Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Priyanka Chopra: স্বামীর জন্য করওয়া চৌথ করতে পারবেন না প্রিয়াঙ্কা চোপড়া, কারণ কী?

Karwa Chauth: প্রিয়াঙ্কা-নিকের বিয়ে হয়েছে ৫ বছর। তার পর থেকে একবারের জন্যেও করওয়া চৌথ থেকে বিরত হননি প্রিয়াঙ্কা। এবার তিনি মুম্বইয়ে এসেছেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে। কাছে ছবির কাজও। ফলে স্বামী নিকের থেকে অনেকদিনই আলাদা থাকবেন বিশ্বসুন্দরী।

Priyanka Chopra: স্বামীর জন্য করওয়া চৌথ করতে পারবেন না প্রিয়াঙ্কা চোপড়া, কারণ কী?
প্রিয়াঙ্কা চোপড়া।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 30, 2023 | 6:50 PM

প্রাক্তন বিশ্বসুন্দরী এবং বলিউডের অন্যতম অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এসেছেন ভারতে। তিনি অংশগ্রহণ করবেন মামি, অর্থাৎ মুম্বই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সেই চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন গোটা দেশের বহু তাবড় অভিনেতা-অভিনেত্রী। কলকাতা, তথা টলিউড থেকে মুম্বই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করতে উড়ে গিয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সেখানে প্রিয়াঙ্কা চোপড়াও অংশ নেবেন। অন্যদিকে তাঁর স্বামী পপ-গায়ক নিক জোনাস গোটা বিশ্বে তাঁর কনসার্ট নিয়ে ব্যস্ত। কিছুদিন আগে কনসার্ট চলাকালীন কন্যা মালতি মেরি চোপড়া জোনাসকে দর্শক আসন থেকে আলিঙ্গন করেন নিক।

ভারতে বেশ কিছুদিন থাকার পরিকল্পনা আছে প্রিয়াঙ্কা চোপড়ার। তিনি একটি ছবির শুটিংও করবেন এ দেশে। বিশাল ভরদ্বাজ পরিচালিত ছবিতে ফের অভিনয় করবেন প্রিয়াঙ্কা। মার্কিন যুক্তরাষ্ট্রে থাকাকালীন বিশালের সঙ্গে ছবি নিয়ে কথাও বলেছেন তিনি। ফলে কবে দেশে ফিরবেন তার কোনও ঠিক নেই।

স্বামী-স্ত্রী এবার দু’জনে দু’দেশে। কাজ নিয়ে ভয়ানক ব্যস্ত থাকবেন তাঁরা। যে কারণে এবারের করওয়া চৌথ পালন করতে পারবেন না প্রিয়াঙ্কা। কিছুদিন আগেই তুতো বোন পরিণীতি চোপড়ার বিয়েতে আসতে না পারায় ভয়ানক ট্রোল্ড হতে হয়েছিল প্রিয়াঙ্কাকে। তাঁকে নেটিজ়েনরা প্রশ্ন করেছিলেন, নিজের বোন হলে পারতেন এমন কাজ করতে? তুতো বোন বলেই কি আসলেন না বিয়েতে। সে সময় মেয়ে মালতির সঙ্গে তাঁর খেলার ভিডিয়ো ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়। প্রিয়াঙ্কার মা জানিয়েছিলেন, ব্যস্ত আছেন বিশ্ব সুন্দরী। অন্যদিকে বিশাল ভরদ্বাজের সঙ্গে তাঁর পরবর্তী ছবি নিয়ে আলোচনাও সেরে ফেলেছিলেন প্রিয়াঙ্কা। এবার দেশে এসে পরিকল্পিত কাজ শেষ করে ফের তিনি ফিরে যাবেন শ্বশুরবাড়ি।