Actor’s Death: ৩৫-এই শেষ হল পথচলা, টেলি-অভিনেত্রীর মৃত্যুতে দিশেহারা পরিবার
Actor's Death: ম্যাথু পেরির আচমকা মৃত্যুর খবরে দিশেহারা গোটা বিশ্ব। এরই মধ্যে বিনোদন দুনিয়ার আরও এক খারাপ খবর। ঝুলন্ত দেহ উদ্ধার হল অভিনেত্রী রেঞ্জুশা মেননের। মালয়ালাম টেলিভিশন জগতে বেশ পরিচিত মুখ ছিলেন এই অভিনেত্রী। বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর।

ম্যাথু পেরির আচমকা মৃত্যুর খবরে দিশেহারা গোটা বিশ্ব। এরই মধ্যে বিনোদন দুনিয়ার আরও এক খারাপ খবর। ঝুলন্ত দেহ উদ্ধার হল অভিনেত্রী রেঞ্জুশা মেননের। মালয়ালাম টেলিভিশন জগতে বেশ পরিচিত মুখ ছিলেন এই অভিনেত্রী। বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার তিরুবন্তপুরমে নিজের ফ্ল্যাট থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান আত্মহত্যাই করেছেন তিনি। স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে বিগত বেশ কিছু দিন ধরেই অর্থকষ্টে ভুগছিলেন এই অভিনেত্রী। সে কারণেই এই চরম পদক্ষেপ তিনি করলেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
অভিনয়ের পাশাপাশি সুপরিচিত ভরতনাট্যম নৃত্যশিল্পীও ছিলেন তিনি। ঘটনায় ভেঙে পড়েছেন নায়িকার মা উমা দেবী ও বাবা সিজি রবীন্দ্রনাথ। বেশ কিছু ধারাবাহিকে কাজ করেছেন রেঞ্জুশা। কাজ করেছেন ছবিতেও। তাঁর উল্লেখযোগ্য কাজগুলি হক ‘মাগালুডে আম্মা’, ‘বালামানি’ ইত্যাদি। ‘কার্যস্থান’, ‘দ্বিপু’র মতো ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। ‘স্ত্রী’ নামক এক ধারাবাহিক দিয়েই ডেবিউ হিয় তাঁর। জীবনে প্রায় কুড়িটিরও বেশি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। হতাশায় আত্মহত্যার ঘটনা ফিল্মি দুনিয়াতে নতুন কিছু নয়।
সাম্প্রতিক কালে সুশান্ত সিং রাজপুতের ঘটনা তো বটেই টলিপাড়াতেও এরকম ঘটতে দেখা যাচ্ছে আখছার। কোভিডের পরবর্তী সময়ে ফিল্মি দুনিয়া ক্ষতিগ্রস্থ হওয়ায় এই প্রবণতা বেড়েছে আরও। বারংবার সচেতনতা বৃদ্ধির প্রয়াস চালালেও লাভ হয়নি। রেঞ্জুশার ঘটনাটিই সেই প্রমাণ দিচ্ছে। তাঁর মৃত্যুশোক দ্রুত কাটিয়ে উঠুক পরিবার, এমনটাই আপাতত প্রার্থনা করছেন সকলে।





