Alia-Ranbir: একরত্তি মেয়ে রাহাকে নিয়ে জোর ঝামেলা রণবীর-আলিয়ার!
Bollywood Gossip: এই সবে এক বছর পূর্ণ করেছে রাহা কাপুর-- রাহা মানে রণবীর কাপুর ও আলিয়া ভাটের একমাত্র মেয়ে। এ হেন রাহাকে নিয়েই নাকি জোর ঝামেলা রণবীর ও আলিয়ার মধ্যে। সম্প্রতি করণ জোহরের চ্যাট শো 'কফি উইদ করণ'-এ এসে এমনটাই জানিয়েছেন আলিয়া। কেন ঝামেলা?
এই সবে এক বছর পূর্ণ করেছে রাহা কাপুর– রাহা মানে রণবীর কাপুর ও আলিয়া ভাটের একমাত্র মেয়ে। এ হেন রাহাকে নিয়েই নাকি জোর ঝামেলা রণবীর ও আলিয়ার মধ্যে। সম্প্রতি করণ জোহরের চ্যাট শো ‘কফি উইদ করণ’-এ এসে এমনটাই জানিয়েছেন আলিয়া। কেন ঝামেলা? আলিয়া জানিয়েছেন, রাহার সঙ্গে কে বেশিক্ষণ সময় কাটাবে এই নিয়েই নাকি ঝামেলা বাঁধে স্বামী-স্ত্রীর। একমাত্র মেয়েকে দিনের সবটা সময় দিতে চান দু’জনেই। আর সেই নিয়েই শুরু হয় ঝামেলা। এই ঝামেলা থেকে মুক্তির উপায় কী? সেটা বাতলে দিয়েছেন ওই সিজনে আলিয়ার সঙ্গেই উপস্থিত থাকা তাঁর বড় ননদ করিনা কাপুর। ঝগড়া থেকে মুক্তির উপায় বলতে গিয়ে করিনা আলিয়াকে প্রস্তাব দেন আরও একবার মা হওয়ার। করিনা বলেন, “এটাই তো সংকেত। আরও একটা নিয়ে নাও (বাচ্চা)। তাহলে দু’জন মিলে দু’জনের সঙ্গে সময় কাটাতে পারবে।”
রাহাকে ভাগ করতে একেবারেই চান না রণবীর ও আলিয়া। দু’জন দু’জনকে এক ইঞ্চিও জায়গা ছাড়তে রাজি নন। এই মুহূর্তে এক লম্বা ছুটিতে আছেন রণবীর। রাহার সঙ্গে সময় কাটাতে পারবেন, এটা ভেবেই দারুণ খুশি তিনি। তাঁর কথায়, “পাঁচ ছয় মাসের জন্য আমি বাড়িতে থাকব। রাহা যখন জন্মেছিল তখন আমি ওর সঙ্গে সময় কাটাতে পারিনি। কারণ আমার শুটিং চলছিল। তবে এখন পারব। ওর প্রতিটি বেড়ে ওঠার সাক্ষী থাকতে পারব আমি।” ওদিকে আলিয়া ব্যস্ত। তাঁর হাতে পর পর ছবির কাজ রয়েছে। এতে কিন্তু রণবীরের আফসোস নেই। তিনি বেশ খুশিই।
View this post on Instagram