Honey Singh: হানি সিংয়ের বিরুদ্ধে অপহরণের অভিযোগ, জল গড়াল থানা পর্যন্ত
Honey Singh: বিপাকে র্যাপার হানি সিং। তার বিরুদ্ধে মামলা রুজু হল আদালতে। হানির বিরুদ্ধে আয়োজক সংস্থার কর্মীর সঙ্গে দুর্ব্যবহার, অপহরণের মতো গুরুতর অভিযোগ দায়ের করা হয়েছে।
বিপাকে র্যাপার হানি সিং। তার বিরুদ্ধে মামলা রুজু হল আদালতে। হানির বিরুদ্ধে আয়োজক সংস্থার কর্মীর সঙ্গে দুর্ব্যবহার, অপহরণের মতো গুরুতর অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারীর নাম বিবেক রামন। মুম্বই পুলিশের বয়ান অনুযায়ী, “এক ইভেন্ট সংস্থার প্রতিষ্ঠাতা বিবেক রামন হানি সিংয়ের বিরুদ্ধে এক অভিযোগ দায়ের করেছে। তাঁর আরও অভিযোগ, র্যাপার তাঁকে অপহরণ করে আটকে রাখেন, তাঁকে নিগ্রহও করেন।” গত ১৯ এপ্রিল এই অভিযোগ দায়ের করা হয়। অভিযোগপত্রে জানানো হয়েছে, ঘটনাটি ঘটেছে গত ১৫ এপ্রিল। বাদ্রা কুরলা কমপ্লেক্সে হানির একটি অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু পয়সা সংক্রান্ত বেশ কিছু সমস্যার জন্য অনুষ্ঠানটি বাতিল করে দেওয়া হয়। বিবেকের অভিযোগ, অনুষ্ঠান বাতিল হওয়ায় হানি ও তাঁর সহকারীরা রেগে যান। এরপরেই মুম্বইয়ের এক হোটেলে নিয়ে গিয়ে তাঁকে আটকে রাখা হয়। এখনও পর্যন্ত এই ঘটনায়ভ হানিকে গ্রেফতার করেনি পুলিশ। এই বিষয় নিয়ে প্রকাশ্যে মুখ খুলতেও দেখা যায়নি তাঁকে। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।
প্রসঙ্গত, সময়টা বিশেষ ভাল যাচ্ছে না হানি সিংয়ের। ব্যক্তিগত জীবনও চরচায়। শালিনী তালওয়ারের সঙ্গে প্রকাশ্যে বিবাহবিচ্ছেদের পরে তিনি প্রেমে পড়েছিলেন টিনা ঠাডানির। জমিয়ে চলছিল সেই প্রেম। তবে সাম্প্রতিক গুঞ্জন বলছে, সেই সম্পর্কও নাকি সম্প্রতি চুকে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই দু’জন দু’জনকে আনফলো করেছেন। এখানেই শেষ নয়। নিজেদের অ্যাকাউন্ট থেকে একে অন্যের ছবি মুছেও ফেলেছেন তাঁরা। এও শোনা যাচ্ছে, নুসরত বারুচার সঙ্গে নাকি মন দেওয়া নেওয়া চলছে তাঁর।
প্রসঙ্গত, এর আগেও বিতর্কে জড়িয়েছেন শালিনী। হানির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন। সে সময় হানি লেখেন, “আমার প্রতি এই ধরনের মিথ্যে অভিযোগে আমি ভেঙে পড়েছি। আমার গানের লিরিক্স থেকে শুরু করে বহুবার বহু বিতর্কে জড়িয়েও আমি কোনও দিন প্রকাশ্যে কিছু বলিনি। কিন্তু এই বার আমি আর চুপ থাকতে পারলাম না কারণ যে সব অভিযোগ করা হয়েছে তার মধ্যে বেশ কিছু আমার বোন ও আমার বৃদ্ধ বাবা-মা’কে উদ্দেশ্য করেও।” হানি আরও যোগ করেন, “১৫ বছর ধরে ইণ্ডাস্ট্রিতে রয়েছি। আমার স্ত্রীর সঙ্গে আমার সম্পর্ক কেমন তা আশা করি অনেকেই জানেন। আমার শুট-মিটিংয়ে এযাবৎ ও সব সময় ছিল। আমি দাবি করছি, আমার প্রতি আনা এই সব অভিযোগ মিথ্যে। আমি এ ব্যাপারে আর কিছু বলতে চাই না, যেহেতু গোটা ব্যাপারটি এই মুহূর্তে বিচারাধীন। আমার অনুরোধ আদালতের রায় বের হওয়া না পর্যন্ত নিজেরাই রায় দিয়ে দেবেন না। সত্যি সামনে আসবে।” এবারেও সত্যি সামনে আসবে কি না তা যদিও সময়ই বলবে।