AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দীপ্সিতার ‘ভোটের গান’-এ কণ্ঠ মাসির ছেলে শোভন গাঙ্গুলির

চলছে বিধানসভা নির্বাচন। তারই মাঝে বামদের নতুন গান। বালির প্রার্থী দীপ্সিতার ভোটের গানে, গায়ক তাঁরই মাসির ছেলে শোভন গাঙ্গুলি।

দীপ্সিতার 'ভোটের গান'-এ কণ্ঠ মাসির ছেলে শোভন গাঙ্গুলির
দীপ্সিতার গান, গাইলেন শোভন।
| Edited By: | Updated on: Mar 30, 2021 | 8:52 PM
Share

সিপিআইএমের প্রার্থী তালিকায় এবার তারুণ্যের জোয়ার। পক্বকেশীদের ভিড় সরিয়ে মানুষ দেখেছে ইয়ং ব্রিগেড। সেই চমক নির্বাচন আবহে বারবার চোখে পড়ছে। ‘হল্লাগাড়ি’ থেকে ‘টুম্পা ব্রিগেড চল’ কিংবা ‘উরি উরি বাবা, বিজেমূল’ প্রচারেও আধুনিকত্বের ছোঁয়া। নির্দ্বিধায় সেই গান ভাইরাল করছেন সূর্যকান্ত-সুজনরা। এবার বালির সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী দীপ্সিতা ধর নিজের নির্বাচনী প্রচারে হাতিয়ার করলেন গানকেই। তাঁর হয়ে সুর বাঁধলেন মাসির ছেলে শোভন গঙ্গোপাধ্যায়। দীপ্সিতার ভোট প্রচারে শোভনের গলায় ভেসে এল ‘দীপ্সিতাকেই ভোট’।

 

আরও পড়ুন ‘…লাল ফিরে আসছে, বুঝে রঙ খেলবেন ভাই…’, লাল আবিরে নিজেকে রাঙিয়ে পোস্ট খরাজের

 

দীপ্সিতা বাম-ছাত্র আন্দোলনের অত্যন্ত পরিচিত মুখ। তাঁকে একাধিকবার জ্বালাময়ী ভাষণ দিতে শোনা গিয়েছে। জেএনইউ ছাত্র আন্দোলনে আজাদির স্লোগানও দিয়েছেন দীপ্সিতা। বালিতে রাজনৈতিক লড়াইয়ে নেমে দীপ্সিতা সকলের হাতে কাজ ও সকলের পেটে ভাত ইস্যুতে শাসক ও বিজেপির বিরুদ্ধে ভোটপ্রচার করছেন। তিনি তাঁর ফেসবুক পেজ থেকে শোভন গাঙ্গুলির গাওয়া গানটি শেয়ার করে লিখেছেন ‘ভোটের গান’।

 

 

এই ‘ভোটের গান’ নিয়ে শোভন গাঙ্গুলির সঙ্গে TV9 বাংলার তরফে যোগাযোগ করা হলে তিনি জানান, এই ভোটের গান তিনি তাঁর মাসির মেয়ের দীপ্সিতা ধরের জন্য গেয়েছেন। তবে এই গানের মাধ্যমে তিনি তাঁর রাজনৈতিক মতদর্শের বহিঃপ্রকাশ চান না এবং একইসঙ্গে তিনি এই গানের মাধ্যমে প্রচারের আলোয় আসতে চান না। তবে কথা বলতে বলতে শোভন বলেন, “আমি এর আগেও গান গেয়েছি, সূর্যকান্তবাবু (মিশ্র) শেয়ার করেছেন।  দীপ্সিতা আমার মাসির মেয়ে, ব্যক্তিগত যোগাযোগ থেকে আমি গানটি গেয়েছি, এর থেকে বেশই আমি এ ব্যাপারে আর কিছু জানাতে চাই না।”

বামেরা নির্বাচনী প্রচারের উদ্দেশে একাধিক গান প্রকাশ্যে এনেছেন। বাকি আর পাঁচটা গানের মতো এই গানটিও শ্রোতাদের মনগ্রাহী হয়েছে। দীপ্সিতার পেজ থেকেই এই গান প্রায় ২৮০০ লাইকস, ৪২৫ শেয়ার এবং ২১,০০০ ভিউজ কুড়িয়েছে। গানের ভিডিয়োতে দীপ্সিতার প্রচারের বিভিন্ন মূহুর্তের কোলাজ ফুটে উঠেছে।