সমাপ্ত হল ‘TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড’। প্রথমবর্ষের এই প্রয়াসে তারকাদের নজর কাড়া উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। রেডকার্পেটে বোল্ড লুক থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান, নবীন-প্রবীণ মিলে মিশে একাকার। সেরার সেরা তকমা নিয়ে বাড়ি ফিরলেন একগুচ্ছ স্টার। বিনোদন জগতে স্টার সকলেই। তাই TV9 বাংলাও সম্মান অন্তর থেকে সম্মান জানায় সকলকেই। প্রতিটা স্টারের উপস্থিতিতে এদিন বিশেষ হয়ে ওঠে অ্যাওয়ার্ড শোয়ের সন্ধ্যা। ওটিটি ও টিভি দুনিয়ার সব থেকে বড় অ্যাওয়ার্ড শো ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডের চোখ ধাঁধানো অনুষ্ঠান তাই সকলের উপস্থিতি এদিন উল্লেখযোগ্য। অ্যাওয়ার্ড শোয়ের বিশেষ মুহূর্ত জানতে দেখে নিন এই হাইলাইটস।
সরাসরি দেখুন ‘TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড’
চলতি বছরের জন্য সুসম্পন্ন হল TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড শো। সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করলেন TV9 বাংলার কনসালটিং এডিটার অনির্বাণ চৌধুরী। আগামী বছর এই অ্যাওয়ার্ড শোয়ের আরও বড় আয়োজন নিয়ে ফিরবে TV9 বাংলা।
বাংলা সিনেদুনিয়ায় অনবদ্য অবদানের জন্য SVF-কে বিশেষ সম্মান দিল TV9 বাংলা।
সেরা ওটিটি অভিনেতার পুরস্কার পেলেন সৌরভ দাস (সিরিজ় মন্টু পাইলট)
Best Actor OTT: ‘…এটা তোমাদের জন্য’, কার উদ্দেশে পুরস্কার উৎসর্গ করলেন সৌরভ
সেরা অভিনেত্রী ওটিটির পুরস্কার পেলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (ইন্দুবালা ভাতের হোটেল)।
Best Actress OTT: দেবের হাত থেকে পুরস্কার নিলেন শুভশ্রী, কী বললেন অভিনেত্রী?
জুরি নির্বাচনে ধারাবাহিকের সেরা অভিনেতার পুরস্কার পেলেন দিব্যজ্যোতি দত্ত (ধারাবাহিক অনুরাগের ছোঁয়া)।
Ghorer Bioscope Award 2023: সেরা অভিনেতার পুরস্কার পেলেন কে? কাকে বেছে নিলেন দর্শক?
ধারাবাহিকের সেরা অভিনেতার পুরস্কার পেলেন আদৃত রায় (ধারাবাহিক মিঠাই)।
Ghorer Bioscope Award 2023: সেরা অভিনেতার পুরস্কার পেলেন কে? কাকে বেছে নিলেন দর্শক?
