Asghar Farhadi: অস্কারজয়ী পরিচালক ‘চুরি’ করেছেন ছাত্রর তৈরি গল্প, হতে পারে চরম শাস্তি
Asghar Farhadi: ছবিটি ইতিমধ্যেই বেশ আলোচিত। কান চলচ্চিত্র উৎসবে গত বছর দেখানো হয়েছে এই ছবি। সেখানে গ্র্যান্ড জুরি পুরস্কারও যেতে ছবিটি। একই সঙ্গে সারা বিশ্বে প্রায় ২৫ লক্ষের মতো আয় করেছে ছবিটি।
ছাত্রর তৈরি গল্প চুরি করার দায়ে কড়া শাস্তির মুখে ইরানী পরিচালক আসগার ফারহাদি। ছাত্র আজাদে মাসিজাদের তৈরি তথ্যচিত্র ‘অল উইনারস অল লুজারস’-এর থেকে ‘এ হিরো’র প্লট চুরি করেছেন দু’বার অস্কারজয়ী পরিচালক আসগার– আদালত জানাচ্ছে এমনটাই।
জেল থেকে বেরিয়ে ব্যাগভর্তি স্বর্ণমুদ্রা খুঁজে পান এক ব্যক্তি, এর পরে কী হয় তা নিয়েই আসগারের ছবিটি। মাসিজাদের অভিযোগ, পরিচালকের এক ওয়ার্কশপে অংশ নিয়েছিলেন তিনি। সেখানেই তাঁর তৈরি তথ্যচিত্র অল উইনারস অল লুজারস নিয়ে কথা হয় ফারহাদির সঙ্গে। কিন্তু পরিচালক পরবর্তীতে অনুরূপ একই গল্পের উপর নির্ভর করে ‘এ হিরো’ নামক ছবিটি বানালেও সেখানে একবারের জন্যও স্বীকার করেননি ছাত্রের কৃতিত্ব। দাবি করেছিলেন, সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ওই ছবির রিসার্চ ওয়ার্কও নাকি তাঁর। ফারহাদিও ছাত্রের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন।
দুই পক্ষের যুক্তি বিচার করে ফারহাদির আনা মানহানির মামলা ইতিমধ্যেই খারিজ করে দিয়েছে তেহরানের আদালত। আদালতের রায় বলছে, মাসিজাদেকে প্রাপ্র্য স্বীকৃতি না দিয়ে তাঁর তথ্যচিত্রের গল্প চুরি করে কপিরাইট লঙ্ঘন করেছেন পরিচালক। এই মুহূর্তে গোটা বিষয়টি আদালতে বিচারাধীন। পরিচালকের কী শাস্তি হতে পারে তা নির্ধারিত হবে দ্বিতীয় বিচারকের সিদ্ধান্তের ভিত্তিতে। ছবিটির সামগ্রিক আয় অথবা কারাবাসের মতো কঠিন শাস্তির মুখেও পড়তে পারেন পরিচালক।
প্রসঙ্গত, ছবিটি ইতিমধ্যেই বেশ আলোচিত। কান চলচ্চিত্র উৎসবে গত বছর দেখানো হয়েছে এই ছবি। সেখানে গ্র্যান্ড জুরি পুরস্কারও যেতে ছবিটি। একই সঙ্গে সারা বিশ্বে প্রায় ২৫ লক্ষের মতো আয় করেছে ছবিটি। অ্যামাজন প্রাইমও কিনেছে ছবিটির স্বত্ব। গোটা ঘটনায় পরিচালকের কী শাস্তি হতে পারে, তাই এখন আলোচনার বিষয়।
আরও পড়ুন- রয়েছেন কাছাকাছিই, আজও এভাবেই শেহনাজের হাত ধরে রাখেন সিদ্ধার্থ