স্প্লিটসভিলা করার পর সফট পর্ণের অফার পাচ্ছিলাম ক্রমাগত: পবিত্র পুনিয়া

হরিয়ানার মেয়ে পবিত্রা বেড়ে উঠেছেন রক্ষণশীল পরিবারে। তাই সে সব অফার ফিরিয়ে দিয়েছিলেন অনায়াসেই, এমনটাই সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি।

স্প্লিটসভিলা করার পর সফট পর্ণের অফার পাচ্ছিলাম ক্রমাগত: পবিত্র পুনিয়া
পবিত্র পুনিয়া
Follow Us:
| Updated on: Apr 22, 2021 | 8:35 PM

২০০৯ সালে রিয়ালিটি শো ‘স্প্লিটসভিলা’য় অংশ নিয়েছিলেন পবিত্র পুনিয়া। সেই শো তিনি জিততে পারেননি ঠিকই। কিন্তু এর পর থেকেই একের পর এক ‘বোল্ড ছবি’র অফার পাচ্ছিলেন তিনি। অফার আসছিল শয্যাদৃশ্য, ন্যুড সিনেরও। পবিত্রর ভাষায় ‘সফট পর্ণ’। মুখ খুললেন অভিনেত্রী।

হরিয়ানার মেয়ে পবিত্রা বেড়ে উঠেছেন রক্ষণশীল পরিবারে। তাই সে সব অফার ফিরিয়ে দিয়েছিলেন অনায়াসেই, এমনটাই সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি। তাঁর কথায়,”কিছু ওয়েবসাইট এবং ছবির জন্য বোল্ড কনটেন্টের অফার পাচ্ছিলাম। যদি অন্যভাবে বলি তাহলে বলব সফট পর্ণের অফার। কিন্তু যে পরিবারের আমি বড় হয়ে উঠেছি সেখানে বাবা-মায়ের সঙ্গে বসে চুমুর দৃশ্য বা লাভমেকিং সিনও দেখি না আমরা। অদ্ভুত লাগে। উঠে চলে যাই।”

আরও পড়ুন- ‘বাজে অভিনয়…বাচ্চা গ্যাংস্টার…’, আলিয়াকে আক্রমণ কঙ্গনা রানাওয়াতের

পবিত্র জানান তাঁর পরিবার টেলিভিশনে কাজ নিয়েও বাধা দিয়েছিলেন একটা সময়। তাঁর কথায়, “আমি অনুভব করিআমার পরিবার আমাকে টিভি দেখতেই অভ্যস্ত নন সেখানে আমি যদি ওই রকম বোল্ড কন্টেন্ট করি ওঁরা খুব কষ্ট পাবেন। আমার গোটা কেরিয়ারেও অমনটা আমি করতে পারব বলে মনে হয় না। ওই সব মানুষদের সত্যিই হ্যাটস অফ যারা ন্যুড সিনে স্বচ্ছন্দ।” পবিত্র জানান ঠিক এই কারণেই দু’দুটি ওয়েব সিরিজের অফার তিনি ফিরিয়ে দিয়েছেন। ফিরিয়ে দিয়েছেন আরও অনেক হাই বাজেট মুভির অফারও।

তবে ধারাবাহিকে চুটিয়ে কাজ করেছেন তিনি। ‘ইয়ে হ্যায় মহব্বতে’ থেকে শুরু করে ‘নাগিন ৩’– কাজ করেছে দক্ষতার সঙ্গেই। সম্প্রতি বিগবসের ১৪ সিজনে প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছিলেন তিনি। না, জিততে তিনি পারেননি ঠিকই। তবে জিতেছেন অন্য আর এক প্রতিযোগী এজাজ খানের মন। বিগবস থেকে বেরিয়েও তাঁদের প্রেম অক্ষত।