Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bollywood Gossip: এ কী করলেন রণবীর! অনন্যা পান্ডের গোপনীয়তাকে ভেঙে করলেন এই কাজ

Bollywood Gossip: ইন্ডাস্ট্রিতে রণবীর কাপুরের নাম 'অল ইন্ডিয়া রেডিয়ো'। অর্থাৎ তাঁর কাছে যদি কোনও খবর এসে পৌঁছয় তবে তা দায়িত্ব নিয়ে ব্রডকাস্ট করেন তিনি, এমনটা জানিয়েছিলেন দিদি করিনাই। বাস্তবেই প্রমাণ মিলল তেমনটাই। যা এতদিন গোপন রাখতে চেয়েছিলেন অনন্যা, তা নিজেই ছড়িয়ে দিলেন সকলের সামনে।

Bollywood Gossip: এ কী করলেন রণবীর! অনন্যা পান্ডের গোপনীয়তাকে ভেঙে করলেন এই কাজ
অনন্যা পান্ডের গোপন কথা এভাবে ছড়িয়ে দিলেন...
Follow Us:
| Edited By: | Updated on: May 16, 2023 | 4:01 PM

ইন্ডাস্ট্রিতে রণবীর কাপুরের নাম ‘অল ইন্ডিয়া রেডিয়ো’। অর্থাৎ তাঁর কাছে যদি কোনও খবর এসে পৌঁছয় তবে তা দায়িত্ব নিয়ে ব্রডকাস্ট করেন তিনি, এমনটা জানিয়েছিলেন দিদি করিনাই। বাস্তবেই প্রমাণ মিলল তেমনটাই। যা এতদিন গোপন রাখতে চেয়েছিলেন অনন্যা, তা নিজেই ছড়িয়ে দিলেন সকলের সামনে। আরিয়ান খানের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার পর বি-টাউনের খবর, এই মুহূর্তে আদিত্য রায় কাপুরের সঙ্গে প্রেম করছেন অনন্যা। যদিও নিজেদের সম্পর্ক নিয়ে এখনও পর্যন্ত তাঁরা মুখ খোলেননি। বরং প্রশ্ন করা হলে বারেবারেই তা এড়িয়েই গিয়েছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীরকে প্রশ্ন করা হয় আদিত্যের প্রেমজীবন সম্পর্কে। আর সেখানেই সত্যি ফাঁস করে দিয়েছেন কাপুর-পুত্র। আদিত্যের প্রেমিকার নাম সরাসরি উল্লেখ না করলেও, প্রশ্ন শুনতেই তিনি বলেন, “আমি জানি আদিত্য একটি মেয়েকে পছন্দ করে যার নামের প্রথম অক্ষর হল A…”। এই ভিডিয়ো সামনে আসতেই দর্শকদের একাংশের অনুমান, অনন্যা পান্ডেকেই বুঝিয়েছেন রণবীর কাপুর।

View this post on Instagram

A post shared by Ananya ?? (@ananyapanday)

এর আগে করণ জোহরের শো’য়ে হাজির হয়েছিলেন অনন্যা। সেখানেই করণ তাঁকে আদিত্যের সঙ্গে সম্পর্ক নিয়ে জিজ্ঞাসা করেন। প্রথমে চুপ ছিলেন অনন্যা, পরে যদিও মুখ খোলেন। সাফ জানান তাঁর নতুন ক্রাশ হলেন আদিত্য। অন্যদিকে অনন্যার মা ভাবনা পান্ডে এক সংবাদমাধ্যমকে জানান, তাঁর মেয়ে সিঙ্গল। তবে রণবীরের এই মন্তব্যে আবারও নতুন করে শুরু হয়েছে জল্পনা। নিজেদের সম্পর্ক লুকিয়ে রাখতে চাইলেও তা ফাঁস করে দিয়েছেন রণবীর। অনন্যা যদিও এখনও নীরব। এর আগে শাহিদ কাপুরের ভাই ঈশান খট্টরের সঙ্গে সম্পর্কে ছিলেন অনন্যা। একসঙ্গে বিদেশ ভ্রমণ থেকে রাতপার্টিতেও দেখা যেত দু’জনকেই। যদিও সেই সম্পর্ক টেকেনি। কখনও কার্তিক আরিয়ান আবার কখনও বা আরিয়ান খানের সঙ্গে তাঁর নাম জড়িয়েছে। আদিত্যের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা কবে তিনি প্রকাশ্যে নিয়ে আসেন এখন সেটাই দেখার।