে তাঁর। যদিও চলছে কড়া মাপের অ্যান্টিবায়োটিকস। এরই পাশাপাশি হৃদযন্ত্রের সমস্যাও রয়েছে। তবে অবস্থা স্থিতিশীল।

প্রসঙ্গত, সুমন হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে টিভিনাইন বাংলার কাছে মুখ খুলেছিলেন হাসপাতালের সুপার সুপার অঞ্জন অধিকারী। তিনি বলেন, “আপাতত ক্রিটিকাল কেয়ার ইউনিটে তাঁকে রাখা হয়েছে। যদিও গায়কের জ্ঞান আছে। মুখ দিয়ে খাবার খাওয়ানো হয়েছে অল্প। এখনও অক্সিজেন চলছে। জেনারেল মেডিসিন, রেসপিরেটরি হেড, ক্রিটিকাল কেয়ার হেডের সবাইকে নিয়ে চিকিৎসা শুরু করে দিয়েছি। তবে এখনও বোর্ড গঠিত হয়নি। নিজেদের মধ্যে আলোচনা করে সন্ধে ৭টা নাগাদ সিদ্ধান্ত নেব আমরা।”

এর পরেই বোর্ড গঠিত হয়, শুরু হয় চিকিৎসা। চিকিৎসায় ভালই সাড়া দিয়েছেন গায়ক। আপাতত তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরুন, সেই প্রার্থনাই করছেন সকলে।