প্রথম মডেলিংয়ের কাজে মাত্র এই ক’টা টাকা পান ঐশ্বর্য, কত ছিল সেই পারিশ্রমিক?
Aishwarya Rai Bachchan: মধ্যবিত্ত পরিবারের মেয়ে ঐশ্বর্য বাবা-মায়ের সঙ্গে জীবন অতিবাহিত করেছিলেন। দেখতে সুন্দরী, ব্যতিক্রমী চোখের মণি হওয়ায় অনেকেই তাঁর দিকে তাকিয়ে থাকতেন। স্কুলজীবন থেকেই মডেলিংয়ের অফার পেতে শুরু করেন তিনি। বিশ্বসুন্দরীর খেতাব পাওয়ার আগেই ব়্যাম্পে হাঁটেন, মডেলিং করেন। সেই সময় কত টাকা পারিশ্রমিক পেয়েছিলেন ঐশ্বর্য জানেন?
৮২৮ কোটি টাকার মালিক ঐশ্বর্য রাই বচ্চন। বচ্চন পরিবারের পুত্রবধূ তিনি। দেশের সবচেয়ে ধনী অভিনেত্রী তাঁকেই বলা হয় এখন। পিছনে ফেলে দিয়েছেন নতুন-পুরনো সব অভিনেত্রীকেই। কিন্তু জানেন কি, রাই সুন্দরীর প্রথম পারিশ্রমিক কত ছিল? একটি ছাত্রকে পড়িয়ে সেই টাকা উপার্জন করেন কোনও গৃহ শিক্ষক।
১৯৯৪ সালে বিশ্ব সুন্দরী হয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। প্রথম ভারতীয় হিসেবে এই সৌন্দর্য প্রতিযোগিতায় জিতেছিলেন তিনি। তারপর থেকেই কেরিয়ারের মোড় ঘুরে যায় ঐশ্বর্যর। ছবিতে অভিনয়ের সুযোগ পাওয়া থেকে শুরু করে বিখ্যাত ব্র্যান্ডের অ্যাম্বাস্যাডর…কোটি-কোটি টাকার মালিক হতে শুরু করেন রাই।
কিন্তু এই জীবনটা ছিল না ঐশ্বর্যর। মধ্য়বিত্ত পরিবারের মেয়ে ঐশ্বর্য বাবা-মায়ের সঙ্গে জীবন অতিবাহিত করেছিলেন। দেখতে সুন্দরী, ব্যতিক্রমী চোখের মণি হওয়ায় অনেকেই তাঁর দিকে তাকিয়ে থাকতেন। স্কুলজীবন থেকেই মডেলিংয়ের অফার পেতে শুরু করেন তিনি। বিশ্বসুন্দরীর (পড়ুন মিস ওয়ার্ল্ড) খেতাব পাওয়ার আগেই ব়্যাম্পে হাঁটেন, মডেলিং করেন। সেই সময় কত টাকা পারিশ্রমিক পেয়েছিলেন ঐশ্বর্য জানেন?
বিশ্বাসই করতে পারবেন না। চার দশক আগেকার কথা। ছোটখাটো মডেলিং করতে ব্যস্ত ছিলেন ঐশ্বর্য। প্রথম পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন মোটে দেড় হাজার (১,৫০০) টাকা। এই যুগে দাঁড়িয়ে শুনতে কম মনে হলেও, সেই সময় দেড় হাজার টাকার মূল্য ছিল অনেকটাই। সেই পারিশ্রমিককেই ভবিষ্যতে কোটিতে পাল্টাতে পেরেছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন।