Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

২৩ ঘণ্টা চোখে নেই ঘুম, কী এমন হল কার্তিকের?

Kartik Aaryan: বলিউড সূত্রে খবর এবার নয়া জুটিতে দেখা যাবে কার্তিককে। শ্রদ্ধা কাপুরের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি। ঝড়ের গতিতে ভাইরাল এই জুটির খবর। সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে এই খবর। শ্রদ্ধা কাপুর নিজেই নিশ্চিত করেছেন এই প্রজেক্টের খবর। কার্তিক আরিয়ানের পাইপ লাইনে এখন একগুচ্ছ ছবি।

২৩ ঘণ্টা চোখে নেই ঘুম, কী এমন হল কার্তিকের?
Follow Us:
| Updated on: Jan 28, 2024 | 6:03 PM

কার্তিক আরিয়ান, বলিউডের বর্তমানে অন্যতম ব্যস্ত অভিনেতা। প্রেয়ার কা পঞ্চ নামা ছবি থেকে যাঁর উত্থান শুরু। তারপর আর ফিরে তাকাতে হয়নি। শেষ মুক্তি পাওয়া ছবি সত্য প্রেম কি কথা, বক্স অফিসে সেভাবে প্রভাব না ফেললেও কার্তিকের পারফর্ম বেশ প্রশংসিত। বর্তমানে কার্তিকের সঙ্গে কাজ করতে চাইছেন বলিউডের একগুচ্ছ পরিচালক। অভিমানের পারদ গলেছে করণ জোহারেরও।

বর্তমানে বলিউড সূত্রে খবর এবার নয়া জুটিতে দেখা যাবে কার্তিককে। শ্রদ্ধা কাপুরের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি। ঝড়ের গতিতে ভাইরাল এই জুটির খবর। সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে এই খবর। শ্রদ্ধা কাপুর নিজেই নিশ্চিত করেছেন এই প্রজেক্টের খবর। কার্তিক আরিয়ানের পাইপ লাইনে এখন একগুচ্ছ ছবি। একাধিক ছবির সিক্যুয়েলও তাঁরই ঝুলিতে। বলিউডে একচা সময় কোণঠাসা হয়ে পড়া অভিনেতা এখন বলিউডের অন্যতম চর্চিত স্টার। করণ জোহর থেকে শুরু করে অনেকেই একটা সময় জানিয়ে দিয়েছিলেন তাঁর সঙ্গে কাজ করবেন না। তবে কার্তিক সময়ের অপেক্ষা করেছিলেন। হাল ফেরালো তাঁর ভুল ভুলাইয়া ২ ছবি। তারপর থেকেই ঘোরে ভাগ্যের চাকা।

বর্তমানে সেই অভিনেতাই এতটা ব্যস্ত যে তাঁর দিনে ২৪ ঘণ্টা যেন কম পড়ে যাচ্ছে। এবার তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে তেমনই খবর এল সামনে। রবিবার, ২৮ জানুয়ারি, তাঁর গুজরাত ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড মঞ্চে তাঁর পার্ফমেন্স ছিল। সারাদিন শুটিং করে তিনি টানা পৌঁছে যান গুজরাত, সেখানে ভোর ৩.৩০ থেকে শুরু হয় তাঁর রিহার্সাল। তারপর মঞ্চে তাঁর পারফর্ম। সব মিলিয়ে টানা ২৩ ঘণ্টা তাঁর চোখে নেই ঘুম। যদিও এই ব্যস্ততা তাঁর কাছে আনন্দের। এটা যে কোনও শিল্পীরই স্বপ্ন, কাজের মাঝেই থাকা। আজও তেমনই একটা দিনের সাক্ষী কার্তিক। তাঁর এই কামব্যক ভক্তদের কাছে বেজায় আনন্দের।