সুচিত্রার বিবাহিত জীবন কেমন ছিল? তিনি নাকি শেষের দিকে তোয়াক্কাই করতেন না স্বামীকে
Suchitra Sen: সুচিত্রার স্বামী নাকি তাঁকে সারাটা জীবনই জ্বালিয়েছিলেন খুব। মহানায়িকাকে মনে করতেন তাঁর কাঁধের বোঝা। সেই বোঝাকে দিয়ে রোজগারের উপায় বের করেছিলেন তিনি। তাঁকে দিয়ে সিনেমায় অভিনয় করিয়েছিলেন স্বামীই। কিন্তু কেন মহানায়িকার উপর এত ঘৃণা ছিল তাঁর?
শোনা যায়, সুচিত্রা সেনের বৈবাহিক জীবন নাকি সুখের ছিল না। ‘মদ্যপ’ স্বামী নাকি মানসিক অত্যাচার করতেন অভিনেত্রীর উপর। সুচিত্রা সেনকে নাকি নাজেহাল করে ছেড়েছিলেন তাঁর স্বামী। ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যেত, সুচিত্রার সাংসারিক জীবনের নানা কথা। বিয়ের আগে সুচিত্রার সেনের নাম ছিল রমা দাশগুপ্ত। বিয়ের পর নাম পাল্টে হয় সুচিত্রা। বাবা-মায়ের খুবই বাধ্যের মেয়ে ছিলেন সুচিত্রা।
তাঁদের কথার অমান্য করতেন না কখনওই। অবাধ্য পুত্রকে ঘোর সংসারী করার তাগিদে দিদি-শাশুড়ি সুচিত্রার সঙ্গে নাতির সম্বন্ধ পাকা করেছিলেন। বাবা-মা এবং ভাই-বোনদের ছেড়ে বনেদি পরিবারে বিয়ে হয় সুচিত্রার। বিয়ের পরপরই তাঁর পুত্রসন্তান জন্ম নেয়। এবং তার মৃত্যুও ঘটে। সেই ঘটনার পর সুচিত্রাকে নানা কটাক্ষের সম্মুখীন হতে হয়েছিল। এমনকী, তাঁর স্বামী দিবানাথও মহানায়িকাকে মনে করতেন তাঁর কাঁধের বোঝা।
সেই বোঝাকে দিয়ে রোজগারের উপায় বের করেছিলেন তিনি। সুন্দরী স্ত্রীকে নিয়ে চলে গিয়েছিলেন সিনেমা পাড়ায় অভিনয় করাতে। একটা সময়ের পর সুচিত্রার খ্যাতি গগনচুম্বি হয়ে ওঠে। স্বামীকে আর তোয়াক্কাই করতেন না সুচিত্রা।