‘নিন্দুকেরা কোথায়?’ বিপুল ভোটে জয়ী কঙ্গনা রানাওয়াত, বললেন…

Kangana Win: লোকসভা নির্বাচনে সাধারণের রায় কী? বেলা বাড়তে না বাড়তেই স্পষ্ট হয়ে গেল। আর ঠিক ৩টে ১৫ নাগাত এদিন কঙ্গনা নিজেই সোশ্যাল মিডিয়ায় হাজির হয়ে গেলেন। বিজেপি প্রার্থী জয় এবার নিজের দখলেই রাখলেন।

'নিন্দুকেরা কোথায়?' বিপুল ভোটে জয়ী কঙ্গনা রানাওয়াত, বললেন...
কঙ্গনা রানাউত।Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Jun 04, 2024 | 3:30 PM

২০২৪ সালে প্রথম হাতেখড়ি। রাজনীতির ময়দানে পা রেখেই জয় নিজের দখলে রাখলেন কঙ্গনা রানাওয়াত। সিনেমার জগত থেকে রাজনীতির পথে পা বাড়িয়েছেন অনেকেই। কেউ কেউ হয়েছেন সফল, কেউ কেউ আবার ফিরে গিয়েছেন নিজের জগতে। কঙ্গনার ক্ষেত্রেও হয়তো তেমনটাই হবে বলে সমালোচকদের একাংশের ধারণা ছিল। কিন্তু ৪ জুন, ২০১৪, সকাল থেকেই সকলের চোখে হিমাচল প্রদেশের মাণ্ডির ছবিটা স্পষ্ট হতে থাকে। লোকসভা নির্বাচনে সাধারণের রায় কী? বেলা বাড়তে না বাড়তেই স্পষ্ট হয়ে গেল। আর ঠিক ৩টে ১৫ নাগাত এদিন কঙ্গনা নিজেই সোশ্যাল মিডিয়ায় হাজির হয়ে গেলেন। বিজেপি প্রার্থী জয় এবার নিজের দখলেই রাখলেন।

কঙ্গনা রানাওয়াতের মোট প্রাপ্ত ভোট ৫,২১,৭৪০। ৭২ হাজার কংগ্রেস প্রার্থী বিক্রমাদিত্য সিং-কে পিছনে ফেলে দিলেন। এদিন সকাল সকাল কঙ্গনা রানাওয়াত ইঙ্গিত স্পষ্ট করে দিলেন মাথায় তাঁর কার হাত। সোশ্যাল মিডিয়ায় স্টোরি শেয়ার করে লিখলেন, মায়ের আশীর্বাদ। তাঁর মা তাঁকে মিষ্টি খাইয়ে দিচ্ছেন।

নিন্দুকদের চুপ করিয়ে শেষ হাসি হাসলেন কঙ্গনা রানাওয়াত। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে লিখলেন, সকলের কাছে আমি কৃতজ্ঞ আমার প্রতি এই আস্থা ও বিশ্বাস দেখানোর জন্য। এই জয় আপনাদের সকলের। এই জয় প্রধানমন্ত্রী ও বিজেপির প্রতি আস্থার। কঙ্গনার এই পোস্টের তলায় তাঁর ভক্তদের মন্তব্যের ঢল নামে। কেউ লিখলেন, কুকথা বলা মানুষেরা কোথায় গেলেন? আবার কেউ লিখলেন, রানি জিত গ্যায়ি। কেউ আবার লিখলেন, মাণ্ডির রানির জয়।