Vijay Devarakonda: ভক্তদের ‘হামলায়’ পড়িমরি ছুট বিজয় দেবেরাকোন্ডার, তারপর? দেখুন সেই ভিডিয়ো
Vijay Devarakonda: কেউ বাড়ির সামনে হাত কেটে দাঁড়িয়ে রয়েছেন ঘণ্টার পর ঘন্টা। কেউ বা আবার দুধ দিয়ে স্নান করিয়েছেন প্রিয় অভিনেতার কাটআউটকে, কেউ বানিয়েছেন মন্দির।
কেউ বাড়ির সামনে হাত কেটে দাঁড়িয়ে রয়েছেন ঘণ্টার পর ঘন্টা। কেউ বা আবার দুধ দিয়ে স্নান করিয়েছেন প্রিয় অভিনেতার কাটআউটকে, কেউ বানিয়েছেন মন্দির। ভক্তদের এই ‘পাগলামি’র প্রকোপে পড়তে হয়েছে প্রায় সব নায়ক-নায়িকাকে। এবার বিজয় দেবেরাকোন্ডাকেও পড়তে হল এমনই এক অনভিপ্রেত ঘটনার মুখে। ভক্তের ‘ভালবাসা’য় আচমকা ‘হামলা’। তারপর? সবটাই ধরা পড়েছে এক ভিডিয়োতে। ভাই আনন্দ দেবেরাকোন্ডার ‘বেবি’র সাফল্য উদযাপন করতে মঞ্চে হাজির ছিলেন বিজয়। হঠাৎ করেই দর্শকাসন থেকে এক ভক্ত কার্যত লাফ দিয়ে উঠে পড়েন মঞ্চে, তাঁর উদ্দেশ্য ছিল বিজয়কে প্রণাম। ঘটনার আকস্মিকতায় ঘাবড়ে যান বিজয়ও। সেই জায়গা থেকে ছুট লাগান এই দক্ষিণী সুপারস্টার। ভিডিয়োটি ভাইরাল হয়েছে। আর এই ভিডিয়ো নিয়েই এখন নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই বলছে, বিজয় নাকি একটু বেশিই প্রতিক্রিয়া দিয়ে ফেলেছেন। যদিও পাল্টা মন্তব্য, “আচমকা এভাবে গায়ের উপর উঠে এলে প্রতিক্রিয়া দেবেন না তো কী করবেন?”
প্রসঙ্গত, গত বছর ‘লাইগার’ ছবির মধ্যে দিয়ে বলিউডে অভিষেক ঘটে বিজয়ের। বিপরীতে ছিলেন অনন্যা পান্ডে। যদিও বক্স অফিসে ওই ছবিটি মুখ থুবড়ে পড়েছিল। বড় অঙ্কের টাকা ক্ষতি হয়েছিল প্রযোজকের। তবে কি আর বলিউডে কাজ করবেন না তিনি? TV9 Network-এর এক সাক্ষাৎকারে তিনি বলেন, “বলিউড আমার ফোকাস নয়, ভারত আমার লক্ষ্য। আমার কাছে গল্প বলাটাই আসল। যদি গোটা দেশ সেই গল্প শুনতে চায় তখন দেশকেই শোনান উচিত”।