Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Athiya-Rahul Wedding: বিদেশের ম্যাচে সঙ্গে যেতেন আথিয়া; রাহুলের সঙ্গেই বুক করা থাকত ঘর

Bollywood Wedding: ২০১৯ সালে সম্পর্ক শুরু হয় আথিয়া-রাহুলের। তাঁদের দু'জনের এক কমন বন্ধু ছিল। তার মারফতই দেখা হয় দু'জনের।

Athiya-Rahul Wedding: বিদেশের ম্যাচে সঙ্গে যেতেন আথিয়া; রাহুলের সঙ্গেই বুক করা থাকত ঘর
আথিয়া-রাহুল।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 21, 2023 | 2:49 PM

বলিউড এবং ভারতীয় ক্রিকেট দুনিয়ার আরও একটি সম্পর্ক তৈরি হচ্ছে। সেই সম্পর্ক তৈরি হচ্ছে অভিনেত্রী আথিয়া শেট্টি এবং ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার কেএল রাহুলের মধ্যে। আথিয়া হলেন বলিউডের সিনিয়র অভিনেতা সুনীল শেট্টির কন্যা। ‘মোতিচুর চাকনাচুর’ নামের একটি ছবিতে অভিনয় করেছিলেন নওয়াজ়উদ্দিন সিদ্দিকীর বিপরীতে। তারপর তিনি আর কাজ করেননি সেই ভাবে। এই স্টার কিডকেই জীবনসঙ্গী করে তুলতে চাইছেন ক্রিকেটার কেএল রাহুল। তাঁদের সম্পর্ক অনেকদিনের। কোনওকালেই লুকিয়ে রাখেননি। শোনা যাচ্ছে, সুনীল শেট্টির খান্ডালার বাড়িতেই বসবে আথিয়া-রাহুলের বিয়ের আসর। নিমন্ত্রিতদের তালিকায় রয়েছে ১০০জনের নাম। ২২ তারিখ মেহেন্দি অনুষ্ঠান। কোনও আমন্ত্রিতই মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না আসরে। সোশ্যাল মিডিয়ায় কেউই ছবি পোস্ট করতে পারবেন না। এ সবের মাঝে জানা গেল এই প্রেমকাহিনির সূত্রপাত। কীভাবে কাছে এসেছিলেন কেএল রাহুল এবং আথিয়া শেট্টি?

২০১৯ সালে সম্পর্ক শুরু হয় আথিয়া-রাহুলের। তাঁদের দু’জনের এক কমন বন্ধু ছিল। তার মারফতই দেখা হয় দু’জনের। প্রথম দর্শনেই একে-অপরকে মন দিয়ে ফেলেন লাভ-বার্ডস। প্রথমে কিছুদিনের বন্ধুত্বের পর ডেট করতে শুরু করেন আথিয়া-রাহুল।

খোলামেলাভাবে না বললেও, নিজেদের সম্পর্ককে খুব একটা সকলের সামনে তুলে ধরেননি আথিয়া-রাহুল। ২০১৯ সালের অগস্ট মাসে আথিয়ার একটি পোস্টে কমেন্ট করেন ডিজ়াইনার বিক্রম ফাদনিস। সেই কমেন্ট থেকেই আথিয়ার প্রেমজীবনের হদিশ মেলে। জানা যায়, সুনীল শেট্টির মেয়ে কাকে মন দিয়ে বসে আসেন।

সেই একই বছর, আকাঙ্ক্ষা রঞ্জন কাপুরের বাড়িতে অনুষ্কা রঞ্জন এবং আদিত্য শীলের সঙ্গে নতুন বছর পালন করতে দেখা যায় আথিয়া-রাহুলকে। আথিয়ার সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করার আগের ঘটনা এটি। তারপর ২০২০ সালে, একে-অপরের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে সম্পর্কের কথা সকলের সামনে এনেছিলেন আথিয়া-রাহুল।

২০২১ সালে রাহুলের সঙ্গে প্রথম বিদেশের ম্যাচে যান আথিয়া। অনুরাগীদের বুঝতে আর বাকি ছিল না কিছুই। তার পর থেকে নিয়মিতভাবে নিজের ক্রিকেট টুর্নামেন্টগুলিতে ‘স্পাউস’ কিংবা ‘গার্লফ্রেন্ড’ হিসেবে আথিয়াকে নিয়ে যেতেন রাহুল। সেইভাবে বুকিংও করা থাকত। তারপর আথিয়ার ভাই আহান শেট্টির ছবি ‘তড়প’-এর স্ক্রিনিংয়ে জনসমক্ষে প্রথমবার আসেন আথিয়া-রাহুল। সোশ্যাল মিডিয়াতেও ভরে যায় আথিয়া-রাহুলের পিডিএ পোস্ট। সেই সম্পর্ককেই আইনি স্বীকৃতি দিতে চলেছেন আথিয়া-রাহুল।