Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SRK: শাহরুখের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী রবির বার্ষিক আয় বহু সংস্থার সিইও’র থেকেও বেশি! কত জানেন?

প্রসঙ্গত, এ দিন মাদক মামলায় ছাড়া পেয়ে আরিয়ান বাড়ি ফেরার সময় শাহরুখ নিরাপত্তার কারণে আর্থার রোড জেলে না পৌঁছলেও রবিক্ব সেখানে দেখা গিয়েছে।

SRK: শাহরুখের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী রবির বার্ষিক আয় বহু সংস্থার সিইও'র থেকেও বেশি! কত জানেন?
রবির বার্ষিক আয় শুনলে চোখ কপালে উঠতে পারে আপনার।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 30, 2021 | 12:55 PM

ভক্তরা তাঁকে ভালবেসে নাম দিয়েছেন কিং খান। নামের মধ্যেই যখন রয়েছে ‘কিং’ তখন তাঁর চলনবলন যে রাজকীয় হবে সে আন্দাজ করায় যায়। কথা হচ্ছে শাহরুখ খানের। শাহরুখের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী রবি সিংকে হয়তো অনেকেই চিনে থাকবেন। বিভিন্ন অনুষ্ঠান, সাংবাদিক সম্মেলনে ছাতার মতো অভিনেতার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাঁকে। এই রবিরই বার্ষিক আয় শুনলে চোখ কপালে উঠতে পারে আপনার। কে বলতে পারে আপনার কোম্পানির সিইও’র থেকেও হয়তো রবির বার্ষিক আয় ঢেরগুণ বেশি।

গত দশ বছর ধরে শাহরুখকে নিরাপত্তা প্রদান করে আসছেন রবি। মুম্বইয়ের বেশ কিছু সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রবির বার্ষিক আয় ২ কোটি ৭ লক্ষ টাকা। তাহলেই বুঝতে পারছেন…! তবে রবির কাজ শুধু শাহরুখকে নিরাপত্তা দেওয়াই নয়। আরিয়ান-সুহানা ও আব্রাম– শাহরুখ-গৌরীর তিন সন্তানকে নিরাপত্তা দেওয়ার দায়িত্বও তাঁর উপরেই বর্তায়। রবি কিন্তু অতীতে সমালোচনাতেও জড়িয়েছেন। ২০১৪ সালে তাঁর বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন এক মহিলা। তিনি দাবি করেছিলেন, রবি তাঁকে ইচ্ছাকৃত ধাক্কা মেরেছেন। যদিও রবি জানিয়েছিলেন ভিড় সামলাবার সময় হয়তো কোনও কারণে ধাক্কা লেগে গিয়েছে তাঁর। রবি সমালোচনাতে জড়ালেও শাহরুখ কিন্তু তাঁর সঙ্গ ছাড়েননি। গত দশ বছর ধরেও রবিও দায়িত্ব সামলিয়েছেন মোটের উপর ভাল ভাবেই।

প্রসঙ্গত, এ দিন মাদক মামলায় ছাড়া পেয়ে আরিয়ান বাড়ি ফেরার সময় শাহরুখ নিরাপত্তার কারণে আর্থার রোড জেলে না পৌঁছলেও রবিক্ব সেখানে দেখা গিয়েছে। আরিয়ানকে সঙ্গে নিয়ে তিনি মুম্বইয়ের একটি হোটেলে প্রথমে যাবেন। সেখানেই আইনজীবিদের সঙ্গে অপেক্ষা করছেন শাহরুখ খান। এরপর ছেলেকে নিয়ে বাড়ি যাবেন শাহরুখ।

আরও পড়ুন, Rafiath Rashid Mithila: প্রিয়জনদের নিয়ে হ্যালোইন পার্টি করলেন মিথিলা

আরও পড়ুন, Aryan Khan Jail: জেলের বাইরে আরিয়ান খান, হোটেলে ছেলের অপেক্ষায় শাহরুখ