করোনাকালে আমিরের এই সিদ্ধান্তে গভীর চিন্তায় তাঁর অনুরাগীরা!

সম্প্রতি আমির খানকে দেখা গিয়েছে কাশ্মীরে। মুম্বইয়ের বেশি কিছু সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী আমির তাঁর ছবি 'লাল সিং চাড্ডা'র শুট করতেই সেখানে পৌঁছেছেন।

করোনাকালে আমিরের এই সিদ্ধান্তে গভীর চিন্তায় তাঁর অনুরাগীরা!
আমির খান
Follow Us:
| Updated on: May 02, 2021 | 7:04 PM

করোনা সুনামিতে বিপর্যস্ত ভারত। চার লক্ষ ছাড়িয়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। এরই মধ্যে আমির খানের সিদ্ধান্ত নিয়ে একেবারেই খুশি নন তাঁর ভক্তরা। এই পরিস্থিতিতে কেন মিস্টার পারফেকশনিস্ট এমনটা করতে গেলেন সে প্রশ্নই তুলেছেন তাঁরা।

সম্প্রতি আমির খানকে দেখা গিয়েছে কাশ্মীরে। মুম্বইয়ের বেশি কিছু সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী আমির তাঁর ছবি ‘লাল সিং চাড্ডা’র শুট করতেই সেখানে পৌঁছেছেন। লাদাখ এবং কার্গিলে একটা লম্বা সময় ধরে চলবে ওই ছবির শুট। শুট হবে যুদ্ধের দৃশ্য। আর এতেই অসন্তুষ্ট আমির-অনুরাগীরা। এই পরিস্থিতে কেন প্রিয় অভিনেতা বাড়িতে না থেকে শুটিংয়ে মাতলেন সে প্রশ্নই তুলেছেন তাঁরা। যদিও দিন কয়েক আগেই করোনা থেকে সেরে উঠেছেন আমির, কিন্তু দ্বিতীয় স্ট্রেনে অ্যান্টিবডি কতটা কার্যকরীতা নিয়ে প্রশ্ন ওঠায় চিন্তা যেন থামছেই না।

আরও পড়ুন– সত্যজিতের ছোটগল্পের অডিয়োগুণ এতটাই, যেন ‘পারফেক্ট থিয়েটার অফ দ্য মাইন্ড’; ‘সানডে সাসপেন্স’-এর মাস্টারমাইন্ড ইন্দ্রাণী চক্রবর্তী

হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প’ থেকে অনুপ্রাণিত ছবি ‘লাল সিং চাড্ডা’ যা মুক্তি পাওয়ার কথা ছিল গত বছর ডিসেম্বরে। কিন্তু মুক্তি তো দূর বিভিন্ন বাধা পড়ার কারণে ছবির শুটও এখনও শেষ হয়নি। গত বছর করোনা এবং লকডাউন, যখন লকডাউন উঠে শুটের অনুমতি পাওয়া গেল তখন অন্তঃসত্ত্বা হয়ে পড়লেন ওই ছবির অন্যতম কেন্দ্রীয় চরিত্র করিনা কাপুর খান। ফলে সে খানে শুট বিলম্বিত হয়। আমির খান দিন কয়েক আগে এক সাক্ষাৎকারে মজা করে বলছিলেন, “সবাই করোনা সামলিয়েছেন আমায় করোনা এবং করিনা একসঙ্গে সামলাতে হয়েছিল।” ২০২১-এ সব কিছু স্বাভাবিক হওয়া শুরু করলেও মার্চের মাঝামাঝি থেকে আবারও করোনার বাড়বাড়ন্ত। এদিকে ড্রিম প্রজেক্টেরও দেরি হয়ে যাচ্ছে। হচ্ছে অর্থের ক্ষতি। আর সে কারণেই আর দেরি না করে এই অবস্থাতেই আমির ঠিক করেছেন শুট চালিয়ে যাওয়ার । হাজার হোক ‘মিস্টার পারফেকশনিস্ট বলে কথা!