Doctor Strange in the Multiverse of Madness: ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেসে ডেডপুল থাকছে না, ‘প্রতিশ্রুতি’ দিলেন রায়ান রেনল্ডস

Ryan Reynolds: জল্পনার অবসান ঘটিয়ে রায়ান রেনল্ডস জানিয়ে দিলেন যে, ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস ছবিতে ডেডপুলের চরিত্রে তাঁকে দেখা যাবে না।

Doctor Strange in the Multiverse of Madness: ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেসে ডেডপুল থাকছে না, 'প্রতিশ্রুতি' দিলেন রায়ান রেনল্ডস
রায়ান রেনল্ডস
Follow Us:
| Edited By: | Updated on: Feb 18, 2022 | 12:26 AM

ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস (Doctor Strange in the Multiverse of Madness)-এর দ্বিতীয় ট্রেলার যবে থেকে প্রকাশ্যে এসেছে, ঠিক তবে থেকে একটাই ক্লু খোঁজার চেষ্টা করছেন মার্ভেল ভক্তরা। মার্ভেলের অন্যান্য সুপারহিরোদের এখানে দেখা যাবে তো? অনেকেই যদিও ছবির নতুন পোস্টারে রায়ান রেনল্ডসের (Ryan Reynolds) ডেডপুল খুঁজে পেয়েছেন। কিন্তু অভিনেতা জানিয়ে দিয়েছেন যে, ডেডপুল (Deadpool) এখানে থাকছে না। নতুন ডক্টর স্ট্রেঞ্জ-এর পোস্টারে যে ক্লু দেখেছিলেন মার্ভেল ভক্তরা, সেটি আসলে ডেডপুলের একটি রিফ্লেকশন।

নেটফ্লিক্স-এর ছবি দ্য অ্যাডাম প্রজেক্ট-এর স্ক্রিনিংয়ে এসে সংবাদমাধ্যম ভ্যারাইটি-র কাছে অভিনেতা রায়ান রেনল্ডস বলেছেন, “আমি ওই ছবিতে নেই।” মিথ্যা বলছেন না তো? সেই প্রশ্নের উত্তরে রায়ান বলেন, “প্রতিশ্রুতি দিয়ে বলছি, ওই ছবিতে আমি নেই।” ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস-এর ট্রেলারে দেখা গিয়েছে, এলিজ়াবেথ ওলসেন-এর স্কারলেট উইচ চরিত্রটি এবং একটি অডিয়ো ক্যামিও যার আওয়াজ অনেকটাই প্যাট্রিক স্টুয়ার্টের মতো, যাঁকে এক্স-মেন সিরিজ়ে প্রফেসর এক্স হিসেবে দেখা গিয়েছিল।

নতুন ট্রেলারে ডক্টর স্ট্রেঞ্জ অর্থাৎ বেনেডিক্ট কাম্বারব্যাচ-কে দেখা যাচ্ছে একটি দুঃস্বপ্ন থেকে চিনি জেগে উঠছেন এবং স্পাইডারম্যান: নো ওয়ে হোম-এর পরবর্তী পরিস্থিতির মোকাবিলা করতে চলেছেন তিনি। আর সেখানে থেকেই মাল্টিভার্স খুলে যাচ্ছে। যাদুকর যখন চমকে উঠে, সামনের দর্শনে কেঁপে উঠছেন, তার বাস্তবতাও দুঃস্বপ্নের চেয়ে কিছু কম নয়। একবারে শেষে গিয়ে দর্শকরা ডক্টর স্ট্রেঞ্জ-এর যমজকে দেখতে পান, যাঁরা আগমন অন্য একটি দুনিয়া থেকে, অদ্ভুত এক দুনিয়া যা মহাবিশ্বের জন্য বিশৃঙ্খলা ছাড়া আর কিছুরই প্রতিশ্রুতি দেয় না।

এই মাল্টিভার্স অফ ম্যাডনেসে ফিরতে চলেছেন ওয়াং চরিত্রে বেনেডিক্ট ওয়াং, ডক্টর ক্রিশ্চিন পালমারের চরিত্রে র‌্যাচেল ম্যাকঅ্যাডামস এবং কার্ল মোডোর চরিত্রে চিউএটেল এজ়িওফোর। অন্য দিকে আবার এমসিই বা মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে আত্মপ্রকাশ হতে চলেছে জ়োচিল গোমেজ়ের, যাঁকে আমেরিকা চ্যাভেজ়ের চরিত্রে দেখা যাবে। এই ছবির পরিচালনা করছেন স্যাম রাইমি। চিত্রনাট্য লিখেছেন মাইকেল ওয়ালড্রন এবং জ়েড হ্যালি বারলেট। ৬ মে থিয়েটারে মুক্তি পাবে ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস।

আরও পড়ুন: ‘কোথা থেকে এসেছে এই ছেলে’, বাপ্পি লাহিড়ির উদ্দেশে বলেছিলেন আরডি বর্মন

আরও পড়ুন: আমার একটাই দুঃখ ওঁর পাদস্পর্শ পেলাম না: স্মৃতিচারণায় সন্ধ্যাকণ্ঠী গৌরী দে

আরও পড়ুন: ক্যামেরা রোলের আগে মেকআপ নয়, নিজের সোনার গয়না ঠিক করে নিতেন: মীর