Anup Jalota: ৩৫ বছর পর নস্টালজিয়া উস্কে কোন কাজ করলেন অনুপ জালোটা?

কলকাতার ছেলে অর্ণব ও তাঁর স্ত্রী অ্যানি সম্প্রতি রেকর্ড করেছেন এই গজল। আর তাতেই শরিক হয়েছেন অনুপ জালোটা। এ প্রসঙ্গে অর্ণবের বক্তব্য, "ওর সঙ্গে কাজ করা বিশাল বড় ব্যাপার।

Anup Jalota: ৩৫ বছর পর নস্টালজিয়া উস্কে কোন কাজ করলেন অনুপ জালোটা?
অনুপ জালোটা।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 04, 2022 | 4:54 PM

তাঁর ভক্তসংখ্যা অগুণতি। তাঁর জীবন জুড়েও বিতর্ক। কথা হচ্ছে পদ্মশ্রী প্রাপ্ত গায়ক অনুপ জালোটার। ৩৫ বছর পর আবারও নস্টালজিয়া উস্কে দিলেন তিনি। ভক্তদের জন্য রেকর্ড করলেন বিখ্যাত গজল ‘ওহ চাঁদনী সা বদন’। ৩৫ বছর আগে এই গান রেকর্ড করেছিলেন তিনি। আবারও নতুন ভাবে ফিরল সেই গান, সৌজন্যে অর্ণব বিশ্বাস।

কলকাতার ছেলে অর্ণব ও তাঁর স্ত্রী অ্যানি সম্প্রতি রেকর্ড করেছেন এই গজল। আর তাতেই শরিক হয়েছেন অনুপ জালোটা। এ প্রসঙ্গে অর্ণবের বক্তব্য, “ওর সঙ্গে কাজ করা বিশাল বড় ব্যাপার। এটা যখন আমি ও আমার স্ত্রী গাই ওঁর মতো এক কিংবদন্তীর সঙ্গে তাঁর এক আলাদাই অভিজ্ঞতা।” কীভাবে মাইক্রোফোন ধরতে হবে, কতটা দূর থেকে ধরতে হবে এ সবই তাঁর কাছ থেকেই শিখেছেন বলে জানিয়েছেন অর্ণব।

অন্যদিকে উচ্ছ্বসিত অনুপ জালোটাও। তাঁর কথায়, “৩৫-৩৬ বছর পর আবার রেকর্ড করলাম এই গান। এই বার আমার সঙ্গে অর্ণব ও অ্যানিও গেয়েছেন। অর্ণবের জন্মদিনেই মুক্তি পাচ্ছে এই গজল। আবারও এই গজল ছড়িয়ে পড়ুক প্রতিট ঘরে।” আগামী ৬ ফেব্রুয়ারি বিভিন্ন ডিজিটাল মাধ্যমে মুক্তি পেতে চলেছে ‘ওহ চাঁদনী সা বদন’।