সুচিত্রাকে কেন ‘স্যার’ বলে ডাকতেন গুলজার?
১৯৭৫ সালের ১৪ ফেব্রুয়ারি মুক্তি পায় এই ক্লাসিক সিনেমা, যা আজও সিনেমাপ্রেমীদের মনে বিশেষ জায়গা করে আছে। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেতা সঞ্জীব কুমার এবং মহানায়িকা সুচিত্রা সেন।

লেখক, গীতিকার এবং পরিচালক গুলজার পরিচালিত ‘আঁধি’ বরাবরের চর্চিত ছবি। ১৯৭৫ সালের ১৪ ফেব্রুয়ারি মুক্তি পায় এই ক্লাসিক সিনেমা, যা আজও সিনেমাপ্রেমীদের মনে বিশেষ জায়গা করে আছে। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেতা সঞ্জীব কুমার এবং মহানায়িকা সুচিত্রা সেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস-কে দেওয়া এক সাক্ষাৎকারে গুলজার সেই ছবির স্মৃতিতে ফিরেই শেয়ার করেছিলেন ‘আঁধি’ ছবির শ্যুটিংয়ের সময়কার কিছু বিশেষ মুহূর্তের কথা। তাঁর কথায়, “আঁধি ছবির শ্যুটিং চলাকালীন সুচিত্রা সেন আমাকে ‘স্যার’ বলে ডাকতেন। কলকাতার সবাই তাঁকে ‘ম্যাডাম’ বলে ডাকত, কিন্তু আমি ওঁর জুনিয়র হওয়ার কারণে তাঁকে অনুরোধ করেছিলাম যেন তিনি আমাকে স্যার না বলেন। তবে তিনি আমাকে স্যার বলেই ডাকতেন। পরে আমিও ওঁকে স্যার বলে ডাকতে শুরু করি। জানেন, আমরা সব সময় বাংলায় কথা বলতাম।”
সুচিত্রা সেনের সম্পর্কে গুলজার আরও বলেন, “মানুষের মধ্যে যে ধরনের ধারণা ছিল, তিনি মোটেও তেমন ছিলেন না। তিনি ছিলেন অত্যন্ত আন্তরিক এবং সাদাসিধে মানুষ। আমাদের মধ্যে একটি গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তিনি হিন্দি চলচ্চিত্রে অনেক সেরা কাজ করেছেন, যেমন হৃষিদা-এর ‘মুসাফির’ (১৯৫৭), অসিত সেন-এর ‘মমতা’ (১৯৬৬), এবং রাজ খোসলা-এর ‘বোম্বাই কা বাবু’ (১৯৬০)। আপনি এই তালিকায় ‘আঁধি’ও যোগ করতে পারেন। আমার মনে হয় উত্তম কুমার এবং সুচিত্রা সেনকে যথাযথ স্বীকৃতি দেওয়া হয়নি। আমি ওঁকে খুব ভালবাসতাম এবং শ্রদ্ধাও করতাম। তবে তিনি বিচার বিবেচনা করে বন্ধু নির্বাচন করতে পারতেন।”





