ভারতে নয়, এই দেশেই চুপিচুপি ভূমিষ্ঠ হবে ভিকি-ক্যাটের প্রথম সন্তান!

Katrina Kaif: কিছু দিন আগেই ভিকির জন্মদিন গিয়েছে। বিদেশেই স্ত্রীর সঙ্গে জন্মদিন পালন করেছেন ভিকি। স্বামীকে নিয়ে এক রোম্যান্টিক পোস্ট করতেও দেখা গিয়েছিল ক্যাটরিনাকে। ২০২১ সালে বিয়ে করেন তাঁরা। ভিকির থেকে ক্যাটরিনা বড়।

ভারতে নয়, এই দেশেই চুপিচুপি ভূমিষ্ঠ হবে ভিকি-ক্যাটের প্রথম সন্তান!
কোথায় জন্ম নিতে চলেছে ভিক্যাটের প্রথম সন্তান?
Follow Us:
| Updated on: May 23, 2024 | 2:01 PM

২০২১ সালে বিয়ে। আর বিয়ের পর থেকেই প্রায় প্রতি মাসেই ক্যাটরিনা কাইফের অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনে তোলপাড় হয়েছে সামাজিক মাধ্যম। তবে সংবাদমাধ্যম টাইমস নাও-এর এক প্রতিবেদন দাবি করেছে, এই বার আর খবরে কোনও ভেজাল নেই। নেহাতই গুঞ্জন নয়, বাস্তবেই মা হচ্ছেন ক্যাটরিনা কাইফ। সামনে এসেছে সন্তান জন্মের বিস্তারিত তথ্য। এও জানা যাচ্ছে হবু বাবা-মা ভারত নয়, সন্তান জন্ম দেওয়ার জন্য বেছে নিয়েছে অন্য স্থান। কোথায় জন্ম নিতে চলেছে ভিক্যাটের প্রথম সন্তান?

সূত্র বলছেন, “ক্যাটরিনা ব্রিটিশ। তাই লন্ডনেই জন্ম নেবে তাঁদের প্রথম সন্তান। ভিকিও এই মুহূর্তে সেখানেই রয়েছেন।” কিছু দিন আগে ক্যাটরিনা কাইফের এক ভিডিয়ো ভাইরাল হ্য় আর সেই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর থেকেই গুঞ্জন জোরাল হয়। লন্ডনের রাস্তায় হাতে হাত রেখে ক্যাটরিনা ও ভিকি ঘুরে বেড়াচ্ছেন। দেখা যায়, ক্যাটরিনার ‘বেবিবাম্প’ও। লং কোটে নিজের বেবিবাম্পকে লুকোনোর চেষ্টাও করতেও দেখা যায়। যদিও সেই চেষ্টায় তিনি সফল হননি। ছবি ভাইরাল হয়ে যায়। উল্লেখ্য, সূত্র এই সব দাবি করলেও ক্যাটরিনা-ভিকি এবং তাঁদের পরিবারের তরফ থেকে এখনও কোনও অফিসিয়াল বিবৃতি আসেনি।

কিছু দিন আগেই ভিকির জন্মদিন গিয়েছে। বিদেশেই স্ত্রীর সঙ্গে জন্মদিন পালন করেছেন ভিকি। স্বামীকে নিয়ে এক রোম্যান্টিক পোস্ট করতেও দেখা গিয়েছিল ক্যাটরিনাকে। ২০২১ সালে বিয়ে করেন তাঁরা। ভিকির থেকে ক্যাটরিনা বড়। তাই বিয়ের পর তাঁদের নিয়ে কম আলোচনা হয়নি। এও দাবি করা হয়েছিল, এই সম্পর্ক একেবারেই টিকবে না। তবে সবাইকে ভুল প্রমাণ করে ভাল আছেন তাঁরা। আছেন ভালবাসায়। প্রসঙ্গত, কিছু দিন আগে দ্বিতীয়বার মা হয়েছেন অনুষ্কা শর্মাও। সন্তানের জন্ম দেওয়ার জন্য তাঁকেও বেছে নিতে দেখা যায়নু ভারত। তিনিও সন্তানের জন্ম দিয়েছেন লন্ডনে। অন্যদিকে দীপিকাও মা হবেন সেপ্টেম্বরে। বলিউডের প্রথম সারির নায়িকাদের জীবন এখন বইছে অন্য খাতে।