গুরুতর অসুস্থ কবীর সুমন, ভর্তি হাসপাতালে, ‘হার্ট কাজ করছে না’

Kabir-Suman: এ প্রসঙ্গে টিভিনাইন বাংলাকে হাসপাতালে সুপার অঞ্জন অধিকারী টিভিনাইন বাংলাকে বলেছেন, "আপাতত ক্রিটিকাল কেয়ার ইউনিটে তাঁকে রাখা হয়েছে। যদিও গায়কের জ্ঞান আছে। মুখ দিয়ে খাবার খাওয়ানো হয়েছে অল্প। এখনও অক্সিজেন চলছে।"

গুরুতর অসুস্থ কবীর সুমন, ভর্তি হাসপাতালে, 'হার্ট কাজ করছে না'
কবীর সুমন।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 29, 2024 | 6:15 PM

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কবীর সুমন। সোমবার বিকেল তিনটের পর শ্বাসকষ্টের গুরুতর সমস্যা নিয়ে তাঁকে ভর্তি করানো হয়েছে কলকাতা মেডিক্যাল কলেজে। এ দিন দুপুরে আচমকাই শ্বাসপ্রশ্বাসের সমস্যা শুরু হয় তাঁর। এক মুহূর্ত দেরি না করেই তাঁকে নিয়ে যাওয়া হয় মেডিক্যাল কলেজে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর অবস্থা আশঙ্কাজনক হলেও স্থিতিশীল। অক্সিজেন সরবরাহ করা হচ্ছে তাঁকে। তিনি আপাতত কথা বলতে পারছেন, খাবারও খেয়েছেন। ওষুধ দিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণে আনা হলেও শ্বাসকষ্টের সমস্যা বর্তমান বলেই জানিয়েছেন চিকিৎসকেরা। তাঁর হৃদপিন্ড পাম্প করতে পারছে না। হার্ট ফেলিওর নিয়েই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয় বলে মেডিক্যাল কলেজ সূত্রে খবর।

এ প্রসঙ্গে টিভিনাইন বাংলাকে হাসপাতালে সুপার অঞ্জন অধিকারী টিভিনাইন বাংলাকে বলেছেন, “আপাতত ক্রিটিকাল কেয়ার ইউনিটে তাঁকে রাখা হয়েছে। যদিও গায়কের জ্ঞান আছে। মুখ দিয়ে খাবার খাওয়ানো হয়েছে অল্প। এখনও অক্সিজেন চলছে। জেনারেল মেডিসিন, রেসপিরেটরি হেড, ক্রিটিকাল কেয়ার হেডের সবাইকে নিয়ে চিকিৎসা শুরু করে দিয়েছি। তবে এখনও বোর্ড গঠিত হয়নি। নিজেদের মধ্যে আলোচনা করে সন্ধে ৭টা নাগাদ সিদ্ধান্ত নেব আমরা।”

এই মুহূর্তে গায়কের বয়স ৭৪ বছর। তাঁর শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত ভক্তরাও। এমতাবস্থায় গায়কে ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্টও করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, “শ্বাসকষ্ট নিয়ে মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছি। শিগগিরি সেরে উঠব। চিন্তা করবেন না।” এই আশ্বাসবাণী শুনে কিছুটা স্বস্তিতে ভক্তকুল। তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরুন– গানওয়ালার অপেক্ষায় উদগ্রীব তাঁরা।