‘হাতে-ঘাড়ে ছড়িয়ে গিয়েছে’, ব্লাড ক্যানসারে আক্রান্ত কিরণ খের
অনুপম লেখেন, "সবাইকে জানাতে চাইছি কিরণ মায়ালোমা, এক ধরণের ব্লাড ক্যানসারে আক্রান্ত। বর্তমানে ওর চিকিৎসা চলছে। কিরণ সারা জীবনই যুদ্ধ করেছে, তাই আমরা নিশ্চিত আগের থেকেও আরও বেশি শক্তি নিয়ে ও ফিরে আসবে। অত্যন্ত অভিজ্ঞ চিকিৎসকদের হাতে তাঁর চিকিৎসা চলছে সে জন্য আমরা কৃতজ্ঞ।"
বলিউডে আবারও খারাপ খবর। ব্লাড ক্যানসারে আক্রান্ত অভিনেতা এবং একই সঙ্গে বিজেপির চন্ডীগড়ের সাংসদ কিরণ খের। বৃহস্পতিবার টুইটারে নিজেই এ কথা জানিয়েছেন কিরণের স্বামী অনুপম খের।
অনুপম লেখেন, “সবাইকে জানাতে চাইছি কিরণ মায়ালোমা, এক ধরণের ব্লাড ক্যানসারে আক্রান্ত। বর্তমানে ওর চিকিৎসা চলছে। কিরণ সারা জীবনই যুদ্ধ করেছে, তাই আমরা নিশ্চিত আগের থেকেও আরও বেশি শক্তি নিয়ে ও ফিরে আসবে। অত্যন্ত অভিজ্ঞ চিকিৎসকদের হাতে তাঁর চিকিৎসা চলছে সে জন্য আমরা কৃতজ্ঞ।”
নিজের কেন্দ্রে বেশ কয়েক মাস ধরেই কিরণের অনুপস্থিতি চোখে পড়েছিল বিরোধীদেরও। সে নিয়ে নানা কথা বার্তাও হয়। সেই প্রসঙ্গেই বুধবার এক সাংবাদিক সম্মেলনে চন্ডীগড়ের ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট অরুণ সুদ প্রথম প্রকাশ্যে আনেন কিরণের ক্যানসার আক্রান্ত হওয়ার খবর। তিনি বলেন, “গত বছর নভেম্বরেই ক্যানসার আক্রান্ত হয়েছেন কিরণ। বাঁ হাত এবং ডান দিকের কাঁধে রোগ ছড়িয়ে যাওয়ায় তাঁকে চিকিৎসার জন্য মুম্বই যেতে হয়। চার মাস চিকিৎসাও চলে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে। বর্তমানে হাসপাতালে ভর্তি না থাকলেও নিয়মিত পর্যবেক্ষণের মধ্যে থাকতে হচ্ছে তাঁকে।
— Anupam Kher (@AnupamPKher) April 1, 2021
গত বছরের মাঝামাঝি প্রকাশ্যে এসেছিল অভিনেতা সঞ্জয় দত্তের ক্যানসার আক্রান্ত হওয়ার খবর। যদিও চিকিৎসার পর আপাতত সুস্থ তিনি। কিরণের খবর প্রকাশ্যে আসতেই অভিনেত্রীর আরোগ্য কামনায় সহকর্মী থেকে সাধারণ। সবার একটাই প্রার্থনা যত দ্রুত সম্ভব হয়ে সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরুন তিনি।