Tony Kakkar: মায়ের ঠোঁটে চুম্বন, টনি কক্করের ভিডিয়ো ভাইরাল হতেই নিন্দার ঝড়

Tony Kakkar: সম্প্রতি মুক্তি পেয়েছে টনি কক্করের গান। সেই গানের প্রচারেই হাজির ছিলেন তাঁর মা নীতি কক্কর।

Tony Kakkar: মায়ের ঠোঁটে চুম্বন, টনি কক্করের ভিডিয়ো ভাইরাল হতেই নিন্দার ঝড়
টনি কক্কর।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 21, 2023 | 1:17 PM

সম্প্রতি মুক্তি পেয়েছে টনি কক্করের গান। সেই গানের প্রচারেই হাজির ছিলেন তাঁর মা নীতি কক্কর। সেখানেই ক্যামেরাবন্দি হল মা ও ছেলের এক মুহূর্ত যা নিয়ে আপাতত চলছে জোর চর্চা। ভিডিয়োতে দেখা গিয়েছে, মা’কে দেখেই এগিয়ে যান টনি। মা-ও ছেলেকে দেখে আবেগে আপ্লুত হয়ে ঠোঁটে চুম্বন করেন। এর পরেই নিন্দার ঝড়। ভিডিয়ো ছড়িয়ে পড়তেই রে-রে করে ছুটে এল নীতিপুলিশের দল। তাঁদের মতে ঠোঁটে চুম্বন নাকি ‘অশোভন’। একেবারেই নাকি মাতৃসুলভ নয়। একজন লিখলেন, “এ সবই পাশ্চাত্য শিক্ষার প্রতিফলন”। কেউ কেউ আবার টেনে আনলেন দলাই লামার প্রসঙ্গও। সম্প্রতি বালককে চুম্বন বিতর্কে জড়িয়েছিলেন দলাই লামা। এক ভিডিয়ো ভাইরাল হয়েছিল। সেখানে দেখা গিয়েছিল এক বালককে চিবুক ধরে তাঁর ঠোঁটে চুম্বন করছেন বৌদ্ধ ধর্মগুরু। সে নিয়ে বিস্তর জলঘোলাও হয়েছিল। সেই প্রসঙ্গ উত্থাপিত করে একজন লেখেন, “তাহলে এ ক্ষেত্রেও কি এই ঘটনা ক্ষমা চাওয়ার মতো নয়?” যদিও পাল্টা মন্তব্যও এসেছে। যারা ট্রোল করেছেন তাঁদের বিরুদ্ধেই অনেকে উগরে দিয়েছেন ক্ষোভ। তাঁদের বক্তব্য, “এ সব কী! মা ও সন্তানের পবিত্র সম্পর্কের মধ্যে যারা অন্য গন্ধ খুঁজে পান তাঁরা মানসিক বিকারগ্রস্ত ছাড়া আর কিছুই নয়।” যদিও এই বিতর্ক নিয়ে টনি এখনও পর্যন্ত মুখ খোলেননি।

টনি কক্করের আর এক পরিচয় তিনি জনপ্রিয় সঙ্গীতশিল্পী নেহা কক্করের দাদা। টনি নিজেও অনেক গান রচনা করেছেন। এর মধ্যে রয়েছে, ‘মিলে হ্যায় তুম হামকো’, ‘ধিমে ধিমে’, ‘কুর্তা পাজামা’র মতো গান। সম্প্রতি তাঁর যে গান মুক্তি পেয়েছে তাতে অংশ নিয়েছেন ডিজে টনি জুনিয়রও। গান নিয়ে টনির বক্তব্য, “এটি এমনই একটি গান যা প্রায়শই পার্টি ও ক্লাবে শোনা যাবে। নিজেদের ১০০ শতাংশ দিয়েছি এই গানটির জন্য। আশা করছি তা দর্শকদের ভাল লাগবে।”