শহরে তিনটে খুঁটিপুজো বাতিল, এবার পুজোয় বেঙ্গালুরুতে দেবলীনা
আরজি কর আন্দোলনের সময় দেবলীনা দত্তকে রাস্তায় নেমে প্রতিবাদ করতে দেখা গিয়েছে বহুবার। এরপর টলিপাড়ায় তাঁর কাজ পেতে সমস্যা হচ্ছিল, সে কথা জানিয়েছিলেন অভিনেত্রী। গত বছর দুর্গাপুজো সম্পর্কিত বিভিন্ন কাজও শেষ মুহূর্তে বাতিল হয়েছিল। এবার কি পরিস্থিতির বদল ঘটল?

আরজি কর আন্দোলনের সময় দেবলীনা দত্তকে রাস্তায় নেমে প্রতিবাদ করতে দেখা গিয়েছে বহুবার। এরপর টলিপাড়ায় তাঁর কাজ পেতে সমস্যা হচ্ছিল, সে কথা জানিয়েছিলেন অভিনেত্রী। গত বছর দুর্গাপুজো সম্পর্কিত বিভিন্ন কাজও শেষ মুহূর্তে বাতিল হয়েছিল। এবার কি পরিস্থিতির বদল ঘটল?
TV9 বাংলাকে দেবলীনা জানালেন, ”গত বছর যে পরিস্থিতি ছিল, এবারও তাতে কোনওরকম বদল ঘটেনি। এবার তিনটে খুঁটিপুজোতে যাওয়ার প্রস্তাব এসেছিল। তারপর কর্মকর্তাদের তরফে বাতিল হয়েছে। যে কারণে আর যেসব প্রস্তাব এসেছে, সেগুলোতে উত্সাহ দেখাইনি। যাঁরা ফোন করেছেন, তাঁদের ভালো করে জেনে নিতে বলেছি, সব পক্ষের কোনও অসুবিধা আছে কিনা। তবে এতে আমার কিছুই যায় আসে না।”
কেন দেবলীনার কিছুই যায় আসে না? দেবলীনা খোলসা করলেন, ”পশ্চিমবঙ্গে কাজ না পেলেও যে বাইরে কোথাও কাজ পাবো না, সেরকম তো নয়। বাইরে অনেকে আছেন, যাঁরা আমার কাজ পছন্দ করেন। এবার পুরো পুজো আমি বেঙ্গালুরুতে থাকব। এখানে খুব সুন্দর করে দুর্গাপুজো হয়। দশটা পুজোর সঙ্গে কথা হয়েছে, পুজো পরিক্রমাতে অংশ নেওয়ার কাজ নিয়েই এবার দুর্গাপুজোতে শহরের বাইরে থাকব।” এর আগেও সেই শহরে পুজোর সময়ে কাজ নিয়ে গিয়েছিলেন দেবলীনা।
আরজি কর আন্দোলনের সঙ্গে জড়িত মুখদের অনেক সময়ে কাজ দেওয়া হচ্ছে না, এই পরিস্থিতি নিয়ে চিন্তা প্রকাশ করেছেন অপর্ণা সেন। তাঁর বক্তব্য ছিল, সকলে মিলে প্রতিবাদ করা দরকার। কনীনিকা বন্দ্যোপাধ্যায়ও সম্প্রতি জানিয়েছেন, কাজের সংখ্যা কমেছে।
