Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aamir Khan: প্রাক্তন স্ত্রীর সঙ্গে পুজোয় আমির, কপালে তিলক এঁকে নিজের হাতে করলেন ঘট-স্থাপন

Aamir Khan: কিছু দিন আগেই তাঁর পরিবার ভেসেছিল খুশির জোয়ারে। মেয়ে ইরা খান সেরেছিলেন বাগদান। ওই অনুষ্ঠানে মজা করতে দেখা গিয়েছিল তাঁকে। সাদা দাড়ি নিয়ে আমির মেতেছিলেন সেলিব্রেশনে।

Aamir Khan: প্রাক্তন স্ত্রীর সঙ্গে পুজোয় আমির, কপালে তিলক এঁকে নিজের হাতে করলেন ঘট-স্থাপন
আমির খান ও কিরণ রাও।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 09, 2022 | 1:36 PM

প্রাক্তন স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে পুজোয় বসলেন অভিনেতা আমির খান (Aamir khan)। নিজের প্রযোজনা সংস্থায় আয়োজিত হল সেই পুজো। নিজের হাতে করলেন আরতি। মঙ্গলঘট স্থাপন করতেও দেখা গেল তাঁকে। কপালে আঁকা লাল তিলক। যদিও ঠিক কী কারণে এই পুজোর আয়োজন তা জানা যায়নি। তবে ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে শুধু প্রাক্তন স্ত্রী কিরণ রাও-ই নয়, হাজির ছিলেন আমিরের প্রথম পক্ষের ছেলে জুনেদ খানও। দেখা যায়নি ফতিমা সানা শেখকে, যার সঙ্গে আমিরের সম্পর্ক নিয়ে এই মুহূর্তে জোর চর্চা। ‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার পর সোশ্যাল মিডিয়ায় ত্যাগ করেছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। যদিও তাঁকে নিয়ে আলোচনা এতটুকু কমেনি। তাঁর আপডেট এসেই চলেছে সামাজিক মাধ্যমে। আমিরের এই সাম্প্রতিক ছবি গুলি শেয়ার করেছেন ‘লাল সিং চাড্ডা’র পরিচালক অদ্বৈত চন্দন।

কিছু দিন আগেই তাঁর পরিবার ভেসেছিল খুশির জোয়ারে। মেয়ে ইরা খান সেরেছিলেন বাগদান। ওই অনুষ্ঠানে মজা করতে দেখা গিয়েছিল তাঁকে। সাদা দাড়ি নিয়ে আমির মেতেছিলেন সেলিব্রেশনে। ‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার পর এই মুহূর্তে আর কোনও ছবিতে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ঘনিষ্ঠদের মতে আমির ব্যস্ত ‘ড্যামেজ কন্ট্রোল’-এ।

‘লাল সিং চাড্ডা’ কেন বড় পর্দায় ফ্লপ হয়? ২০১৫ সালের ঘটনা। এক সাক্ষাৎকারে আমির বলেছিলেন, তৎকালীন স্ত্রী কিরণ তাঁকে বলেন, ‘আমাদের কি দেশ ছেড়ে চলে যাওয়া উচিত। আমির জানিয়েছিলেন, আশেপাশের আবহাওয়া দেখে, প্রতিদিন খবরের কাগজ দেখে তাঁর স্ত্রী ভীত। সন্তানকে নিয়ে চিন্তিত। এরপরেই বিতর্কের ঝড় ওঠে। আমিরকে দেওয়া হয় দেশদ্রোহী তকমা। সাময়িক ভাবে সেই বিতর্ক থিতিয়ে গেলেও লাল সিং চাড্ডা মুক্তির আগে আবারও ওঠে সেই বিতর্কে ঢেউ। আমিরের ছবিকে দেওয়া হয় বয়কটের ডাক। আমির যদিও অনুরোধ করেন ছবিটিকে দেখার জন্য। তবে না, তাতে লাভ হয়নি। সেই ঘটনা টেনে এনেই মানুষ ছবিটির থেকে মুখ ফেরান। যদিও নেটফ্লিক্সে বিক্রি করার পর ক্ষতি অনেকটাই সামলে উঠেছেন নির্মাতারা। ওটিটিতে বেশ ভালই পারফর্ম করছে ওই ছবি।