‘ধক্কড়’-এর অ্যাকশন সিক্যুয়েন্সের খরচ ২৫ কোটি! কঙ্গনা করলেন টুইট
বেশ কিছুদিন আগে কঙ্গনা এক ভিডিও শেয়ার করেন। ভিডিওতে কঙ্গনা অ্যাকশন সিকোয়েন্সের অনুশীলন করছিলেন। তাঁকে সঙ্গ দিচ্ছিলেন আন্তর্জাতিক স্টান্ট পারফর্মার স্টুয়ার্ট জে উইলিয়ামসন। কঙ্গনা লেখেন “মানালিতে সারাদিন ধরে স্টুয়ার্টের সঙ্গে ধরে ‘ধক্কড়’-এর অ্যাকশন রিহার্সাল চলছে। আমি ‘জয়া মা’র রাজনৈতিক জগতকে তাড়াতাড়ি পিছনে ফেলে এসেছি এবং এজেন্ট অগ্নির জগতে ঘুষি এবং লাথির সঙ্গে প্রবেশ করেছি। হাড়গোড় […]
বেশ কিছুদিন আগে কঙ্গনা এক ভিডিও শেয়ার করেন। ভিডিওতে কঙ্গনা অ্যাকশন সিকোয়েন্সের অনুশীলন করছিলেন। তাঁকে সঙ্গ দিচ্ছিলেন আন্তর্জাতিক স্টান্ট পারফর্মার স্টুয়ার্ট জে উইলিয়ামসন। কঙ্গনা লেখেন “মানালিতে সারাদিন ধরে স্টুয়ার্টের সঙ্গে ধরে ‘ধক্কড়’-এর অ্যাকশন রিহার্সাল চলছে। আমি ‘জয়া মা’র রাজনৈতিক জগতকে তাড়াতাড়ি পিছনে ফেলে এসেছি এবং এজেন্ট অগ্নির জগতে ঘুষি এবং লাথির সঙ্গে প্রবেশ করেছি। হাড়গোড় ভেঙে, চোখের মণি খুবলে নেওয়া আমার সবচেয়ে পছন্দের জিনিস।”
আরও পড়ুন টেলিকলার থেকে মডেল-অভিনেত্রী! দেখুন বার্থডে গার্ল, নোরা ফাতেহির গ্যালারি
এখন তিনি জানালেন, তাঁর অভিনীত ‘ধক্কড়’-এর একটি অ্যাকশন সিকোয়েন্সের শুটিং খরচ ২৫ কোটি!
আবার এক ভিডিও সেয়ার করে কঙ্গনা লেখেন, ‘আমি এখনও অবধি এরকম পরিচালক দেখিনি যিনি রিহার্সালে এতটা সময় এবং গুরুত্ব দেন। আগামীকাল রাত থেকে সবচেয়ে বড় অ্যাকশন সিকোয়েন্সের শুটিং হবে, তার প্রস্তুতিতে অবাক হচ্ছি এবং এত কিছু শিখতে পারছি। একটি অ্যাকশন সিকোয়েন্স শুট করতে ২৫ কোটি টাকারও বেশি খরচ হচ্ছে।”
This kind of passion and commitment that artists and technicians express, it is never just for money, then what is for? Why these crazy artists forget even their well being or human limitation and do what they do? Well most artists don’t know and it’s okay that way ?#Dhakaad pic.twitter.com/02O0gU9aPX
— Kangana Ranaut (@KanganaTeam) February 3, 2021
১২ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে, দু’জন কাস্টিং সদস্য পরে রয়েছে প্রোটেক্টিভ গিয়ার, হারনেসে বাঁধা। পরিচালক কাউন্টডাউন শুরু করতেই দু’জনকে টানা হল। আর মনে হল একটা বিশাল বিষ্ফোরণের পর ছিটকে যায় ঠিক তেমনই দু’জনে নিমেষের মধ্যে পড়লেন একটু দূরে।
আরেকটি টুইটও করেন কঙ্গনা। পরিচালক রজনীশ ঘাইয়ের প্রশংসা করে লেখেন, ‘আমার টিম মাসের পর মাস কয়লা খনিতে অ্যাকশন সিকোয়েন্সের জন্য প্রস্তুতি নিয়েছে। আমি সেখানে অতিথি শিল্পী হিসেবে শুধুমাত্র রিহার্সালে উপস্থিত থেকেছি। আর আমাদের চিফ রজনীশ ঘাই গত কয়েক দিন ধরে লোকেশনে রীতিমত ঘর করেছেন।”
‘ধক্কড়’-এর প্রথম পোস্টার শেয়ার করে ক্যাপশানে কঙ্গনা লিখেছিলেন, ‘সে নির্ভীক, সে জ্বলছে! সে এজেন্ট অগ্নি, ভারতের প্রথম মহিলা লিড অ্যাকশন থ্রিলার।’
View this post on Instagram