Exclusive Dev: ‘আমায় ব্ল্যাকমেল করা হয়েছে’, জয়ী হতেই TV9 বাংলায় বিস্ফোরক দেব

Dev Exclusive: 'কিছু বলার নেই। আমি শব্দহীন, বাক্যহীন। এইটুকুই বলব, যাঁরা আমাদের দলকে ভোট দিয়েছেন, বিশ্বাস রেখেছেন, তাঁদের ধন্যবাদ। এবং যাঁরা ভোট দেননি, তাঁদের আশীর্বাদ-প্রার্থণার মধ্যেও কোথাও গিয়ে আমরা ছিলাম।'

Exclusive Dev: 'আমায় ব্ল্যাকমেল করা হয়েছে', জয়ী হতেই TV9 বাংলায় বিস্ফোরক দেব
Follow Us:
| Edited By: | Updated on: Jun 06, 2024 | 12:33 PM

দেড় লক্ষ্যের বেশি ভোটে এগিয়ে ঘাটাল লোকসভা কেন্দ্র নিজের দখলে রাখলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব অর্থাৎ দীপক অধিকারী। বিপরীতে থাকা হিরণ্ময় চট্টোপাধ্যায়কে কড়া টক্কর দিয়ে তৃতীয়বার জয়ী হলেন তিনি। আর শেষ বেলায় যখন ফলাফল স্পষ্ট, তখন সবুজ আবিরে রঙিন হয় TV9 বাংলার প্রতিনিধি সুচরিতা দে’র মুখোমুখি হলেন দেব। দিলেন প্রথম প্রতিক্রিয়া। হাসি মুখে বললেন, ”কিছু বলার নেই। আমি শব্দহীন, বাক্যহীন। এইটুকুই বলব, যাঁরা আমাদের দলকে ভোট দিয়েছেন, বিশ্বাস রেখেছেন, তাঁদের ধন্যবাদ। এবং যাঁরা ভোট দেননি, তাঁদের আশীর্বাদ-প্রার্থণার মধ্যেও কোথাও গিয়ে আমরা ছিলাম। এবং আমাদের ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা নেটা, প্রত্যেকটা কর্মীরা শেষ তিনমাসে বাড়ি বাড়ি গিয়ে যেভাবে প্রচার করেছেন, যেভাবে মানুষের মন জয় করেছেন, এই জয় তারই জন্যে। সত্যি কথা বলতে দেবের অবদান খুব কম, এই জিত দলের, নেতাদের, যাঁরা পরিশ্রম করেছেন তাঁদের।”

এরপর ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মুখ খুললেন দেব। বললেন, ”ভারতের যে রেজাল্ট এসেছে, তাতে বোঝাই যাচ্ছে, ঘাটাল মাস্টার প্ল্যান হওয়া এখন সময়ের অপেক্ষা। যাঁরা ব্ল্যাকমেল করেন, আমিও ব্ল্যাকমেইল হয়েছি, যেভাবে ইডি, সিবিআই শেষ তিন বছরে আমার পিছনেও লাগানো হয়েছে,আজ এগুলো বলতে পারছি। নিশ্চয়ই চোরদের ধরা হবে, তাদের হাত থেকে দেশ বাঁচাকে হবে। তবে যাঁরা সত্যি এসবের মধ্যে থাকে না, কাজ করতে ভালবাসে, মানুষকে ভাল বাসতে ভাল বাসে, তাঁদেরকে এমন…। কাল রাতেও শুভেন্দু অনেক কিছু বলেছেন। আমি কোনওদিনই জবাব দিইনি, আজ সবাই আমার হয়ে ঘাটাল লোকসভা কেন্দ্র জবাব দিয়েছে। বাংলার মানুষ জবাব দিয়েছে। আজ এই জয় দিদি (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) ও অভিষেকের কৃতিত্ব। সকল কর্মীর কৃত্বিত। আজ দেশের মানুষ দেখছে বাংলার রায়।” নিজেও করেছেন একটি সোশ্যাল মিডিয়া পোস্ট। যেখানে স্পষ্ট লিখলেন ‘অবশেষে’।