Shehnaaz Gill: সুদূর আফগানিস্তান থেকে শেহনাজের জন্য শুভকামনা ক্রিকেটার রসিদ খানের

বিগ বস ১৩তে বিজয়ী হয়েছিলেন সিদ্ধার্থ। ওই শো’য়ে সিদ্ধার্থ ও শেহনাজের গিলের কেমিস্ট্রি ভালবেসেছিল দর্শক। যদিও তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে এ কথা স্বীকার করেননি তাঁরা।

Shehnaaz Gill: সুদূর আফগানিস্তান থেকে শেহনাজের জন্য শুভকামনা ক্রিকেটার রসিদ খানের
শেহনাজের জন্য শুভকামনা পাঠালেন ক্রিকেটার রসিদ খান
Follow Us:
| Edited By: | Updated on: Oct 30, 2021 | 1:12 PM

ইউটিউবে এক নম্বরে ট্রেন্ড করছে সিদ্ধার্থ শুক্লার স্মৃতিতে শেহনাজ গিলের গান, ‘তু ইয়েহি হ্যায়’। ভক্তরা কাঁদছেন গতকাল অর্থাৎ শুক্রবার থেকেই। যে দরদ দিয়ে শেহনাজ ওই গান বুনেছেন তা যেন অনুধাবন করতে পারছেন তাঁরা। সিদ্ধার্থকে তিনি ভালবাসতেন, এখনও বাসেন… সব রয়েছে… শুধু সিদ্ধার্থ নেই… এই যন্ত্রণা বুকে নিয়েই ইনস্টাগ্রামে ফিরেছেন শেহনাজ ওই গান দিয়েই। ফিল্মি দুনিয়া থেকে উপচে পড়েছে ভালবাসা। সেই ভালবাসার জোয়ার পৌঁছে গিয়েছে সুদূর আফগানিস্তানেও। আফগান ক্রিকেট টিমের জনপ্রিয় ক্রিকেটার রসিদ খানও শেহনাজকে পাঠয়েছে শুভকামনা। কী লিখেছেন তিনি?

রসিদ খান লিখেছেন, “আল্লা তোমায় আরও শক্তি দিক…”। সঙ্গে জুড়েছেন প্রার্থনা করার ইমোজি। যা নজর এড়ায়নি সিডনাজ ভক্তদেরও। পাল্টা রসিদকেও ধন্যবাদ জানিয়েছেন তাঁরা। তবে শুধু রসিদ নন, রুবিনা দিলায়েক থেকে শুরু করে করণ কুন্দ্রা, আলি গোনিও ভালবাসা পাঠিয়েছেন শেহনাজকে।

শেহনাজের ওই গানের যোগ করা হয়েছে তাঁর এবং সিদ্ধার্থ শুক্লার বেশ কিছু ‘বিগবস মুহূর্ত’। যেখানে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় কখনও প্রাণ খোলা হাসি হাসছেন শেহনাজ আবার কখনও বা সিদ্ধার্থের উপর রেগে যাচ্ছেন। সিদ্ধার্থও তাঁর রাগা ভাঙানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তএব আজ এ সব স্মৃতি। শেহনাজের হৃদয় জুড়ে এক অদ্ভুত শূন্যতা।

বিগ বস ১৩তে বিজয়ী হয়েছিলেন সিদ্ধার্থ। ওই শো’য়ে সিদ্ধার্থ ও শেহনাজের গিলের কেমিস্ট্রি ভালবেসেছিল দর্শক। যদিও তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে এ কথা স্বীকার করেননি তাঁরা। তবুও তাঁদের একসঙ্গে সময় কাটানো, নানা মুহূর্তকে ভালবেসে অনুরাগীরা তাঁদের ভালবেসে নাম দিয়েছিল ‘সিডনাজ’। সিদ্ধার্থের মৃত্যুর পর বেশ কিছু সংবাদমাধ্যমের তরফে জানানো হয়, সিডনাজের নাকি বাগদানও হয়েছিল। এ বছরেরই প্ল্যান ছিল বিয়ের। যদিও তা আর পূর্ণ হল না। রয়ে গেল স্মৃতি, যা মুছে যাওয়ার নয়।