Group Theatre: কলেজে দেখা স্বপ্ন সত্যি! কর্পোরেট ঝক্কি সামলে ইঞ্জিনিয়রদের নাটকের দলের প্রথম প্রয়াস
Group Theatre: কলেজ জীবন মানেই কি শুধু সিলেবাসের পাতা হাতড়ানো, স্বপ্নের জলাঞ্জলি? ইচ্ছের দম বন্ধ করে কেরিয়ারের ইঁদুর দৌড়?
কলেজ জীবন মানেই কি শুধু সিলেবাসের পাতা হাতড়ানো, স্বপ্নের জলাঞ্জলি? ইচ্ছের দম বন্ধ করে কেরিয়ারের ইঁদুর দৌড়? ওঁরা এমনটা ভাবেননি। কলেজ জীবনে অধিকাংশই যখন চাকরি, কেরিয়ার, আগামীতে করেছিলেন ফোকাস, ওঁরা স্বপ্ন দেখেছিলেন দিন বদলের। ক্যান্টিনের অবসরে ওঁদের সঙ্গী ছিল থিয়েটার। কলকাতার নামজাদা এক ইঞ্জিনিয়ার কলেজের ছেলেমেয়েরা এই স্বপ্ন দেখতে দেখতেই বানিয়ে ফেলেছিলেন এক থিয়েটার গ্রুপ। কলেজ শেষ হয়ে নিয়মমাফিক, কিন্তু ইচ্ছেরা মরেনি। তাই ইঞ্জিনিয়ারদের দল তাঁদের কর্পোরেট খোলস ছেড়ে আগামী ১৩ অগস্ট আসতে চলেছে জ্ঞান মঞ্চে, নিয়ে তাঁদের প্রথম নাটক ‘হ য ব র LAW ‘। এটিই তাঁদের প্রথম বাণিজ্যিক প্রয়াস। আর দলের নাম ‘কলকাতা রঙ্গমঞ্চ’। নাটকটির উপজীব্য বেশ কিছু প্রশ্ন। এই নাটক জানতে চায়, “মানুষের সৃষ্টি করা আইনের শাসন কেবলমাত্র শুধুই কি মানুষের সৃষ্টি , আর কিছুই কি তাকে প্রভাবিত করেনি ?” সে প্রশ্ন তোলে, ‘কোনও মানুষের অকালমৃত্যুতে পরিবারে যে বিপর্যয় ঘনিয়ে আসে , তার দায় কে নেবে ?’
উত্তর মিলবে আগামী ১৩ অগস্ট, সে দিনই যে প্রথম স্বপ্ন উড়াল দেবে তাঁদের। এই থিয়েটারের গ্রুপের বেশ কিছু বিশেষত্ব রয়েছে। কে পরিচালক তা আবার বলা বারণ। ‘সবে মিলি করি কাজ…’ তত্ত্বে বিশ্বাসী একঝাঁক ইচ্ছেডানাদের গড় বয়স কিন্তু ওই ২৫-এর কোঠায়। প্রযুক্তির ভিড়, টার্গেটের নাগপাশ ওঁদের ‘এসকেপ রুট’ এই দলই। দলের এক সদস্যের কথায়, “বেসরকারি সংস্থায় কাজ করে সময় বের করা সত্যিই মুশকিল। কিন্তু থিয়েটারের প্রতি ভালবাসা, কাজ করার তাগিদই আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে অনবরত। আমাদের দলের এক সদস্যা ভুবনেশ্বরের কর্মরতা হয়েও প্রতি শনি-রবিবার সে ফিরে আসে শুধু রিহার্সাল করবে বলে। দিনের শেষে যখন স্টেজের উপর লাইটটা পড়ে তখন সব কেমন ভুলে যাই আমরা।” কষ্ট আছে, রয়েছে প্রতিকূলতা– তবু ওঁরা হার মানেননি। তাঁদের প্রথম প্রয়াস কতটা সফল হয়, এখন শুধু সেটাই দেখার।