Sayan Vs Aritra: ‘বিনা বেতনে চাকরি!’ বিজ্ঞপ্তি চোখে পড়তেই সায়ন-অরিত্র দত্তর তরজা তুঙ্গে

Viral Post: পরিচালকের এই পোস্ট চোখে পড়তেই মুখ খুললেন সায়ন। পাল্টা উত্তরে লিখলেন, ''তুমি শুধু একটা বিষয় নিয়ে কেনও বলছো? এই পোস্টে আরও অনেক ফালতু কথা লেখা আছে।''

Sayan Vs Aritra: 'বিনা বেতনে চাকরি!' বিজ্ঞপ্তি চোখে পড়তেই সায়ন-অরিত্র দত্তর তরজা তুঙ্গে
Follow Us:
| Edited By: | Updated on: Apr 20, 2023 | 12:52 PM
সায়ন ঘোষ, প্রাথমিকভাবে তাঁর পরিচয় তিনি একজন কমেডিয়ান। তাই তাঁর পোস্টে কমেডির ছাপ থাকাটা অস্বাভাবিক নয়। তবে এ কেমন মজা! সায়নের করা সম্প্রতি একটি পোস্ট দেখে রীতিমত মেজাজ হারালেন অভিনেতা অরিত্র দত্ত বনিক। কী ছিল সেই পোস্টে? যেখানে সায়নকে দেখা যায় বেশ কিছু চাকরির প্রস্তাব দিতে, তবে মাইনে প্রসঙ্গ উঠলেই তিনি সাফ লিখেদেন, কর্ম করে যাও ফলের আশা করো না। এই মন্তব্যই নজর কাড়ল অরিত্র দত্তের। তিনি কমেন্ট বক্সে এসে লিখলেন, ”বেতনের ব্যবস্থা করো। বাজার হাটে গিয়ে ফলের আশা করোনা বললে চাল ডাল পাওয়া যায় না। আর উপরিউক্ত সবকিছুই কিন্তু স্কিল, যা দিনের পর দিন কোনও কর্মী সময় বিনিয়োগ করে শেখে, মনে রেখো, কেউ যদি তোমার কাজটা দু-ঘন্টায় করে দেয় এবং সেই বিনিময়ে তুমি যদি তাকে ৩০০০ টাকা দাও তার মানে এই নয় যে তুমি তাকে দু-ঘন্টার জন্যে তিন হাজার টাকা দিলে বরং সে যে মাসের পর মাস খেটেখুটে কাজটা শিখেছে যাতে দু’ঘন্টায় কাজটা সে করতে পারে এটা সেই মাসগুলোর সময় বিনিয়োগের দাম। তাই ব্যবসা শুরু করছো যখন তখম ভালোভাবে বিনিয়োগ নিয়ে শুরু করো। ভিউয়ার বা ভাইরাল হওয়া দিয়ে দীর্ঘদিন পর চ্যানেলের কিছু লাভ হলেও কর্মীদের ভাত জোটেনা। তাই বন্ধু হিসেবে অনুরোধ রাখবো বেতন দাও এবং সেটা কতো তা বিজ্ঞাপনে ঘোষনা করো।”
অরিত্রর এই পোস্ট চোখে পড়তেই মুখ খুললেন সায়ন। পাল্টা উত্তরে লিখলেন, ”তুমি শুধু একটা বিষয় নিয়ে কেনও বলছো? এই পোস্টে আরও অনেক ফালতু কথা লেখা আছে। ১) এটা কি নিষিদ্ধ ইস্তেহার? ২) আমি দলবদ্ধ ভাবে একটা ইউটিউব চ্যানেল ধ্বংস করব? ৩) আমি সন্ত্রাসবাদী জড়ো করে জঙ্গিগোষ্ঠী বানাবো? ৪) যাঁরা আমার সাথে কাজ করবে তাঁদের কেস খাওয়াবো? এই বিষয়গুলো নিয়েও আলোকপাত করলে ভালো হতো। আমরা কমেডি কন্টেন্ট বানাই তাই আমাদের পোস্টকে সিরিয়াসলি নিলে তোমার অনেক সময় নষ্ট হবে। তোমার মতো বুদ্ধিমান মানুষের থেকে এইটুকু রসিকতা বোধ (sense of sarcasm) আশা করি।”
এখানেই শেষ নয়, তিনি আরও লেখেন, ”আর আমার সঙ্গে এতদিন যাঁরা কাজ করেছে একটু তদন্ত করে দেখো আমি কাউকে বিনাপারিশ্রমিকে কাজ করিয়েছি কিনা। তাই অভ্যন্তরীণ বিষয় না জেনে শুধু প্রচারের জন্য বাহ্যিক মন্তব্য করা বুদ্ধিমানের কাজ না। ভবিষ্যতে আমরা কমেডি কন্টেন্ট বানাবো। তোমার মতো যাঁদের sense of humour কম তাঁদের দলে চাইনা বলে এই পোস্টটা রসিকতা করে করা। যাতে শুরুতেই এটাকে আক্ষরিক ভেবে অফেন্ডেড হয়ে তাঁরা ফেটে যায়। আমি কাউকে আমার সাথে কাজ করার জন্য জোর করছি না । এরপরই পরিচালককে দিলেন উপদেশ। আমার পোস্ট এড়িয়ে চলতেই পারেন। খুব ভালো থেকো। কমেডি ভিডিও দেখো। আমি পুরোনো অরিত্রকে মিস করি। ভালবাসি।”