Sushmita Sen: ২৯ বছর আগে এসেছিল এই সাফল্য, মিস ইউনিভার্স সুস্মিতার আবেগঘন পোস্ট

Bollywood Gossip: সম্প্রতি বেশ অসুস্থ হয়ে গিয়েছিলেন তিনি। বর্তমানে তিনি তাঁর আগামী সিরিজের কাজ নিয়ে বেজায় ব্যস্ত রয়েছেন। তারই মাঝেই স্মৃতিতে ডুব দিলেন সুস্মিতা সেন। ঝড়ের গতিতে ভাইরাল হলেন তিনি।

Sushmita Sen: ২৯ বছর আগে এসেছিল এই সাফল্য, মিস ইউনিভার্স সুস্মিতার আবেগঘন পোস্ট
Follow Us:
| Edited By: | Updated on: May 21, 2023 | 3:09 PM

সুস্মিতা সেন, বরাবরই তিনি বোল্ড লুকে ঝড় তুলে থাকেন সোশ্যাল মিডিয়ায়। বরাবরই তাঁর‘অ্যাটিটিউড’ রয়েছে, আর তাঁর মতে সেটা খুব ভাল। একবার তিনি তাঁর ইনস্টাগ্রামে স্পেনে ঘুরতে যাওয়ার ছবির সঙ্গে এমনই একটি ক্যাপশন দিয়েছিলেন। আসলে ললিত মোদি যবে থেকে সুস্মিতা সেনের সঙ্গে সম্পর্কের দাবিতে টুইট করেছেন, সেই থেকে বিশ্বসুন্দরী খবরের শিরোনামে। নেটিজ়েনরা তাঁকে নানা ভাবে কটাক্ষ করেছেন। তাঁকে সোনা লোভী থেকে সুযোগ সন্ধানী-অনেক কিছুই বলা হয়েছে। আবার অনেকের কৌতুহল তিনি কেন এখন ললিতের সঙ্গে কোনও ছবি পোস্ট করছেন না। এমনকী তাঁর মেয়েদের সঙ্গে ঘুরতে যাওয়ার ছবি দেখে ললিতের পোস্ট করা ছবির সঙ্গে মিল খোঁজার চেষ্টা চলেছে। কিন্তু তিনি তো তিনি-ই।

কটাক্ষ ভুলে এখন দিব্যি আবারও রহমন শলের সঙ্গে রয়েছেন। মাঝে মধ্যেই তাঁদের এক সঙ্গে দেখা যা। সম্প্রতি বেশ অসুস্থ হয়ে গিয়েছিলেন তিনি। বর্তমানে তিনি তাঁর আগামী সিরিজের কাজ নিয়ে বেজায় ব্যস্ত রয়েছেন। তারই মাঝেই স্মৃতিতে ডুব দিলেন সুস্মিতা সেন। ঝড়ের গতিতে ভাইরাল হলেন তিনি।

এই ছবি ঠিক ২৯ বছর পুরোনো। ছবিটি তোলা প্রবুদ্ধ দাশগুপ্তের। ১৮ বছরের আমাকে কী সুন্দরভাবে তুলে ধরেছেন। হেসে বলেছিলেন, তুমি বুঝতে পারছ, তুমি প্রথম মিস ইউনিভার্স যার ছবি আমি তুলছি। আমি গর্বের সঙ্গে বলেছিলাম, এটা ভারতের প্রথম মিস ইউনিভার্স। নিজের দেশের জন্য এই জয় ছিনিয়ে আনা কতটা সম্মানের। ২১ মে ১৯৯৪, ফিলিপিনে তোলা হয়েছিল এই ছবি। সকলের ভালবাসার জন্য ধন্যবাদ। অনেক ভালবাসা। এখানেই শেষ নয়, সঙ্গে তিনি আরও জুরলেন, আর তা হল দুগ্গা-দুগ্গা। যা কিছু শুভ, তার আগেই বাংলায় দুগ্গা-দুগ্গা বলার চল রয়েছে। তিনিও সেই পথেই হাঁটলেন দেখে সকলেই বেশ খুশি। যতবড় সেলেবই হন না কেন তিনি, এই রীতি যে ভোলেননি, তা এক কথায় সকলের নজর কাড়ল।