মনের জোরকে সম্বল করতে অনুরোধ জানালেন দীপিকা পাডুকোন, শেয়ার করলেন কয়কটি ‘হেল্পলাইন’
মনে সাহস যোগাতে দীপিকা সোশ্যাল মিডায়ায় গোটা গোটা অক্ষরে লিখে দিয়েছেন, “তুমি একা নও, আমরা সবাই আছি। আমরা সবাই বেঁধে বেঁধে আছি। এখনও আশা ফুরিয়ে যায়নি।”
করোনা পরিস্থিতি সারা দেশে উদ্বেগজনক। হু হু করে বাড়ছে সংক্রমণ। আক্রান্তদের সংখ্যা দৈনিক বাড়ছে। প্রতিদিন লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন। হাসপাতালে বেড পাওয়া যাচ্ছে না। অক্সিজেনের ঘাটতি দেখা দিয়ে দিয়েছে। মৃত্যুর হারও ক্রমশ বাড়ছে। বলি তারকাদের অনেকেই এই পরিস্থিতিতে এগিয়ে এসেছেন। সলমন খান, সোনু সুদ, অজয় দেবগণ, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া সকলেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। কেউ অক্সিজেন যোগানের দায়িত্ব নিয়েছেন। কেউ আইসিইউ বেড তৈরিতে অর্থ সাহায্য করেছেন। কেউ অনবরত নিজের সোশ্যাল মিডিয়ার ওয়ালে করোনা চিকিৎসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করে চলেছেন। এই লিস্টে এবার নাম লেখালেন দীপিকা পাডুকোন। এই কঠিন সময়ে মানুষকে ভাল রাখতে অন্যভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তিনি।
View this post on Instagram
পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক। করোনা ক্রমশই মানুষকে একা করে দিচ্ছে। প্রিয়জনের সঙ্গে দূরত্ব বাড়িয়ে দিচ্ছে। আক্রান্ত যাঁরা হচ্ছেন এবং এখনও যাঁরা সুস্থ আছেন সবাই ভীষণ একাকীত্বে ভুগতে শুরু করেছেন। মানসিক স্বাস্থ্য ক্রমশই ভেঙে পড়ছে। একবার মনের জোর ভেঙে গেলে সুস্থ হয়ে ওঠা খুব মুশকিল। সুস্থ মানুষও অসুস্থ হয়ে পড়বেন। এই কঠিন সময়ে মনের জোরই সম্বল। মানসিক স্বাস্থ্যকে অটুট রাখতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন দীপিকা। তিনি তাঁর সোশ্যাল মিডিয়ার ওয়ালে বেশ কয়েকটি ‘হেল্পলাইন’ শেয়ার করেছেন। আর মনে সাহস যোগাতে গোটা গোটা অক্ষরে লিখে দিয়েছেন, “তুমি একা নও, আমরা সবাই আছি। আমরা সবাই বেঁধে বেঁধে আছি। এখনও আশা ফুরিয়ে যায়নি।” এই কঠিন পরিস্থিতিতে কাউকে ভেঙে না পড়তে বার বার অনুরোধ জানিয়েছেন দীপিকা।
আরও পড়ুন:হাসপাতালে ভর্তি দিলীপকুমার, তবে তিনি ভাল আছেন জানিয়েছেন তাঁর স্ত্রী সায়রা বানু
আগের বছরেও দীপিকা এবং রণবীর সিং করোনা পরিস্থিতিতে প্রধাণমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ সাহায্য করেছিলেন। তবে কত টাকা দিয়েছিলেন দু’জনের কেউই বলতে চাননি। সবাই যেন নিজেদের সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়ে দেন, সকলকে অনুরোধ জানিয়েছিলেন এই তারকা দম্পতি।