জুরি নির্বাচনে ধারাবাহিকের সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন স্বস্তিকা ঘোষ (ধারাবাহিক অনুরাগের ছোঁয়া)।
Best Actress: ধারাবাহিকের সেরা অভিনেত্রী সৌমিতৃষা, জীবনের প্রথম পুরষ্কার পেয়ে আবেগে ভাসলেন স্বস্তিকা
ধারাবাহিকের সেরা অভিনেতার পুরস্কার পেলেন সৌমিতৃষা কুন্ডু (ধারাবাহিক মিঠাই)।
Best Actress: ধারাবাহিকের সেরা অভিনেত্রী সৌমিতৃষা, জীবনের প্রথম পুরষ্কার পেয়ে আবেগে ভাসলেন স্বস্তিকা
TV9 বাংলা বিশেষ জুরি নির্বাচনে পুরস্কৃত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, রাইমা সেন ও অনির্বাণ চক্রবর্তী।
পরিবেশ বান্ধব চিত্রনাট্য মাধবীলতা পেল বিশেষ জুরি পুরস্কার। পুরস্কার নিতে মঞ্চে মাধবিলতা ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র শ্রাবণী ভুঁইয়া।
জুরি নির্বাচিত সেরা পরিচালক ওটিটি পুরস্কার পেলেন প্রদীপ্ত ভট্টাচার্য (সিরিজ়- বিরহী ২)
সেরা পরিচালক ওটিটি পুরস্কার পেলেন দেবালয় ভট্টাচার্য (ওয়েব সিরিজ়- ইন্দুবালা ভাতের হোটেল)।
জুরি নির্বাচিত সেরা বাংলা ধারাবাহিকের পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস (মিঠাই ধারাবাহিক)
সেরা পরিচালক (ধারাবাহিক) পুরস্কার পেলেন অনুপম হোরি (ধারাবাহিক অনুরাগের ছোঁয়া)।
জুরি নির্বাচিত সেরা বাংলা সিরিয়াল স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’।
Ghorer Bioscope Award 2023: দর্শকদের ও বিচারকদের বিচারে সেরা মেগা সিরিয়ালের তকমা পেল কে? জেনে নিন
সেরা বাংলা সিরিয়ালের পুরস্কার পেল জিবাংলার ‘মিঠাই’।
Ghorer Bioscope Award 2023: দর্শকদের ও বিচারকদের বিচারে সেরা মেগা সিরিয়ালের তকমা পেল কে? জেনে নিন
সেরা ওয়েব সিরিজের পুরস্কার পেল ‘ইন্দুবালা ভাতের হোটেল’
সেরা নন ফিকশন শোয়ের পুরস্কার পেল ‘দিদি নম্বর ওয়ান’।
মুনমুন সেন ও ধৃতিমান চট্টোপাধ্যায় বিশেষ সম্মান পুরস্কার তুলে দিলেন মিতা চট্টোপাধ্যায়, খেয়ালি দস্তিদার, শঙ্কর চক্রবর্তী, লিলি চট্টোপাধ্যায়, রবিন ঘোষের হাতে।
সেরা ইউটিউবার পুরস্কার পেলেন কিরণ দত্ত।
Ghorer Bioscope: ‘সারাজীবন এটা মনে রাখব’ পুরস্কার নিয়ে এমনটাই জানালেন সেরা ইউটিউবার
সেরা সঙ্গীত পরিচালক ওটিটি পুরস্কার পেলেন অমিত চট্টোপাধ্যায় (সিরিজ়- ইন্দুবালা ভাতের হোটেল)
ওটিটি সেরা পার্শ্বচরিত্র মহিলা পুরস্কার পেলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (সিরিজ- বোধন)।
ওটিটি সেরা পার্শ্বচরিত্র পুরুষ পুরস্কার পেলেন অমিত সাহা (সিরিজ- বিরহী ২)
ধারাবাহিকের সেরা জুটি পুরস্কার পেলেন আদৃত রায় ও সৌমিতৃষা কুন্ডু ধারাবাহিক মিঠাই
Ghorer Bioscope: দর্শকদের বিচারে সেরা জুটি ‘সিধাই’, ‘মিঠাই’ বলে উঠলেন ‘জয় গোপাল’
সেরা পার্শ্বচরিত্র মহিলা পুরস্কার পেলেন রূপসা চক্রবর্তী (ধারাবাহিক জগদ্ধাত্রী)
Ghorer Bioscope: স্বামীর তৈরি চরিত্রই এনে দিল সেরার মুকুট, পুরস্কার পেয়ে কী বললেন রূপসা?
