বিশেষভাবে সক্ষম শিশুদের নৃত্যানুষ্ঠান, উপস্থিত ঋতুপর্ণা সেনগুপ্ত
বিশেষভাবে সক্ষম শিশুদের নৃত্যানুষ্ঠান পরিবেশন ছিল এই সন্ধ্যার অন্যতম আকর্ষণ। এই বিশেষ উদ্যোগে উপস্থিত হয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত।
এ এক অভিনব সন্ধ্যা। জ্ঞানমঞ্চে অনুষ্ঠিত হল অমৃতা সেনগুপ্ত ও অর্ণব দত্ত নিবেদিত প্রয়াসের আয়োজিত এক মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান। উপস্থিত হয়েছিলেন অলকানন্দা রায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, দেবাশিষ কুমার-সহ আরও অনেকে। লিউকোমিয়ায় আক্রান্ত অভিনব দাস। এই অনুষ্ঠান থেকে উপার্জিত অর্থের একাংশ দেওয়া হবে তাঁর চিকিৎসার জন্য। এটাই ছিল এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।
কোভিড যোদ্ধাদের সম্মান জানিয়েই শুভ সূচনা হয় অনুষ্ঠানের। গানে, নাচে এক স্বর্ণালী সন্ধ্যার সাক্ষী থাকল অনেকেই। নৃত্যানুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন অভিরূপ সেনগুপ্ত। তাঁর তত্ত্বাবধানে প্রায় কুড়িজন বিশেষভাবে সক্ষম শিশুদের অনবদ্য পরিবেশনে আপ্লুত অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিরা।
ঋতুপর্ণা সেনগুপ্তর কথায়, “অভিরূপ সবসমই সব অনুষ্ঠানগুলো কোনও না কোনও ভাল উদ্দেশ্যেই করে। তাই আমি সবসময়ই ওর পাশে থাকার চেষ্টা করি। ও এভাবেই আরও ভাল ভাল কাজ করে যাক আমি এটাই চাই। ”
বিশেষভাবে সক্ষম শিশুদের নৃত্যানুষ্ঠান পরিবেশন ছিল এই সন্ধ্যার অন্যতম আকর্ষণ। শুধু তাই নয় চন্দ্রাবলী রুদ্র দত্ত, দীপাবলী দত্তর অসাধারণ গান আরও মনোরম করে তুলেছিল অনুষ্ঠানের সন্ধ্যা। অনুষ্ঠানের সব শেষে সংস্থার পক্ষ থেকে অভিনব দাসের হাতে চেক তুলে দেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।