Amitabh Bachchan: ঐশ্বর্যাকে বিয়ের ইচ্ছে, ক্ষমা চাইতেই পাক-ক্রিকেটারকে পাল্টা কটাক্ষ অমিতাভের!
Amitabh Bachchan: ২০২৩ বিশ্বকাপে টপ ৪-এও আসতে পারেনি পাকিস্তান। বাবর আজমের টিমের পারফরম্যান্স নিয়ে যখন চতুর্দিকে হচ্ছে সমালোচনা ঠিক তখনই এক পাক সংবাদমাধ্যমে প্রাক্তন পাক ক্রিকেটার আব্দুল রজ্জাকের এক মন্তব্য ঘিরে শুরু হয় চরম নিন্দা।
২০২৩ বিশ্বকাপে টপ ৪-এও আসতে পারেনি পাকিস্তান। বাবর আজমের টিমের পারফরম্যান্স নিয়ে যখন চতুর্দিকে হচ্ছে সমালোচনা ঠিক তখনই এক পাক সংবাদমাধ্যমে প্রাক্তন পাক ক্রিকেটার আব্দুল রজ্জাকের এক মন্তব্য ঘিরে শুরু হয় চরম নিন্দা। পাকিস্তানের ব্যর্থতা প্রসঙ্গে ঐশ্বর্যা রাই বচ্চনকে টেনে তাঁকে বিয়ের ইচ্ছে প্রকাশ ও অন্য বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি। সমালোচনা হতেই ক্ষমাও চান। হাতজোড় করা ক্ষমার ইমোজি দিয়ে লেখেন ক্ষমার কথা। কিন্তু ক্ষমা কি করল বচ্চন পরিবার? অমিতাভ বচ্চনের সাম্প্রতিক টুইট কিন্তু বলছে অন্য কথা! রজ্জাক যে ইমোজি দিয়ে ক্ষমা চেয়েছিলেন সেই একই ইমোজি ব্যবহার করে সম্প্রতি অমিতাভ বচ্চন লেখেন, “‘হাতজোড় করা ইমোজি মানে ক্ষমা চাওয়ার ইমোজির অর্থ কাগজে ছাপা অর্থের থেকে অনেক বেশি।” না, কারও নাম নেননি অমিতাভ। তবে নেটিজেনদের ধারণা পরোক্ষে রজ্জাককেই কটাক্ষ করেছেন বিগ-বি।
T 4830 – 🙏🚩 .. for this has more meaning than any printed word .. इसका अर्थ छपे हुए काग़ज़ पर लिखित शब्दों से कहीं ज़्यादा
— Amitabh Bachchan (@SrBachchan) November 15, 2023
ঠিক কী বলেছিলেন রজ্জাক?
পাকিস্তান টিমের সমালোচনা করতে গিয়ে তিনি বলেন, “যদি আমি ভাবি যে ঐশ্বর্যর সঙ্গে আমার বিয়ে হবে। এবং তার পর আমাদের সুন্দর সুন্দর সন্তান হবে, সেটা কি কখনও সম্ভব? আমার মতে আগে নিজের মানসিকতা ঠিক করতে হবে। আমরা কী চাই, সেটা বুঝতে হবে। আর সেটা না হলে ভালো ক্রিকেটারও তৈরি হবে না। শুধু তাই নয়, পাকিস্তানও জিততে পারবে না।”
I highly condemn the inappropriate joke/comparison made by Razzaq. No woman should be disrespected like this. People seated beside him should have raised their voice right away rather than laughing & clapping.
— Shoaib Akhtar (@shoaib100mph) November 14, 2023
ট্রোলের বন্যা
এই কথা বলার পর এ দেশে তো বটেই পাকিস্তানেও অনেকেই প্রতিবাদ জানিয়েছিলেন। প্রাক্তন পাক ক্রিকেটার শোয়েব আখতারও লেখেন, “রজ্জাক যে মজা করেছে, যেভাবে তুলনা করেছে আমি এর বিরুদ্ধাচরণ করছি। কোনও মহিলাকেই এভাবে অসম্মান করা অনুচিত। ওঁর পাশে যারা ছিলেন তাঁরাও দেখলাম কেউ প্রতিবাদ করেননি। উপরন্তু হাততালি দিচ্ছিলেন ও হাসছিলেন।
I am very ashamed of yesterday and I realize I said very bad words. I apologize to everyone, please forgive me. 🙏 #AishwaryaRai #AbdulRazzaqpic.twitter.com/zXotn314yo
— Abdul Razzaq (@AbdulRazzaq_PAK) November 14, 2023
ক্ষমা চান রজ্জাক
এর পরেই এক ভিডিয়ো বার্তার মধ্যে দিয়ে ক্ষমা চেয়ে রজ্জাক বলেন, “মুখ ফসকে বের হয়ে গিয়েছিল। এভাবে বলে আমি ঠিক করিনি। আমি সকলের কাছে ক্ষমা চাইছি। দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আমি সত্যি ওঁকে বা কাউকেই কোনও প্রকার দুঃখ দিতে চাইনি।” কিন্তু চিঁড়ে যে ভেজেনি অমিতাভের টুইট যেন ইঙ্গিত দিচ্ছে তেমনটাই।