বিয়ের তিন বছর, স্ত্রীর জন্য ভালবাসার খোলাচিঠি মিলিন্দের

ভক্তদের ভালবাসায় উপচে পড়েছে মিলিন্দের ইনস্টাগ্রাম। বাদ যাননি বিপাশা বাসুও। শুভেচ্ছা জানিয়েছেন তিনিও। অথচ তিন বছর আগে তাঁদের বিয়ে নিয়ে কম জলঘোলা হয়নি। তাঁদের বয়সের ফারাক হয়ে গিয়েছিল ‘টক অব দ্য টাউন’।

বিয়ের তিন বছর, স্ত্রীর জন্য ভালবাসার খোলাচিঠি মিলিন্দের
অঙ্কিতা-মিলিন্দ।
Follow Us:
| Updated on: Apr 22, 2021 | 8:29 PM

২০১৮ সালের ২২ এপ্রিল আচমকাই বিয়ে করেন মিলিন্দ-অঙ্কিতা। আজ অর্থাৎ বৃহস্পতিবার তাঁদের বিয়ের জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর সঙ্গে ভালবাসার রঙ মাখলেন মিলিন্দ। শেয়ার করলেন বিয়ের ছবিও।

স্ত্রী অঙ্কিতাকে উদ্দেশ্য করে প্রেমের খোলাচিঠি লিখলেন এভারগ্রীন মিলিন্দ। সেই চিঠি ভাসিয়ে দিলেন ইনস্টাগ্রামে। বিয়ের দিনের ছবি শেয়ার করে মিলিন্দ লেখেন, “তিন বছর। এখনও মনে হয় যেন গতকালের ঘটনা। তোমার হাসিই আমার হৃদয়ে উষ্ণতা এনে দেয়। এই সুইটহার্টই আমায় হাসায়…”।

ভক্তদের ভালবাসায় উপচে পড়েছে মিলিন্দের ইনস্টাগ্রাম। বাদ যাননি বিপাশা বাসুও। শুভেচ্ছা জানিয়েছেন তিনিও। অথচ তিন বছর আগে তাঁদের বিয়ে নিয়ে কম জলঘোলা হয়নি। তাঁদের বয়সের ফারাক হয়ে গিয়েছিল ‘টক অব দ্য টাউন’।

আরও পড়ুন-দিশার সঙ্গে লিপলক! ‘রাধে’র ট্রেলারে সলমনের অনস্ক্রিন চুমু নিয়ে শোরগোল নেটপাড়ায়

মিলিন্দ একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, “শুরুতে অনেকেই অনেক কিছু বলত। আমার জীবনে তা খুব বেশি প্রভাব না ফেললেও অঙ্কিতার উপর তা প্রভাব ফেলত খুব বেশি। ও তো এই সবে অভ্যস্ত ছিল না। আমি ওকে বলতাম, যারা এসব বলে তাঁরা মানুষ নয়। রোবট। এ কথা ঠিক মাঝে মধ্যেই এই সব ট্রোলিং অসহ্য হয়ে পড়ত।” তবে হাত ছাড়েননি তাঁরা। মিলিন্দ-অঙ্কিতার সম্পর্কের উষ্ণতা যে এতটুকু ফিকে হয়নি তা তাঁদের ইনস্টাগ্রাম ঘাঁটলেই বোঝা যায়। তিন বছর পরেও ট্রোলিংকে সঙ্গে করেই ওঁরা বাঁচেন নিজেদের শর্তে।