মানুষের পাশে বরুণ, দেশের ১৪ হাসপাতালে পাঠালেন অক্সিজেন কনসেন্ট্রেটর

নিজের উদ্যোগের কথা জানিয়ে বরুণ তাঁর টুইটার হ্যান্ডেলে লেখেন, ‘জাতীয় অনিশ্চিত এক সময়ে আমাদের স্বাস্থ্যসেবা ব্যবস্থার সর্বোচ্চ সহায়তা প্রয়োজন। যেহেতু আমরা জানি যে এই মুহুর্তের সবচেয়ে বড় প্রয়োজন অক্সিজেন

মানুষের পাশে বরুণ, দেশের ১৪ হাসপাতালে পাঠালেন অক্সিজেন কনসেন্ট্রেটর
বরুণ ধাওয়ান।
Follow Us:
| Updated on: May 02, 2021 | 1:01 PM

‘মিশন অক্সিজেন ইন্ডিয়া’র পাশে দাঁড়ালেন বলি অভিনেতা বরুণ ধাওয়ান। হাসপাতালগুলোয় অক্সিজেন কনসেন্ট্রেটর সংগ্রহ ও অনুদানে সাহায্য বরুণের। দ্বিতীয় ঢেউয়ের কারণে দেশে মারাত্মক প্রভাব ফেলেছে কোভিড -১৯। বিভিন্ন উদ্যোগের মাধ্যমে গত বছর তিনি সামিল ছিলেন। এবারও অভিনেতা অক্সিজেনের প্রয়োজনে তহবিল এবং দেশজুড়ে হাসপাতালে অক্সিজেন দিয়ে সহায়তা করতে অবদান রাখলেন। ‘বদলাপুর’ অভিনেতা আরও জানান যে ইতিমধ্যে ভারতে ১৪ টি হাসপাতালে পাঠানো হয়েছে অক্সিজেন।

আরও পড়ুন ভাল আছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, পোস্ট করে জানালেন পরিচালক

গত কয়েকদিন ধরে বলিউডের বেশ কয়েকজন সেলিব্রিটি দেশবাসীদের সহায়তা করতে এগিয়ে এসেছিলেন। সাহায্যের অনুরোধ বাড়ানো থেকে শুরু করে ব্যক্তিগতভাবে হাসপাতালে বেড এবং অক্সিজেনের ব্যবস্থা করার জন্য, বি-টাউন সেলিব্রিটি মানুষের পাশ দাঁড়িয়েছেন।

নিজের উদ্যোগের কথা জানিয়ে বরুণ তাঁর টুইটার হ্যান্ডেলে লেখেন, ‘জাতীয় অনিশ্চিত এক সময়ে আমাদের স্বাস্থ্যসেবা ব্যবস্থার সর্বোচ্চ সহায়তা প্রয়োজন। যেহেতু আমরা জানি যে এই মুহুর্তের সবচেয়ে বড় প্রয়োজন অক্সিজেন। তাই আমি সারা দেশের হাসপাতালে জীবন রক্ষাকারী অক্সিজেন কনসেন্ট্রেটর ও অনুদানের উদ্যোগে মিশন অক্সিজেন ইন্ডিয়াকে সহযোগিতা এবং পাশে দাঁড়াচ্ছি। ৩০ জন ব্যক্তির দল, যাঁরা এই সময়ে প্রয়োজনে দেশের জন্য পদক্ষেপ গ্রহণ করেছেন এবং এক সপ্তাহের মধ্যে ৩৯০০  অক্সিজেন কনসেন্ট্রেটর ব্যবস্থা এবং ২১ কোটিরও বেশি অর্থ সংগ্রহ করেছেন। আমি তাঁদের পাশে দাঁড়িয়েছি এবং প্রত্যেককে সম্ভাব্য সামর্থ্যতে সাহায্য করাার অনুরোধ করছি।’