বাড়ির বাইরে গুলি চলার পর আত্মরক্ষার পাঠ দিশার বোনের
খুশবু পাটনির বাড়ির বাইরে বরেলিতে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের গুলিবর্ষণের কয়েক দিন পর, বলিউড অভিনেত্রী দিশা পাটানির বড় বোন খুশবু পাটানি ইনস্টাগ্রামে একটি সেলফ-ডিফেন্স ভিডিও শেয়ার করলেন। যেখানে তিনি দেখান কীভাবে একটি সাধারণ ডেটা কেবলও আত্মরক্ষার জন্য ব্যবহার করা যেতে পারে।

খুশবু পাটনির বাড়ির বাইরে বরেলিতে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের গুলিবর্ষণের কয়েক দিন পর, বলিউড অভিনেত্রী দিশা পাটানির বড় বোন খুশবু পাটানি ইনস্টাগ্রামে একটি সেলফ-ডিফেন্স ভিডিও শেয়ার করলেন। যেখানে তিনি দেখান কীভাবে একটি সাধারণ ডেটা কেবলও আত্মরক্ষার জন্য ব্যবহার করা যেতে পারে। খুশবু ইনস্টাগ্রামে একটি বার্তা সহ আত্মরক্ষার একটি ভিডিও পোস্ট করেন। ওই ভিডিওতে খুশবু দেখিয়েছেন কীভাবে দৈনন্দিন কাজে ব্যবহৃত সাধারণ জিনিস, যেমন একটি ডেটা কেবল, সৃজনশীলভাবে বিপদের সময় আত্মরক্ষায় ব্যবহার করা যেতে পারে।
এই ভিডিওটি একটি প্রেরণাদায়ক শিক্ষা হিসেবে তুলে ধরা হয়েছে, যেখানে দেখানো হয়েছে যে বিপজ্জনক পরিস্থিতিতে প্রতিক্রিয়া জানাতে সবসময় অস্ত্র বা জটিল প্রশিক্ষণের প্রয়োজন হয় না। বরং উপস্থিত বুদ্ধি ও সম্পদের সঠিক ব্যবহারে সমস্যার মোকাবিলা করা সম্ভব। তবে খুশবুর এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকেই তাঁর সাহসিকতা ও মানসিক দৃঢ়তাকে সাধুবাদ জানালেও, কেউ কেউ ভিডিওর সময় নিয়ে সমালোচনা করেছেন। সমালোচকরা দ্রুত ভিডিওটির সময়কে গুলির ঘটনার সঙ্গে যুক্ত করে তাঁর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন।
স্পিরিচুয়াল গুরুর একটা মন্তব্যের বিরোধিতা করেছিলেন খুশবু। এতেই তাঁর বাড়ির বাইরে গুলি চলেছে বলে দায় স্বীকার করে নিয়েছে দুষ্কৃতীরা। পুলিশ কেন কাউকে গ্রেফতার করতে পারেনি এখনও, তা নিয়ে কিছু নেটিজেন প্রশ্ন তুলেছে সোশ্যাল মিডিয়ায়। অনেকের দাবি, বলিউডে কাজের পরিবেশ অত্যন্ত খারাপ হয়ে যাচ্ছে। সলমন খান, কপিল শর্মা বা দিশা পাটানির পরিবার, কেউই সুরক্ষিত নন।