সেরা পার্শ্বচরিত্র পুরুষ পুরস্কার পেলেন অনিন্দ্য চট্টোপাধ্যায় (ধারাবাহিক গাঁটছড়া) ।
বাংলা গানে সকলকে ভাসালেন এদিন গায়ক রূপম ইসলাম। তালে-তালে সুর মেলালেন উপস্থিত তারকারা।
সেরা খলনায়িকার পুরস্কার পেলেন অহনা দত্ত (ধারাবাহিক অনুরাগের ছোঁয়া)
Ghorer Bioscope: জীবনের প্রথম অ্যাওয়ার্ড, মঞ্চে উঠেই প্রেমিককে ধন্যবাদ জানিয়ে ‘মিশকা’ বললেন…
ধারাবাহিকে সেরা খলনায়ক পুরস্কার পেলেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায় (ধারাবাহিক টুম্পা অটোওয়ালি)
সেরা আবির্ভাবেই চমক মহিলা পুরস্কার পেলেন অঙ্কিতা মল্লিক (ধারাবাহিক জগদ্ধাত্রী)
Ghorer Bioscope: আবির্ভাবেই চমকে দিলেন অঙ্কিতা, সেরার সেরা হয়ে কী বললেন ‘জগদ্ধাত্রী’?
আবির্ভাবেই চমক পুরুষ বিভাবে পুরস্কার পেলেন সুকৃত সাহা, ধারাবাহিক কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ
Ghorer Bioscope Award 2023: স্বপ্ন সত্যি হল সুকৃতের, খুশিতে কী বললেন অভিনেতা?
ওটিটি তিন বিভাগে পুরস্কার পেলেন–
চলচ্চিত্র সম্পাদক ওটিটি– সংলাপ ভৌমিক
শিল্প নির্দেশক ওটিটি — সুভাষ সাহা
চিত্রগ্রাহক (ডিওপি) ওটিটি — রম্যদীপ সাহা
ধারাবাহিকের টাইটেল ট্র্যাকে এক নতুন ধারা এনেছিলেন গায়ক নচিকেতা চক্রবর্তী। গানে গানে সকলকে সেই স্মৃতিতে ভাসায় এদিন নচিকেতা চক্রবর্তী ও তাঁর কন্যা ধানসিঁড়ি চক্রবর্তীর পারফর্মেন্স।
TV9 বাংলার এডিটার অমৃতাংশু ভট্টাচার্য সম্মান জানালেন জুরিদের। প্রভাত রায়, শঙ্কর ভট্টাচার্য, ধৃতিমান চট্টোপাধ্যায়, অনুরুদ্ধ রায় চৌধুরী, উজ্জ্বল চক্রবর্তী, অর্ঘকমল মিত্র, অনীরুদ্ধ চাকলাদার, শ্রীজাত, জয় সরকার, রাতুল শঙ্কর, মুনমুন সেন প্রমুখদের মঞ্চে ডেকে জানান হল সম্মান।
মঞ্চে উঠে সকলকে স্বাগত জানালেন TV9 বাংলার এডিটার অমৃতাংশু ভট্টাচার্য, বললেন, ‘সকলকে স্বাগত আমাদের এই শোয়ে। এটাই আমাদের প্রথম প্রচেষ্টা। আমাদের খবর দেওয়াই কাজ, তবে বিনোদন তো আরই অংশ। সংস্কৃতি, বিনোদন তো আমাদের জীবনেরই অংশ। তাই এই জগতের সকল শিল্পী-সদস্যকে সম্মান জানাতে আমাদের এই প্রয়াস।’
এদিন সন্ধ্যায় সকলকে স্বাগত জানালেন অভিনেত্রী তথা এই অ্যাওয়ার্ড শোয়ের সঞ্চালক অর্পিতা চট্টোপাধ্যায়।
স্মৃতির পাতায় ফিরলেন অনুষ্ঠানের সঞ্চালক আবির চট্টোপাধ্যায় ও সঞ্চালক পরমব্রত চট্টোপাধ্যায়।
