অন্য কোনও হিরো থাকলে দু’বার ভাবতাম: দেব

এই যে কয়েকদিন আগেই শোনা যাচ্ছিল মিঠুন চক্রবর্তী নাকি 'অসুস্থ'। তা হলে উনি শুটিং করছেন কীভাবে?

অন্য কোনও হিরো থাকলে দু'বার ভাবতাম: দেব
দেব-মিঠুন।
Follow Us:
| Updated on: Jan 08, 2021 | 7:54 PM

‘ডান্স ডান্স জুনিয়র সিজন ২’-এর মঞ্চে এ যেন চাঁদের হাট। এতদিন তাঁর অপেক্ষাতেই তো ছিল গোটা বাংলা।

তিনি সবার প্রিয় মিঠুন চক্রবর্তী। তার সঙ্গে সুপারস্টার দেব৷ ‘চেরি অন দ্য কেক’ বলা যেতেই পারে।

আগামী শনিবার দর্শকদের অনেক দিনের দীর্ঘ অপেক্ষা ঘুচতে চলেছে ৷ ‘ডিস্কো ডান্সার’ নিজেকে ক্যামেরার সামনে থেকে সরিয়ে নিয়েছিলেন ৷

আরও পড়ুন ৫০ নয় ১০০ শতাংশ ‘ফিল আপ’ হবে সিনেমাহল, ফেস্টিভ্যাল মঞ্চ থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

আবার কবে দেখা যাবে মিঠুনদাকে?

অনেকগুলো উৎসুক চোখ যেন এই অপেক্ষাতেই ছিল। ২০২০-তে অনেক কিছু না পাওয়ার মধ্যে এ খবর ছিল একেবারে অন্যরকম প্রাপ্তি। বৃহস্পতিবার ৭ জানুয়ারি ডান্স ডান্স জুনিয়রের প্রথম দিনের শুটিং শেষ হল বেশ ভাল ভাবেই।

View this post on Instagram

A post shared by Star Jalsha (@starjalsha)

শুধু কলকাতা নয় আসাম, রাজস্থান বিভিন্ন জায়গা থেকে এসেছেন প্রতিযোগীরা।

এই যে কয়েকদিন আগেই শোনা যাচ্ছিল মিঠুন চক্রবর্তী নাকি ‘অসুস্থ’। তা হলে উনি শুটিং করছেন কীভাবে?

মিঠুন-মনামী-দেব

এই সব ধোঁয়াশা পরিস্কার করলেন পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায়। জানালেন “মিঠুনদা একদম ফিট এন্ড ফাইন। বেশ মজা করে হয়েছে আমাদের প্রথম দিনের শুটিং,” মিঠুন-দেব এ জুটিকে বরাবরই প্রচুর ভালবাসা দিয়ে এসেছেন দর্শক।

View this post on Instagram

A post shared by Star Jalsha (@starjalsha)

গানের তালে তাদের ঠুমকা থেকে ভিলেনদের মারপিট, বড়পর্দায় তাদের রসায়ন পরতে পরতে উপভোগ করেছে বাংলা সিনেপ্রেমী। দেবের কথায়,”অন্য কোনোও হিরো থাকলে তাও দু’বার ভাবতাম। কিন্তু মিঠুনদার সঙ্গে আমার রসায়ন অন্যরকম,” ‘ডান্স ডান্স জুনিয়র সিজন ২’-এর ফ্লোরে মহাগুরু আর দেবের রসায়ন সঙ্গে মনামী গ্ল্যামারস প্রেজেন্স কতটা ঝড় তুলতে চলেছে তা সময়ই বলবে।