রামায়ণে হনুমানজি এবার সানি? কত কোটির বিনিময়ে রাজি অভিনেতা
Sunny Deol: এই ছবির একাধিক চরিত্রের নাম সামনে আসছে ধীরে ধীরে। এবার বড় আরও এক নাম যুক্ত হতে দেখা গেল, আর তিনি অন্য কেউ নন, খোদ সানি দেওল। বলিউডে যেভাবে তিনি কামব্যক করলেন তিনি, তা এক কথায় বলতে গেলে প্রশংসার ঝড় তুলেছে সিনেপাড়ায়।

গত এক বছর ধরে চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছে বলিউডের আগামী ছবি রামায়ণ। দক্ষিণী সিনেপাড়ায় আদিপুরুষ-কে কেন্দ্র করে একাধিক মন্তব্য বর্তমান হলেও এবার বলিউডের দিকে তাকিয়ে দর্শকেরা। যেখানে রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে রণবীর কাপুরকে। তাঁর বিপরতীতে প্রাথমিকভাবে থাকার কথা ছিল অভিনেত্রী আলিয়া ভাটের। তবে প্রজেক্টের তারিখের সঙ্গে তাঁর শিডিউল না মেলায়, তিনি অবশেষে এই ছবি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। তাঁর বিপরীতে সীতার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সাই পল্লবীকে। যেখানে দক্ষিণী সুপারস্টার যশ অর্থাৎ রকি ভাই হবেন রাবণ।
এই ছবির একাধিক চরিত্রের নাম সামনে আসছে ধীরে ধীরে। এবার বড় আরও এক নাম যুক্ত হতে দেখা গেল, আর তিনি অন্য কেউ নন, খোদ সানি দেওল। বলিউডে যেভাবে তিনি কামব্যক করলেন তিনি, তা এক কথায় বলতে গেলে প্রশংসার ঝড় তুলেছে সিনেপাড়ায়। তিনি কোন চরিত্রে থাকতে চলেছেন জানেন? সঙ্কটমোচন, অর্থাৎ শ্রীরামচন্দ্রের পাশে পাশে থাকা ভগবান হনুমানজি। খবর প্রকাশ্যে আসতেই ছবির প্রতি দর্শকদের খিদে আরও একধাপ বেড়ে গেল। পরিচালক নীতিশ তিওয়াড়ি পরিচালিত এই ছবির প্রস্তাব আগেই গিয়েছিল সানি দেওলের ঝুলিতে।
তবে শোনা যায়, প্রাথমিকভাবে তিনি নাকি এই চরিত্র গ্রহণ করার প্রসঙ্গে মত প্রকাশ করেননি। পরবর্তীতে নাকি দরাদরি করে তিনি ৪৫ কোটিতে রাজি হয়েছেন এই চরিত্রের প্রস্তাব গ্রহণ করতে বলেই প্রাথমিকসূত্রে খবর। সূত্রের খবর এই ছবিকে তিনটি পার্টে ভাগ করা হবে। প্রাথমিকভাবে এই ছবিতে সানি দেওলের তেমন খুব একটা কিছু করার নেই, তবে দ্বিতীয় ও তৃতীয় পার্টে তাঁর ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ। ফলে সানির ঝুলিতে এখন বড় চরিত্র, তাঁর কেরিয়ারের অন্যতম সেরা সংযোজন হয়ে থাকবে এই চরিত্র বলেই অনুমান একশ্রেণির।