শুরু TV9 বাংলা অ্যাওয়ার্ড শো-র সম্প্রচার। গানে-গানে স্মৃতিতে ফেরা।
শুরু সাংস্কৃতিক অনুষ্ঠান
সমাপ্ত হল ‘TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড’। প্রথমবর্ষের এই প্রয়াসে তারকাদের নজর কাড়া উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। রেডকার্পেটে বোল্ড লুক থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান, নবীন-প্রবীণ মিলে মিশে একাকার। সেরার সেরা তকমা নিয়ে বাড়ি ফিরলেন একগুচ্ছ স্টার। বিনোদন জগতে স্টার সকলেই। তাই TV9 বাংলাও সম্মান অন্তর থেকে সম্মান জানায় সকলকেই। প্রতিটা স্টারের উপস্থিতিতে এদিন বিশেষ হয়ে ওঠে অ্যাওয়ার্ড শোয়ের সন্ধ্যা। ওটিটি ও টিভি দুনিয়ার সব থেকে বড় অ্যাওয়ার্ড শো ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডের চোখ ধাঁধানো অনুষ্ঠান তাই সকলের উপস্থিতি এদিন উল্লেখযোগ্য। অ্যাওয়ার্ড শোয়ের বিশেষ মুহূর্ত জানতে দেখে নিন এই হাইলাইটস।
সরাসরি দেখুন ‘TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড’
চলতি বছরের জন্য সুসম্পন্ন হল TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড শো। সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করলেন TV9 বাংলার কনসালটিং এডিটার অনির্বাণ চৌধুরী। আগামী বছর এই অ্যাওয়ার্ড শোয়ের আরও বড় আয়োজন নিয়ে ফিরবে TV9 বাংলা।
বাংলা সিনেদুনিয়ায় অনবদ্য অবদানের জন্য SVF-কে বিশেষ সম্মান দিল TV9 বাংলা।
সেরা ওটিটি অভিনেতার পুরস্কার পেলেন সৌরভ দাস (সিরিজ় মন্টু পাইলট)
Best Actor OTT: ‘…এটা তোমাদের জন্য’, কার উদ্দেশে পুরস্কার উৎসর্গ করলেন সৌরভ
সেরা অভিনেত্রী ওটিটির পুরস্কার পেলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (ইন্দুবালা ভাতের হোটেল)।
Best Actress OTT: দেবের হাত থেকে পুরস্কার নিলেন শুভশ্রী, কী বললেন অভিনেত্রী?
জুরি নির্বাচনে ধারাবাহিকের সেরা অভিনেতার পুরস্কার পেলেন দিব্যজ্যোতি দত্ত (ধারাবাহিক অনুরাগের ছোঁয়া)।
Ghorer Bioscope Award 2023: সেরা অভিনেতার পুরস্কার পেলেন কে? কাকে বেছে নিলেন দর্শক?
ধারাবাহিকের সেরা অভিনেতার পুরস্কার পেলেন আদৃত রায় (ধারাবাহিক মিঠাই)।
Ghorer Bioscope Award 2023: সেরা অভিনেতার পুরস্কার পেলেন কে? কাকে বেছে নিলেন দর্শক?
