আমি গীতা এলএলবির মতো নই, কান্নাকাটি করি, ডাক্তারের কাছে যেতে হয়: হিয়া
Geeta LLB-Hiya: পরিবারের আদরের মেয়ে হিয়া মাকে ভীষণই ভালবাসেন। মেয়ে পর্দায় মারামারি করে গুন্ডাদের সঙ্গে, সেই ফাইট সিকোয়েন্স দেখেন তাঁর মা। এবং মনে-মনে ভয় পান। মেয়ে বাড়ি আসতেই তাঁর হাতে-পায়ে হাত বুলিয়ে বলেন, "ব্যথা লাগেনি তো তোর"।
পর্দায় যতক্ষণ তিনি থাকেন, ততক্ষণই প্রবল উত্তেজনায় থাকেন। মারামারি, কাটাকাটি–দুষ্টুলোকদের ধোলাই করেন অভিনেত্রী হিয়া মুখোপাধ্যায়। সম্প্রতি ‘গীতা এলএলবি’ ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। মুখ্যচরিত্র তাঁরই। সৎ আইনজীবীর চরিত্রে দেখা যায় হিয়াকে। যে হিয়া আদালতের বাইরে ভিলেনদের ধোলাই করেন খুব। তাঁর মুখে বসানো সংলাপ ইতিমধ্যেই লোকে অনুকরণ করছেন, ‘কোর্টে আমার মুখ চলে, কোর্টের বাইরে হাত’! এই হিয়া আদতে কেমন মানুষ? গীতার মতোই লড়াকু?
এক্কেবারেই না। সম্প্রতি এক সাক্ষাৎকারে হিয়া বলেছেন, তিনি এক্কেবারে অন্য ধাঁচের মানুষ। গীতার মতো একেবারেই না। গীতা যেমন চিৎকার করে কথা বলে, লড়াই-ঝগড়া করে, হিয়া তা পারে না। বলেছেন, “আমি খুবই নরম প্রকৃতির মানুষ। একদম গীতার মতো লড়াকু নই আমি। আমি কষ্ট পাই খুব। কান্নাকাটি করি। অল্পেতেই আমার চোখ থেকে জল গড়ায়। কষ্টের কারণে আমাকে ডাক্তারের কাছেও যেতে হয়…”
পরিবারের আদরের মেয়ে হিয়া মাকে ভীষণই ভালবাসেন। মেয়ে পর্দায় মারামারি করে গুন্ডাদের সঙ্গে, সেই ফাইট সিকোয়েন্স দেখেন তাঁর মা। এবং মনে-মনে ভয় পান। মেয়ে বাড়ি আসতেই তাঁর হাতে-পায়ে হাত বুলিয়ে বলেন, “ব্যথা লাগেনি তো তোর”। ফাইট সিকোয়েন্সে কাজ করার সময় অনেকবার ব্যথা পান হিয়া। কিন্তু বাড়িতে ফিরে মায়ের হাতের পেলব স্পর্শ পেতেই সব যন্ত্রণা মিটে যায় তাঁর।