ট্রেন থেকে ঝাঁপ অভিনেত্রীর, কী কাণ্ড হয়েছে জানুন
অভিনেত্রী করিশ্মা শর্মা জানিয়েছেন যে তিনি মুম্বইতে একটি ট্রেন দুর্ঘটনার পর হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি নোট শেয়ার করে করিশ্মা বলেন, চলন্ত ট্রেন থেকে লাফ দেওয়ার পর এই দুর্ঘটনা ঘটে। তিনি আরও জানান, ট্রেন থেকে পড়ে যাওয়ার সময় তাঁর মাথায় আঘাত লাগে। করিশ্মা শর্মা জানান, তিনি চলন্ত ট্রেন থেকে লাফ দিয়েছিলেন।করিশ্মা জানান, ঘটনাটি ঘটেছে বুধবার।

অভিনেত্রী করিশ্মা শর্মা জানিয়েছেন যে তিনি মুম্বইতে একটি ট্রেন দুর্ঘটনার পর হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি নোট শেয়ার করে করিশ্মা বলেন, চলন্ত ট্রেন থেকে লাফ দেওয়ার পর এই দুর্ঘটনা ঘটে। তিনি আরও জানান, ট্রেন থেকে পড়ে যাওয়ার সময় তাঁর মাথায় আঘাত লাগে। করিশ্মা শর্মা জানান, তিনি চলন্ত ট্রেন থেকে লাফ দিয়েছিলেন।করিশ্মা জানান, ঘটনাটি ঘটেছে বুধবার।
তিনি লেখেন, “গতকাল আমি চার্চগেটের দিকে একটি শুটিংয়ের জন্য যাচ্ছিলাম। আমি শাড়ি পরে ট্রেন ধরেছিলাম। ট্রেন ছাড়তেই গতি বাড়াতে শুরু করে এবং আমি দেখতে পেলাম আমার বন্ধুরা ট্রেন ধরতে পারেনি। ভয়ে আমি চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে পড়ে যাই—দুর্ভাগ্যবশত মাথায় আঘাত লাগে।” তিনি আরও লেখেন, “আমার পিঠে চোট লেগেছে, মাথা ফুলে গিয়েছে এবং পুরো শরীরে কালশিটে পড়েছে। ডাক্তাররা এমআরআই করেছেন এবং মাথার আঘাত গুরুতর কি না তা বুঝতে একদিনের জন্য আমাকে পর্যবেক্ষণে রেখেছেন।”
করিশ্মা অনুরাগীদের কাছে তাঁর দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করার অনুরোধ করেছেন। তিনি লেখেন, “গতকাল থেকে আমি প্রচণ্ড ব্যথায় আছি, কিন্তু লড়ছি। দয়া করে আমার জন্য প্রার্থনা করুন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি এবং আমাকে ভালোবাসা পাঠান।” করিশ্মার এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে অনেকেই নানা কথা লিখেছেন। একজন লিখেছেন, ”করিশ্মা বুঝতে পারেননি ওই মুহূর্তে কী করবেন। তাই এমনটা করে ফেলেছেন। আরও বড় কোনও বিপদ হয়নি, সেটাই ভালো ব্যাপার। এই ঘটনা থেকে অন্যদের শিক্ষা নেওয়া উচিত।”
