Parineeti Chopra Wedding: সে কী, পরিণীতি-রাঘবের বাগদান হয়ে গেছে! বিয়ে কবে?
Parineeti Chopra: কবে বিয়ে করছেন? বাগদানই বা কবে? হাতের আঙুলে ওই আংটি কি আদপে 'এনগেজমেন্ট রিং'?
কবে বিয়ে করছেন? বাগদানই বা কবে? হাতের আঙুলে ওই আংটি কি আদপে ‘এনগেজমেন্ট রিং’? বিগত বেশ কিছু দিন ধরেই পরিণীতি চোপড়াকে নিয়ে এই প্রশ্নগুলোই ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক। এবার আপ নেতা রাঘব চাড্ডার সঙ্গে তাঁর বাগদান নিয়ে নতুন খবর এল প্রকাশ্যে, যা শুনে রীতিমতো আকাশ থেকে পড়েছেন পরিণীতির ভক্তরা। সব হয়ে গেল, অথচ কেউ কিচ্ছু জানতেই পারল না! এ কীভাবে সম্ভব? প্রশ্ন তুলেছেন তাঁরা। ‘ইন্ডিয়া টুডে’র এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, পরিণীতি ও রাঘবের বাগদান নাকি হয়ে গিয়েছে। সূত্র বলছে, “পরিবারের কাছের মানুষদের নিয়ে এই অনুষ্ঠান হয়েছে। দু’জনেই ভীষণ খুশি। হয়তো এই বছরের অক্টোবরেই দুজনে বিয়ে করবেন। ওদের কোনও তাড়া নেই। তা ছাড়া দু’জনেরই কাজের ভীষণ চাপ রয়েছে।” ওই খবর প্রকাশ্যে আসা মাত্রই দুইয়ে দুইয়ে চার করেছেন ভক্তরা। পরিণীতির দিদি প্রিয়াঙ্কা চোপড়াও কিন্তু অক্টোবরের শেষ দিকেই ভারতে আসছেন। জিও মামি চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন তিনি। ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ২৭ অক্টোবর থেকে নভেম্বর ৫ তারিখ পর্যন্ত। সূত্র জানাচ্ছে, বোনের বিয়ে ও চলচ্চিত্র উৎসব– ‘এক ঢিলে দুই পাখি’– সারতেই নাকি সে সময় ভারতে আসছেন প্রিয়াঙ্কা চোপড়া। আর এক সূত্র এও জানাচ্ছে লন্ডনেই নাকি বাগদান সেরেছেন পরিণীতি ও রাঘব। কিছু দিন আগে দু’জনে উড়ে গিয়েছিলেন লন্ডন একই সময়ে। সে সময় আবার লণ্ডনে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়াও। তাই লোকচক্ষুর আড়ালে লন্ডনে গিয়ে বাগদান সেরে নেওয়ার জল্পনাকে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
কিছু দিন আগে সমাজবাদী পার্টি নেতা ফাহাদ আহমেদকে বিয়ে করেছেন স্বরা ভাস্কর। এবার আবারও এক হচ্ছে রাজনীতি ও বলিউড। পরিণীতি ও রাঘব যদিও মুখে কুলুপ এঁটেছেন। তবে পরিণীতির ঘনিষ্ঠ বন্ধু হার্ডি সান্ধু কিছু দিন আগেই ফাঁস করে দিয়েছিলেন গোপন কথা। এর আগে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ও আপ সাংসদ রাঘব চাড্ডাকে খোঁচা দিয়েছিলেন পরীণীতির সঙ্গে সম্পর্ক নিয়ে। রাঘব চাড্ডা মেহুল চোকসির বিরুদ্ধে রেড কর্নার নোটিস প্রত্যাহার করা নিয়ে আলোচনার দাবিতে মুলতুবি প্রস্তাব পেশ করলে তিনি তা খারিজ করে দেন এবং মজা করে বলেন, “সোশ্যাল মিডিয়ায় এমনিই অনেক জায়গা দখল করে রয়েছো তুমি। আজকের দিনটা চুপ থাকাই শ্রেয়।”
লন্ডন স্কুল অব ইকোনমিক্সে দু’জনে একসঙ্গে পড়াশোনা করেছেন। এর পর দুজনের কেরিয়ার আলাদা হয়ে গেলেও বন্ধুত্ব ফিকে হয়নি। দুজনেই ঘুরতে ভালবাসেন। রয়েছে চরিত্রগত মিলও। আর এত মিলই দুজনকে এনে দিয়েছেন কাছাকাছি। এর আগে যখন সিঙ্গল ছিলেন তখন প্রেম নিয়ে মুখ খুলেছিলেন পরিণীতি। বলেছিলেন, “আমার বিয়ের ইচ্ছে রয়েছে। ইচ্ছে রয়েছে সন্তান ধারণেরও। আমি এমন একটা কেরিয়ার চাই যাতে উত্থান ও পতন দুই-ই থাকবে।” যোগ করেছিলেন, “বহুদিন ধরে অনেকের প্রেম জীবনের সম্পর্কে ওয়াকিবহাল আমি। বিয়ে সব সময়েই পরবর্তী পদক্ষেপ। যেদিন মনের মানুষকে খুঁজে পেয়ে যাব, ভালবাসব। বিয়ে করতে চাইব।” অবশেষে সেই মনের মানুষের হদিশ মিলেছেন তাঁর, বিয়েরও আর মাস কয়েক বাকি।