আম্মার চতুর্থ প্রয়াণদিবসে জয়ললিতার বেশে কঙ্গনা

দক্ষিণী পরিচালক এলএলবিজয় পরিচালিত আসন্ন ছবি 'থালাইভি'তে জয়ললিতার ভূমিকায় অভিনয় করছেন কঙ্গনা রানাউত।

আম্মার চতুর্থ প্রয়াণদিবসে জয়ললিতার বেশে কঙ্গনা
বাঁ দিকে জয়ললিতা এবং ডান দিকে আম্মার লুকে কঙ্গনা।
Follow Us:
| Updated on: Dec 05, 2020 | 3:34 PM

ডিসেম্বরের ৫ তারিখ। চার বছর আগে এই দিনে মারা গিয়েছিলেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতা। জয়ললিতার চতুর্থ মৃত্যুবার্ষিকীতে প্রিয় ‘জয়া আম্মা’কে শ্রদ্ধা জানালেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Knagana Ranaut) । টুইটারে ‘থালাইভি’ ছবির কিছু স্টিল শেয়ার করে মনে করে নিলেন জনপ্রিয় এই রাজনীতিবিদকে।

দক্ষিণী পরিচালক এলএলবিজয় পরিচালিত আসন্ন ছবি ‘থালাইভি’তে জয়ললিতার ভূমিকায় অভিনয় করছেন কঙ্গনা রানাউত। ‘আম্মার’ চরিত্রে অভিনয় করার জন্য বেশ খানিক ওজন বাড়াতে হয়েছিল তাঁকে। নিতে হয়েছিল প্রস্থেটিক মেকআপও। ছবির সেটেরই কিছু খুচরো ছবি শেয়ার করে কঙ্গনা লেখেন, “আম্মার প্রয়াণদিবসে থালাইভির কিছু ছবি। পরিচালক বিজয় স্যরকে ধন্যবাদ। শুট শেষ হওয়ার বাকি মাত্র এক সপ্তাহ”।

শুধু কঙ্গনা রানাউতই নন জনপ্রিয় ওই অভিনেত্রী- রাজনীতিবিদের প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানিয়েছেন, দক্ষিণী অভিনেত্রী ঐশ্বর্যা রাজেশ এবং ভারালক্ষ্মী শরৎকুমারও। ভারালক্ষ্মী লিখেছেন, “এক জন আদর্শ মহিলা। যিনি সবসময় মাথা উঁচু রেখেছেন। প্রত্যেক মহিলাকে তিনি উদ্বুদ্ধ করেছেন।”

আরও পড়ুন-সিনেমা হলের ‘স্টেটাস’ শেষ পর্যন্ত কী? জানা যাবে কি এ মাসেই

প্রায় ৭৫ দিন হাসপাতালে ভর্তি থাকার পর ২০১৬ সালের ৫ ডিসেম্বর হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয় তাঁর। জনপ্রিয় এই নেত্রীর প্রয়াণে শোকে ভেঙে পড়েছিল গোটা চেন্নাই। শুধু শহরই নয়। তামিলনাড়ু রাজ্যটাই কান্নায় ডুবে গিয়েছিল। তাঁর জীবনই এ বার আসতে চলেছে বড় পর্দায়। গত বছর নভেম্বরে প্রথম বার জয়ললিতার লুকে প্রকাশ্যে এসেছিলেন কঙ্গনা। তাঁর সেই ‘লুক’ পেয়েছিল মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ যেমন তারিফে ফেটে পড়েছিলেন। অন্যদিকে উঠেছিল সমালোচনার ঝড়। ছবির মুক্তির কথা ছিল এ বছরেরই মাঝামাঝি। কিন্তু করনার কারণে তা পিছিয়ে যায়। শোনা যাচ্ছে, ‘থালাইভি’ মুক্তি পাবে আগামী বছর। কঙ্গনা ছাড়াও ওই ছবিতে দেখা যাবে ‘বম্বে’, ‘রোজা’ খ্যাত অরবিন্দ স্বামীকে।