জুরি নির্বাচনে ধারাবাহিকের সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন স্বস্তিকা ঘোষ (ধারাবাহিক অনুরাগের ছোঁয়া)।
Best Actress: ধারাবাহিকের সেরা অভিনেত্রী সৌমিতৃষা, জীবনের প্রথম পুরষ্কার পেয়ে আবেগে ভাসলেন স্বস্তিকা
ধারাবাহিকের সেরা অভিনেতার পুরস্কার পেলেন সৌমিতৃষা কুন্ডু (ধারাবাহিক মিঠাই)।
Best Actress: ধারাবাহিকের সেরা অভিনেত্রী সৌমিতৃষা, জীবনের প্রথম পুরষ্কার পেয়ে আবেগে ভাসলেন স্বস্তিকা
TV9 বাংলা বিশেষ জুরি নির্বাচনে পুরস্কৃত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, রাইমা সেন ও অনির্বাণ চক্রবর্তী।
পরিবেশ বান্ধব চিত্রনাট্য মাধবীলতা পেল বিশেষ জুরি পুরস্কার। পুরস্কার নিতে মঞ্চে মাধবিলতা ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র শ্রাবণী ভুঁইয়া।
জুরি নির্বাচিত সেরা পরিচালক ওটিটি পুরস্কার পেলেন প্রদীপ্ত ভট্টাচার্য (সিরিজ়- বিরহী ২)
সেরা পরিচালক ওটিটি পুরস্কার পেলেন দেবালয় ভট্টাচার্য (ওয়েব সিরিজ়- ইন্দুবালা ভাতের হোটেল)।
জুরি নির্বাচিত সেরা বাংলা ধারাবাহিকের পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস (মিঠাই ধারাবাহিক)
সেরা পরিচালক (ধারাবাহিক) পুরস্কার পেলেন অনুপম হোরি (ধারাবাহিক অনুরাগের ছোঁয়া)।
জুরি নির্বাচিত সেরা বাংলা সিরিয়াল স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’।
Ghorer Bioscope Award 2023: দর্শকদের ও বিচারকদের বিচারে সেরা মেগা সিরিয়ালের তকমা পেল কে? জেনে নিন
সেরা বাংলা সিরিয়ালের পুরস্কার পেল জিবাংলার ‘মিঠাই’।
Ghorer Bioscope Award 2023: দর্শকদের ও বিচারকদের বিচারে সেরা মেগা সিরিয়ালের তকমা পেল কে? জেনে নিন
সেরা ওয়েব সিরিজের পুরস্কার পেল ‘ইন্দুবালা ভাতের হোটেল’
সেরা নন ফিকশন শোয়ের পুরস্কার পেল ‘দিদি নম্বর ওয়ান’।
মুনমুন সেন ও ধৃতিমান চট্টোপাধ্যায় বিশেষ সম্মান পুরস্কার তুলে দিলেন মিতা চট্টোপাধ্যায়, খেয়ালি দস্তিদার, শঙ্কর চক্রবর্তী, লিলি চট্টোপাধ্যায়, রবিন ঘোষের হাতে।
সেরা ইউটিউবার পুরস্কার পেলেন কিরণ দত্ত।
Ghorer Bioscope: ‘সারাজীবন এটা মনে রাখব’ পুরস্কার নিয়ে এমনটাই জানালেন সেরা ইউটিউবার
সেরা সঙ্গীত পরিচালক ওটিটি পুরস্কার পেলেন অমিত চট্টোপাধ্যায় (সিরিজ়- ইন্দুবালা ভাতের হোটেল)
ওটিটি সেরা পার্শ্বচরিত্র মহিলা পুরস্কার পেলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (সিরিজ- বোধন)।
ওটিটি সেরা পার্শ্বচরিত্র পুরুষ পুরস্কার পেলেন অমিত সাহা (সিরিজ- বিরহী ২)
ধারাবাহিকের সেরা জুটি পুরস্কার পেলেন আদৃত রায় ও সৌমিতৃষা কুন্ডু ধারাবাহিক মিঠাই
Ghorer Bioscope: দর্শকদের বিচারে সেরা জুটি ‘সিধাই’, ‘মিঠাই’ বলে উঠলেন ‘জয় গোপাল’
সেরা পার্শ্বচরিত্র মহিলা পুরস্কার পেলেন রূপসা চক্রবর্তী (ধারাবাহিক জগদ্ধাত্রী)
Ghorer Bioscope: স্বামীর তৈরি চরিত্রই এনে দিল সেরার মুকুট, পুরস্কার পেয়ে কী বললেন রূপসা?
