Ram Charan: গোটা দেশ সেজে উঠেছে আলোয়, জাপানে আক্ষেপের সুর রাম চরণের কণ্ঠে

Diwali: সিনে দুনিয়ার পরতে-পরতে ছড়িয়ে থাকা নানান সাফল্যের মাঝে প্রকাশ্যে এসেছে একটাই খবর বারে বারে, তা হল আরআরআর ছবির অস্কারে পা রাখা।

Ram Charan: গোটা দেশ সেজে উঠেছে আলোয়, জাপানে আক্ষেপের সুর রাম চরণের কণ্ঠে
Follow Us:
| Edited By: | Updated on: Oct 27, 2022 | 11:08 AM

রাম চরণ বর্তমানে রয়েছেন জাপানে। দক্ষিণী সুপারস্টারকে ঘিরে ভক্তমহলে চর্চা বর্তমানে তুঙ্গে। ঝড়ের গতিতে ভাইরাল আরআরআর ছবির প্রতিটা খবর। বিদেশের বুকে রামচরণ ও জুনিয়র এনটিআর এই জুটি ২০২২ এর বক্স অফিসে ঝড় তুলেছিল আর আর ছবির মুক্তির পরই। দক্ষিণী সিনেদুনিয়ার দাপট ঠিক কোন পর্যায়ে পৌঁছতে পারে, তা একের পর এক ছবি মুক্তির সাথে প্রমাণ করেছে ২০২২ বক্স অফিস। দর্শকদের মনেও উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। ফলে এই স্টারদের প্রতিটা পোস্ট থেকে শুরু করে সোশ্যাল আপডেট দর্শক মনে জায়গা করে নিয়ে থাকে পলকে।

কেবল দক্ষিণেই রাজত্ব করতেন যে স্টারেরা, এখন তারা প্যান ইন্ডিয়া সুপারস্টার। ফলে তাদের প্রতিটি আপডেটেই কড়া নজর রেখে চলেছে, সেলেব দুনিয়া। তারা কী করছে না করছে প্রতিটা খুঁটিনাটি পোস্টে নজর নেটিজেনদের। সেই সূত্রেই রাম চরনের একটি পোস্ট ঘিরে বর্তমানে দর্শকম হলে উত্তেজনা পারদ তুঙ্গে। দেশের বুকে দিওয়ালি সেলিব্রেশন থেকে বঞ্চিত রাম চরণ। আলোর এই রসনাই-এ গা ভাসাতে পারলেন না তিনি।

তবে যে খুব একটা আক্ষেপ আছে তেমনটা নয়। কারণ একটাই, সিনে দুনিয়ার পরতে-পরতে ছড়িয়ে থাকা নানান সাফল্যের মাঝে প্রকাশ্যে এসেছে একটাই খবর বারে বারে, তা হল আরআরআর ছবির অস্কারে পা রাখা। যদিও তেমনটা না ঘটলেও একাধিক বিভাগে তা মনোনয়ন পেয়েছে। এবার জাপানে ছবি ঘিরে উত্তেজনা। সেখানেই রয়েছে এখন সম্পূর্ণ ছবির কাস্ট। সঙ্গে রয়েছেন পরিচালক রাজামৌলিও। সেখান থেকেই একাধিক ছবি শেয়ার করেনিলেন অভিনেতা। সঙ্গে দিওয়ালির প্রসঙ্গ উল্লেখ করতেও ভুললেন না তিনি। জানালেন, জীবনের সেরা মুহূর্ত তিনি উপভোগ করছেন, যদিও দিওয়ালির অভাবও রয়েছে তাঁর মনে।