বাঙালি পরিচালকের ছবিতে জাহ্নবী, থাকছেন নীরজ সুদ, সুশান্ত সিং
বছরের শুরুতেই বড় ধামাকা। নতুন ছবির কথা ঘোষণা করলেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। ছবির নাম ‘গুড লাক জেরি’। ছবির পরিচালনায় দেখা যাবে বাঙালি পরিচালক সিদ্ধার্থ সেনগুপ্তকে। প্রযোজনায় রয়েছে ‘তনু ওয়েডস মনু’ সিরিজের পরিচালক আনন্দ এলরাইয়ের প্রযোজনা সংস্থা। সোমবার থেকেই শুরু হল ছবির শুটিং। এ দিন ইনস্টাগ্রামে ছবিতে তাঁর লুক শেয়ার করে জাহ্নবী হ্যাশট্যাগ দিয়ে লেখেন #গুড […]
বছরের শুরুতেই বড় ধামাকা। নতুন ছবির কথা ঘোষণা করলেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। ছবির নাম ‘গুড লাক জেরি’। ছবির পরিচালনায় দেখা যাবে বাঙালি পরিচালক সিদ্ধার্থ সেনগুপ্তকে। প্রযোজনায় রয়েছে ‘তনু ওয়েডস মনু’ সিরিজের পরিচালক আনন্দ এলরাইয়ের প্রযোজনা সংস্থা। সোমবার থেকেই শুরু হল ছবির শুটিং।
এ দিন ইনস্টাগ্রামে ছবিতে তাঁর লুক শেয়ার করে জাহ্নবী হ্যাশট্যাগ দিয়ে লেখেন #গুড লাক জেরি। প্রযোজক আনন্দও তাঁর টুইটার হ্যান্ডেল থেকে আজ ছবির কথা ঘোষণা করে লেখেন, “আজ থেকেই শুরু হল শুটিং। এ ভাবেই ২০২১কে স্বাগত জানালাম আমরা।” জাহ্নবীর লুক সাদামাটা। সালোয়ার আর বিনুনিতে তিনি যেন পাশের বাড়ির মেয়ে। কপালে ছোট্ট টিপ আর একগাল হাসিতে তাঁর ছাপোষা লুক ইতিমধ্যেই আগ্রহ বাড়িয়েছে ভক্তদের মনে। তাঁকে শেষ দেখা গিয়েছিল ‘গুঞ্জন সাক্সেনা’ ছবিতে। স্বজনপোষণ বিতর্কের আঁচ লেগেছিল ওই ছবির গায়ে। ছবি হিট হয়নি। নতুন বছরের সব কিছু নতুন ভাবে শুরু করতে ফের একবার বড় পর্দায় শ্রীদেবী কন্যা।
Colour Yellow welcomes 2021 with #GoodLuckJerry starring #JanhviKapoor ! The shooting of our new film has begun today! Directed by: #SiddharthSengupta Written by: #PankajMatta@LycaProductions @sundialent#DeepakDobriyal @sushant_says#MitaVashisht #Neerajsood @sonamsharmaa_ pic.twitter.com/aRmDOIG5sm
— Aanand L Rai (@aanandlrai) January 11, 2021
ছবিতে জাহ্নবী ছাড়াও দেখা যাবে, দীপক দোব্রিয়াল, মিতা বশিষ্ঠ, নীরজ সুদ এবং সুশান্ত সিংহকে। ‘সাবধান ইণ্ডিয়া’ খ্যাত সুশান্ত সিং ইতিমধ্যেই দর্শকমহলে বেশ পরিচিত মুখ। শোনা যাচ্ছে ছবির প্রথমার্ধের শুট হবে মার্চ অবধি। ২০২১-এ জাহ্নবীর দুটি ছবির মুক্তির কথা। এদের মধ্যে প্রথমটি রাজকুমার রাওয়ের সঙ্গে ‘রুহি আফজা’ এবং অন্যটি কার্তিক আরিয়ানের বিপরীতে ‘দোস্তানা ২’।