সেরা পার্শ্বচরিত্র পুরুষ পুরস্কার পেলেন অনিন্দ্য চট্টোপাধ্যায় (ধারাবাহিক গাঁটছড়া) ।
বাংলা গানে সকলকে ভাসালেন এদিন গায়ক রূপম ইসলাম। তালে-তালে সুর মেলালেন উপস্থিত তারকারা।
সেরা খলনায়িকার পুরস্কার পেলেন অহনা দত্ত (ধারাবাহিক অনুরাগের ছোঁয়া)
Ghorer Bioscope: জীবনের প্রথম অ্যাওয়ার্ড, মঞ্চে উঠেই প্রেমিককে ধন্যবাদ জানিয়ে ‘মিশকা’ বললেন…
ধারাবাহিকে সেরা খলনায়ক পুরস্কার পেলেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায় (ধারাবাহিক টুম্পা অটোওয়ালি)
সেরা আবির্ভাবেই চমক মহিলা পুরস্কার পেলেন অঙ্কিতা মল্লিক (ধারাবাহিক জগদ্ধাত্রী)
Ghorer Bioscope: আবির্ভাবেই চমকে দিলেন অঙ্কিতা, সেরার সেরা হয়ে কী বললেন ‘জগদ্ধাত্রী’?
আবির্ভাবেই চমক পুরুষ বিভাবে পুরস্কার পেলেন সুকৃত সাহা, ধারাবাহিক কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ
Ghorer Bioscope Award 2023: স্বপ্ন সত্যি হল সুকৃতের, খুশিতে কী বললেন অভিনেতা?
ওটিটি তিন বিভাগে পুরস্কার পেলেন–
চলচ্চিত্র সম্পাদক ওটিটি– সংলাপ ভৌমিক
শিল্প নির্দেশক ওটিটি — সুভাষ সাহা
চিত্রগ্রাহক (ডিওপি) ওটিটি — রম্যদীপ সাহা
ধারাবাহিকের টাইটেল ট্র্যাকে এক নতুন ধারা এনেছিলেন গায়ক নচিকেতা চক্রবর্তী। গানে গানে সকলকে সেই স্মৃতিতে ভাসায় এদিন নচিকেতা চক্রবর্তী ও তাঁর কন্যা ধানসিঁড়ি চক্রবর্তীর পারফর্মেন্স।
TV9 বাংলার এডিটার অমৃতাংশু ভট্টাচার্য সম্মান জানালেন জুরিদের। প্রভাত রায়, শঙ্কর ভট্টাচার্য, ধৃতিমান চট্টোপাধ্যায়, অনুরুদ্ধ রায় চৌধুরী, উজ্জ্বল চক্রবর্তী, অর্ঘকমল মিত্র, অনীরুদ্ধ চাকলাদার, শ্রীজাত, জয় সরকার, রাতুল শঙ্কর, মুনমুন সেন প্রমুখদের মঞ্চে ডেকে জানান হল সম্মান।
মঞ্চে উঠে সকলকে স্বাগত জানালেন TV9 বাংলার এডিটার অমৃতাংশু ভট্টাচার্য, বললেন, ‘সকলকে স্বাগত আমাদের এই শোয়ে। এটাই আমাদের প্রথম প্রচেষ্টা। আমাদের খবর দেওয়াই কাজ, তবে বিনোদন তো আরই অংশ। সংস্কৃতি, বিনোদন তো আমাদের জীবনেরই অংশ। তাই এই জগতের সকল শিল্পী-সদস্যকে সম্মান জানাতে আমাদের এই প্রয়াস।’
এদিন সন্ধ্যায় সকলকে স্বাগত জানালেন অভিনেত্রী তথা এই অ্যাওয়ার্ড শোয়ের সঞ্চালক অর্পিতা চট্টোপাধ্যায়।
স্মৃতির পাতায় ফিরলেন অনুষ্ঠানের সঞ্চালক আবির চট্টোপাধ্যায় ও সঞ্চালক পরমব্রত চট্টোপাধ্যায়।
শুরু TV9 বাংলা অ্যাওয়ার্ড শো-র সম্প্রচার। গানে-গানে স্মৃতিতে ফেরা।
শুরু সাংস্কৃতিক অনুষ্ঠান