‘এত যৌবন কোথা থেকে আসছে’, ৫০-এর মালাইকা যেন নেটিজ়েনদের কাছে অবিশ্বাস্য
Malaika Arora Gossip: মালাইকা আরোরা, বরাবরই বলিউডের চর্চিত সেলেব। যাঁর প্রতিটা পদক্ষেপে বিতর্ক ভিড় জমিয়ে থাকে। ট্রোল তাঁর নিত্য সঙ্গী। কখনও তাঁর হাঁটার ধরন, কখনও আবার তাঁর সম্পর্ক, কিছু না কিছুকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ওঠেন তিনি।
মালাইকা আরোরা, দেখতে দেখতে বয়স ৫০ হল। তবুও মালাইকা যেন এভারগ্রিন। দিন দিন রূপ যেন তাঁর ফেটে পড়ছে। বয়স বাড়ার বদলে কমে যাচ্ছে এক ধাক্কায়। মালাইকাকে দেখে যেন চোখ ফেরাতে পারছেন না নেটদুনিয়া। সকলেই অবাক হয়ে দেখছেন অভিনেত্রীর রূপ। সম্প্রতি এক ভিডিয়ো ভাইরাল। যেখানে মালাইকার ফ্যাশন দেখে আরও একবার ঘুম উড়ল সকলের। হাল ফ্যাশন কিংবা ট্রেন্ডি লুকে সকলকে ১০ গোল দিতে পারেন তিনি। সেই ভিডিয়ো দেখেই নেটপাড়ার প্রশ্ন, ‘এত যৌবন কোথা থেকে আসছে? এতরূপ কোথা থেকে আসছে মালাইকার?’
মালাইকা আরোরা, বরাবরই বলিউডের চর্চিত সেলেব। যাঁর প্রতিটা পদক্ষেপে বিতর্ক ভিড় জমিয়ে থাকে। ট্রোল তাঁর নিত্য সঙ্গী। কখনও তাঁর হাঁটার ধরন, কখনও আবার তাঁর সম্পর্ক, কিছু না কিছুকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ওঠেন তিনি। নিত্যদিন পাপারাৎজিদের ক্যামেরায় ফ্রেমবন্দি হতে দেখা যায় তাঁকে। যার অধিকাংশ ছবিই প্রকাশ্যে আসে জিমে যাওয়া ও আসার পথের মাঝে। কয়েকদিন আগেই প্রশ্নের মুখে পড়তে হয়েছিল এই মালাইকাকে। প্রশ্ন তুলেছিল নেটপাড়া। পেটের মেদের ছবি ফাঁস হতেই হয়েছিলেন কটাক্ষের শিকার।
প্রতি নিয়ত এত শরীর চর্চা করে তবে লাভ কী হচ্ছে, প্রশ্ন করে বসেছিল নেট দুনিয়ার একাংশ। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল সেই ভিডিয়ো। এবার সবাইকে সপাট উত্তর দিলেন মালাইকা আরোরা, ৫০শের দরজায় দাঁড়িয়েও ফিটনেস কুইন তিনি। যেভাবে নিজেকে ধরে রেখেছেন তিনি, তা সকলের কাছে আদর্শ। সকলের মনেই কৌতুহলের পারদ ছিল তুঙ্গে, কী খান মালাইকা, কীভাবে নিজেকে ধরে রাখেন তিনি, তাঁর রূপের রহস্য কোথায়? তবে এবার যেন অনেকেই নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না।
View this post on Instagram
হট বোল্ড মালাইকার বেলি ফ্যাট যেন মেনে নিতে পারল না তাঁর ভক্তমহলে। ফলে আরও একবার ট্রোলের শিকার তিনি। যদিও মালাইকাকে যে ট্রোল স্পর্শ করে না, তার উত্তর একাধিকবার দিয়েছেন তিনি। সম্প্রতি এক স্ট্যান্ডআপ কমেডি শোয়ে তিনি নিজেই নিজেকে নিয়ে ঠাট্টা করেন। আবার করণ জোহরও একবার মালাইকার শোয়ে এসে তাঁকে বুঝিয়ে দেন, যে তিনি ঠিক কী কী কারণে ট্রোল হয়ে থাকেন, যা নিয়ে বিন্দু মাত্র মাথাব্যথা দেখাননি মালাইকা আরোরা।