Bobby Deol Secrets: রাতের অন্ধকার বাড়তেই হোটেলের ঘরে-ঘরে চাহিদা বাড়ত তাঁর, যে কাজ করতেন ববি দেওল
Bobby Deol Struggles: পাত্তা দেয়নি বলিউড। কয়েকটি ছবিতে অভিনয় করার পরই কেরিয়ারের পাতা ফুরতে শুরু করে ধর্মেন্দ্রর কনিষ্ঠ পুত্র ববি দেওলের। বাধ্য হয়েই পেশা পরিবর্তন করেন ববি। মুম্বইয়ের বহু নামী হোটেলে তখন ববির খুব চাহিদা। রাত বাড়লেই তাঁকে খবর দেওয়া হত। সেজেগুজে হাজির হতেন ববি। জমে উঠত আসর। কোন 'অন্ধকারে' ডুব দিয়েছিলেন ববি?
শুরুতে একেবারেই পাত্তা দেয়নি বলিউড। কয়েকটি ছবিতে অভিনয় করার পরই কেরিয়ারের পাতা ফুরতে শুরু করে ধর্মেন্দ্রর কনিষ্ঠ পুত্র ববি দেওলের। আর নতুন কোনও কাহিনি লেখা হয়নি সেই খাতায়। আসছিল না কোনও ছবির অফার। কিন্তু পেটটা তো চালাতে হবে। সংসারে প্রচুর খরচ। দুটো ছেলের বাবা ববি তখন কীই বা করতেন! স্ত্রীর রোজগারের উপর ভরসা…? করতে পারেননি। উপায় না পেয়ে অসহায় ববি অর্থ উপার্জনের পথ পরিবর্তন করেছিলেন নিজের। রাত হলেই হোটেলে-হোটেলে ডাক পড়ত তাঁর। পেটের দায়ে কোন কাজ করতে একপ্রকার বাধ্য হয়েছিলেন ববি?
মুম্বইয়ের বহু নামী হোটেলে তখন ববির খুব চাহিদা। রাত বাড়লেই তাঁকে খবর দেওয়া হত। সেজেগুজে হাজির হতেন ববি। জমে উঠত আসর। বাছতে শুরু করতেন গান আর সেই গানের সঙ্গে ববির কাজ হত শুরু।
কী ছিল সেই কাজ? ধর্মেন্দ্র কিংবা তাঁর পরিবার কখনওই কল্পনাই করতে পারেননি, অভিনয় ছাড়া অন্য কোনও কিছু করতে চাইবেন ববি। যদিও গানের প্রতি তাঁর আগ্রহ ছিল শুরু থেকেই। অভিনয়ের ডুবতে থাকা নৌকো যখন কিছুতেই সমুদ্র পার করতে পারল না, তাই আরব সাগরের পাড়েই শুরু করলেন ‘সেই’ কাজ। গানকে করলেন সম্বল।
বলিউডের প্রতিষ্ঠিত তারকা পরিবারের ছোট ছেলে। বাবা ধর্মেন্দ্র সুপার-ডুপার জনপ্রিয় নায়ক। সৎ মা হেমা মালিনী বলিউডের ‘ড্রিম গার্ল’। সেই পরিবারের ছেলে ববি সংসারের খরচ চালানোর জন্য ডিজে কিংবা ডিস্ক জকি হওয়ার পেশাকে বেছে নিয়েছিলেন অভিনয় পরবর্তী জীবনে। বছরের পর-বছর সেই পেশায় বহাল থেকেছেন সানি দেওলের ছোট ভাই। এবং তাতেই বিপুল জনপ্রিয়তা লাভ করেছিলেন বলিউডের বিভিন্ন পার্টিতে।
কেবল হোটেলে নয়, বলিউডের বহু প্রাইভেট পার্টিতেও ডাক পেতেন ববি। গানের সঙ্গে গানের মিক্সিং করতেন দারুণভাবে। তাঁকে ডিজে হিসেবে চাইতেন সক্কলে। একের পর-এক গানের ফরমাইশ আসত উড়ে। সেই ববিকেই অনেকগুলো বছর পর ফের আবিষ্কার করা হল ওটিটি প্লাটফর্মের দৌলতে। ওটিটিতে মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ় ‘আশ্রম’-এ অভিনয়ের সুযোগ পেলেন ববি। বলিউডের টনক নড়ল। যে প্রতিভাবান অভিনেতাকে অবহেলায় ছুড়ে ফেলে দিয়েছিল বলিউড, সেই বলিউড বুঝল ভুল হয়েছে। অনেক বড় ভুল হয়ে গিয়েছে।
২০২২ সালে ‘অ্যানিম্যাল’ ছবিটি তৈরির সময় দক্ষিণ ভারতীয় পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা স্থির করেন ববিকেই তিনি ভিলেন রূপে তুলে ধরবেন বড় পর্দায়। সেই ববিকে, যাঁকে ৯০ দশকের শেষে এবং একবিংশ শতাব্দীর শুরুতে ‘চকোলেট বয়’ হিসেবে দেখেছেন দর্শক। সেই মিষ্টি চেহারার হিরোকে আদ্যপান্ত পাল্টে ফেলে এক দুর্ধর্ষ দুশমনের চরিত্রে আবিষ্কার করলেন সন্দীপ। এবং রাতারাতি খ্যাতির শীর্ষে পৌঁছে গেলেন ববি। নেট মহল তাঁর নতুন নাম দিল ‘লর্ড ববি’। সকলে বলাবলি করতে লাগল, “নির্বাক ভিলেন ববি ‘অ্যানিম্যাল’ ছবিতে দুর্দান্ত পারফর্ম করে নিজের জাত চিনিয়ে দিয়েছেন। কখনও যদি কাউকে কামব্যাক করতে হয়, সেই কামব্যাক যেন হয় ববি দেওলের মতো।”